পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లిసిరి SYeeMeSeSAASAASAASAASAAeAAeAeeeS SS ( & ) of sq of:-(manganese dioxide took cobalt oxide) ten was Jos on 1 off & প্রদেশ হইতেই সংগৃহীত হইত এবং প্রাচীন কারিগরদের বিশেষ পরিচিত ছিল ; আজকাল বিদেশ হইতে আমদানি করিতে হয়। গৃহ-শিল্পের দিক হইতে এই যুগ্ময়-শিল্প বিশেষ মূল্যবান। এক পাঞ্জাবেই এই কাজ করিয়া ২৪০,••• জন লোক জীবিক-সংস্থান করে। দুঃখের বিষয়, ইহার পূৰ্ব্বের মত আর ভালো জিনিষ তৈয়ারি করিতে পারে না । ১৯২০ সালের এপ্রিল-মে-জুন- তিন মাসে ব্রিটিশ প্রবাসী—আষাঢ়, ృలిరి(t AMeAeAMeeAMY BeMeAAAeeAMeMAMMeMeAAAMeAeAAA AAAA AAAAA [ ২৮শ ভাগ, ১ম খণ্ড ভারতে ৯৭৪,০০০ টাকার জিনিষের কাটুতি হইয়াছিল। ইহাতেই চাহিদার অবস্থা বুঝিতে পারা যায়। এইসব কাজের উৎকর্ষের জন্ত যথেষ্ট চেষ্টা করা উচিত। যদিও পোসলেনের কাজের তেমন সুবিধা হইবে না, কিন্তু স্থানীয় আবশ্বকীয় জিনিষ আরো অনেক আছে। “Forman Christian College,ou a fig-fieis; বিদেশীয় প্রণালীতে এই কাজের উন্নতির জন্ত একজন বিশেষজ্ঞ রাথিয়া গবেষণা করিতেছেন। আমরা আশা করি, এই কাৰ্য্য সফলতার পথেই অগ্রসর হইবে। যদি হয়,—এই প্রদেশের বহুকাল-অনুভূত একটি বিশেষ অভাব মিটে । আফগান-আমীরের যুরোপ ভ্রমণ ঐ প্রভাত সান্তাল বহু প্রাচীন কাল হইতেই প্রাচ্য ও প্রতীচ্যের নানা জাতির, নানা ধৰ্ম্মের ও বিভিন্ন প্রকার সভ্যতার মিলন সঙ্ঘাত আফগানিস্থানে ঘটিয়াছে। আলেকজান্দার আফগানিস্থান অতিক্রম করিয়া ভারতের প্রাকৃতিক তোরণদ্বার দিয়া ভারতে আসিয়াছিলেন । চেঙ্গিজ খাঁ ও অন্তান্ত অনেক ভাগ্যাম্বেষী অভিযানকারী আফগানিস্থানের পথেই ভারতে প্রবেশ করিয়াছিলেন । বৈদিকযুগে ভারতীয় মাৰ্য্যগণের একটি শাখ আফগানিস্থানে বসবাস করিতেন, তাহার প্রমাণ পাওয়া যায়। ধৃতরাষ্ট্রমহিষী গান্ধারী ছিলেন বর্তমান কান্দাহার-দেশের রাজকন্যা । ভারতে ব্ৰাহ্মণ্যধৰ্ম্মের প্রতিষ্ঠার যুগে ও আফগানিস্থানে উহার প্রসার হইয়াছিল এবং বৌদ্ধযুগে ঐ দেশের অনেক অধিবাসী বৌদ্ধধৰ্ম্ম গ্রহণ করিয়াছিলেন ও সেখানে মঠ, স্তুপ প্রভৃতি নিৰ্ম্মাণ করাষ্টয়াছিলেন।

  • Dr. U. N. Ghosal: Afghanistan, Greater India Society's Bulletin No. W.

আফগানিস্থানের প্রাচীনকালের ধৰ্ম্ম ও রাজনৈতিক ইতিহাস ভারতবর্যের ইতিহাসের একটি অধ্যায়রুপে পরিগণিত হইতে পারে। অশোক আফগানিস্থানের মধ্য দিয়াই সিরিয়া, ইজিপ্ট, মেসিডোনিয়া, এপিরাস প্রভৃতি রাজ্যে ধৰ্ম্মপ্রচারক পাঠাইয়াছিলেন। আফগানিস্থানের ভিতর দিয়াই প্রাচীন ভারতের ধৰ্ম্ম, ভাস্কৰ্য্য ও সঙ্গীতকলা মধ্য-এশিয়া হইতে জাপান পৰ্য্যস্ত পরিব্যাপ্ত হইয়াছিল। ভারতবাসী যখন যেখানে গিয়াছে হিন্দু ও বৌদ্ধ-সভ্যতার শ্রেষ্ঠদানসমূহকে সে সঙ্গে লইয়া যাইতে ভুলে নাই। তাই আফগানিস্থানের নানা প্রাস্তে, উত্তর ও মধ্যএশিয়ার মরুভূমিতে, চীনে, জাপানে, প্রশান্তমহাসমুদ্রের দ্বীপপুঞ্জে, চম্পা, কম্বোজ ও হামদেশে প্রাচীন ভারতের ধৰ্ম্ম ও কৃষ্টির অপূৰ্ব্ব সম্পদ সমূহের নিদর্শন এখনও দেখা যায়। ফা-হিয়ান, হু:এনস্তাং প্রভৃতি বৌদ্ধশ্রমণ আফগানিস্থানের পথেই ভারত-প্রবেশ করিয়াছিলেন। র্তাহাদের ভ্রমণ-বৃত্তাস্তে আফগানিস্থানের বৌদ্ধস্তুপ, গুহ, মুৰ্ত্তি ও