পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামিয়ানে স্থাপিত একটি বিশাল বুদ্ধমূৰ্ত্তি কিন্তু বিশ্বদূত রয়টার অন্তরূপ বলিতেছেন। রয়টারের প্রতিনিধির নিকট আফগানিস্থানের সহকারী পররাষ্ট্রসচিব বলেন যে, সোভিয়েট শাসনাধীনে রুশিয়ার অবস্থা দেখিয়া आभौब অত্যন্ত প্রীত হইয়াছেন। তিনি আরও বলিয়াছেন যে, এই মনোভাবের ফ{ে আফগানিস্থান ও রুশিয়ার মধ্যে একটা পাকাপাকি বাণিজ্য , সখি স্থাপন অনেকটা সহজসাধ্য হইয়া আসিবে। রুশিয়া হইতে তিনি তুরস্ক ও পারস্য দেশ ভ্রমণ করিয়া দেশে প্রত্যাৰ্ত্তন করিবেন। এই প্রসঙ্গে আফগান রাজ-মহিষী মুরিয়া (Surayya) সম্বন্ধে দুই একটি কথা বলা দরকার। তিনি আফগানিস্থানের পররাষ্ট্রসচিব মহম্মদ তাঁরজির কস্তা। রাষ্ট্ৰী মুরিয়া বাল্যকালে সীরিয়ায় প্রতিপালিত হন এবং পিতামাতার তত্ত্বাবধানে স্থশক্ষা লাভ করেন। তিনি পাশ্চাত্য বেশ পরিধান করেন এবং বোর্খার পরিবর্তে একটি ওড়না ব্যবহার করেন। তিনি ইউরোপে ওড়না ব্যবহার করেন নাই। আমীর-মহিষী তাহার মাতার বামিয়ানে সমাসীন বুদ্ধ মূৰ্ত্তির নিকটস্থ দেওয়াল-চিত্র সহযোগিতায় আফগানিস্থানে স্ত্রীশিক্ষা বিস্তারকল্পে যথেষ্ট পরিশ্রম করিতেছেন। তিনি কাবুলে যে বালিকা বিদ্যালয় স্থাপন করিয়াছেন তাহাতে বর্তমানে ৮• • ছাত্রী অধ্যয়ন করিতেছে। সংরক্ষণশীল আফগান নেতাগণ এরূপ স্ত্রী শিক্ষা ও স্বাধীনতার বিরুদ্ধে আন্দোলন করিয়াছেন, কিন্তু আমীর সে-সমস্ত প্রতিবাদে কর্ণপাত করেন নাই। রাজ্ঞী মুরিয়া ইয়োরোপের সম্রাস্ত মহিলাদের মতই অতিথি অভ্যাগতকে অভ্যর্থনাদি করিতে পারেন। আফগান-নৃপতির এই বিদেশ ভ্রমণের উদ্দেশ্য রাজ নৈতিক বলিয়া অনেকে অনুমান করিতেছেন। আমীর স্বয়ং নেপলসে একটি বক্তৃতায় বলিয়াছেন, He wants to see with his own eyes the bes' of European civilisation and society, in order to: transplant it to Afghanistan. His journey is mot than a goodwill visit to various capitals. - For it involves Afghanistan as well as th’ countries visited in important political, econom': and cultural questions.