পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] · আফগান-আমীরের যুরোপ ভ্রমণ లిసి) মঠগুলির উল্লেখ আছে ; সুতরাং হিন্দু ও বৌদ্ধযুগে আফগানিস্থানে ঐ দুই ধৰ্ম্ম যে বিশেষ প্রসারলাভ করিয়াছিল বিমারান গুপ, জেলালাবাদ তাহা নিঃসন্দেহ বলা যায়। পরে ঐ দেশে ইস্লামধৰ্ম্মের প্রবর্তন হইলেও তাহার উপরেও বৌদ্ধ ও হিন্দুধৰ্ম্মের প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হইত ॥৬ “Islam in Afghanistan...was a Superstructure on the existing Buddhist cum Hindu construction. The miracles of the older faiths continued: they were ascribed to Muslim spiritual power; the hair of Buddha and the miracles of the stupas were reproduced in the mysterious movements of the tombs (Turbat) of the 'minor prophets’ of Islam.” কিছুদিন পূৰ্ব্বে ফরাসী প্রত্নতাত্বিকগণের নেতৃত্বে যে অনুসন্ধান হইয়াছিল তাহার ফলে আফগানিস্থানে অনেকগুলি বৌদ্ধস্ত পাদি আবিষ্কৃত হইয়াছে। সেগুলি দুইভাগে বিভক্ত করা যাইতে পারে। ১। কাবুল-নদীর নিকট জেলালাবাদ, হিদা ও বৌদ্ধ কাবুলের গান্ধার শিল্পরীতির অনুযায়ী মূৰ্ত্তি ও স্তুপ সমূহ। ২ । মধ্য-এশিয়ার শিল্পপদ্ধতির অনুকরণে নিৰ্ম্মিত মূৰ্ত্তি ও সৌধ—যেগুলি বামিয়ান ও তন্নিকটবৰ্ত্তী স্থানসমূহে আবিষ্কৃত হইয়াছে । ঐ দেশে জৈন ও ঋষি যরথুশথের ধৰ্ম্মেরও প্রচার হইয়াছিল। আবার এই আফগানিস্থানের পথেই খৃষ্টধৰ্ম্মের প্রথম প্রচারক টমাস এবং ইসলামধৰ্ম্মপ্রচারকগণ ভারতে আসেন। খ্ৰীষ্টীয় ৭ম শতাব্দী

  • Ranjit Pandit, Bar-at-Law: Buddhist Remains of Afghanistan. M. R. February, 1927.

পৰ্য্যস্ত ভারতীয় সভ্যতা ও ভারতীয় ধৰ্ম্মমত আফগানিস্থানে প্রতিপত্তি বিস্তার করিয়াছিল। অনেক দিন পর্য্যস্ত আফগানিস্থান ভারত-সাম্রাজ্যেরই প্রত্যন্ত প্রদেশ ছিল। আফগানিস্থানের সহিত ভারতের রক্তসম্বন্ধ অতি প্রাচীন। এইসমস্ত কারণে আফগানিস্থানের সর্বাঙ্গীন উন্নতিতে ভারতবাসীদের আনন্দপ্রকাশ করা স্বাভাবিক। সেইজন্তই আফগান-রাজদম্পতীর পশ্চিম-ভ্রমণ সম্পর্কে ভারতবাসীরা এত উৎসাহ দেখাইতেছে ; সেইজন্তই আফগান-রাজদম্পতীর ভারত-ভ্রমণকালে ভারতের জনসাধারণ র্তাহাদিগকে বিরাট অভ্যর্থনা করিয়াছিল। আফগান-রাজদম্পতীর ইয়োরোপ ভ্রমণ ও তাহার রাজনৈতিক ফলাফল সম্বন্ধে দুই একটি কথা এই প্রসঙ্গে বলিব। বিগত একশত বৎসরে আফগানিস্থানের রাজ হিড়ী তিন নং গুহাস্থিত মূৰ্ত্তি নৈতিক ইতিহাসে নানা ভাগ্যবিপৰ্য্যয় ঘটিয়াছে। ইংলও এই সকল সমরাঙ্গণে প্রধান নায়করূপে দেখা দিয়া । ভারতবর্ষকে বাহিরের আক্রমণ ও হুজুগ হইতে নিরাপদ