পাতা:পলাশির যুদ্ধ.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৬
পলাশিব যুদ্ধ।

নিবখি চিত্রিত মম যত নিদারুণ
অত্যাচাব, অনুতাপে জ্বলে উঠে মনে
মনে কবি হলো মম দৃষ্টির বিভ্রম,
অমনি বামালে আমি মুছি দুনযন,
কিন্তু হৃদযেতে যেই কলঙ্ক বিষম,
ঘুচিবে সে দোষ কেন মুছিলে মযন?
পবিষ্কাবি নেত্রদ্বয দেখিলে আবাব,
সেই চিত্র স্পষ্টতব দেখি পুনর্ব্বার।

২৪


“দেখি বিভীষিক মূর্ত্তি ভয়াকুল মনে,
নিবখি নিবিড নৈশ আকাশেব পানে,
প্রত্যেকে একটি পাপ চিত্রিয়া গগনে,
দেখাষ পে ত্যেক তাবা বিবিধ বিধানে।
সেই সব পাপ-কার্য্য কবিতে সাধন
কেশাগ্রও কোন দিন কাঁপেনি আমার,
আজি কেন তাবি চিত্র কবি দরশন,
শিহবিয়া উঠে অঙ্গ কাঁপে বাবম্বাব?
পাপ পুণ্য কার্য্যকালে সমান সবল,
অনুশোচনাই মাত্র পরিচয়স্থল।