পাতা:পলাশির যুদ্ধ.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৮
পলাশির যুদ্ধ।

তবে যদি শুনি রণে হারিব নিশ্চয়,
রাজদুর্গে একেবারে লইব আশ্রয়।

২৭


“কে বল আমার মত ভবিষ্যত কথা
ভাবিতেছে এ প্রাস্তরে বসিয়া বিরলে?
কে বল হৃদয়ে এত পাইতেছে ব্যথা,
ভাবি ভূতপূর্ব্ব কথা, ভাবি কুর্ম্মস্থলে?
বাজাইয়া করতালি, বাজায়ে খঞ্জনী,
দুই হাতে তালি দিয়া প্রহরী সকল,
নাচিতেছে, গাইতেছে; চিন্তা-কালফণী
নাহি দংশে হৃদয়েতে, দহি অস্তুস্তল।
সকলি আমোদে মত্ত নাহি কোন ভয়,—
কি হয় কি হয় রণে,—জয়, পরাজয়?

২৮


“অথবা কি ভয়-মেঘে হৃদয়-গগন
আবরিবে তাহাদের? নাহি রাজ্য ধন,
নাহি সিংহাসন, তবে কিসের কারণ
হবে তারা চিন্তাকুল বিষাদিত মন?
মৃত্যু?—মৃত্যু দরিদ্রের তুচ্ছ অতিশয়;
করিতে আমার চিত্তে সন্তোষ বিধান