পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] তাৎপৰ্য্য—তিনি স্বচক্ষে ইয়োরোপীয় সমাজ ও সভ্যতার * নিদর্শন দেখিতে চান যাহাতে আফগানিস্থানেও ঐগুলির বিকাশ সম্ভবপর হয়। র্তাহার ভ্রমণের উদেষ্ঠ শুধু বন্ধুভাবে বেড়ান নহে, পাশ্চাত্য দেশসমূহের কৃষ্টি, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্তাসমূহের সহিত আফগানিস্থানেরও যে সম্বন্ধ আছে সে বিষয়েও তিনি উদাসীন নহেন ৷ আফগান-আমীরের পক্ষে ইয়োরোপ ও এসিয়ার নানা শক্তিপুঞ্জের সহিত বন্ধুত্বস্বত্রে আবদ্ধ হওয়া স্বাভাবিক। কারণ, তিনি জানেন যে, যদি রুশ ও ইংরেজ একজোটে আফগানিস্থানকে করতলগত করিবার প্রয়াসী হয় তাহা হইলে উক্ত শক্তি দুইটির পক্ষে আফগানিস্থানের স্বাধীনতা লোপ করা বিশেষ কঠিন নহে। কাজেই তাহাকে ইয়োরোপ ও এশিয়ার শক্তিগুলির সহিত সন্ধি স্থাপন করিতে হইবে। পারস্য, তুরস্ক, ভারতবর্ষ, চীন, জাপানের সহিত আমীর সৌহার্দ্য ঘটাইতেছেন বলিয়া অনেকে ঐ প্রকার সন্দেহ করিতেছেন। আবার অনেকে অনুমান করিতেছেন যে, আমীর এসিয়ার জাতিসমূহের একটি সভ্য স্থাপন করিবার জন্ত চেষ্টিত হইয়াছেন । নিখিল বৌদ্ধ কাবুলের নিকটস্থ একটি স্ত,প gfdl fra (Pan-Asian Conference ) HİNT একটি সমিতি এশিয়ার বিভিন্ন রাষ্ট্রগুলিকে সঙ্ঘবদ্ধ করিবার জন্ত চেষ্টা করিতেছেন। এই সন্মিলনীর আগামী অধিবেশন কাবুলে হইবে বলিয়া স্থির হওয়ায় অনেকে ঐক্লপ সন্দেহ করিতেছেন। ইয়োরোপের অন্তান্ত রাষ্ট্রগুলির সঙ্গে যে আমীর মিতালি করিতেছেন তাহার প্রমাণ পাওয়া গিয়াছে। ইতালীতে অভিনন্দন-পত্রের প্রত্যুত্তরে তিনি বলেন যে, ইয়োরোপের রাষ্ট্রসমূহের মধ্যে ইতালীষ্ট সৰ্ব্বপ্রথম আফগান-আমীরের যুরোপ ভ্রমণ iSA SAASAASSAAAAA AAAA SAAAAA AAAASAA AAAS SAAA AAASAAAA س:-- معلr------ چربہ۔ ۔ ۔ আফগানিস্থানের সহিত মিত্রতাস্বত্রে আবদ্ধ হইয়াছে।” ফরাসী রাষ্ট্রের সহিতও আমীর সখ্যত-বন্ধন ক্রমে ক্রমে সুদৃঢ় করিতেছেন এবং জাৰ্ম্মেনীর সহিতও তিনি বন্ধুত্ব আমীর অামান উল্লা আমীরের খাস মুন্সী এস্ হুমায়ূন মুহম্মদ তাঞ্জি পররাষ্ট্র সচিব করিয়াছেন, যাহার ফলে আফগানিস্থানের খনিসমূহে অনেক জাৰ্ম্মান ইঞ্জিনিয়ার নানা কার্য্যে নিযুক্ত হইয়াছেন। ; আমারের এই সমস্ত মতিগতি ইংরেজের ভাল না লাগিবারই কথা। ইংরেজ চায় আফগানিস্থানে একমাত্র তাহাদেরই একাধিপত্য থাকিবে । সেখানকার খনিজ সম্পদ তাহারাই আহরণ করিবে । এই প্রতিযোগীতক্ষেত্রে—জাৰ্ম্মান, ইতালিয়ান, ফরাসী বা আমেরিকান যেকোন দেশেরই হউক—অন্তে মূলধন অথবা লোক লস্কর লইয়। অবতীর্ণ হইবে ইংলণ্ড ইহা সহ করিতে পারিতেছে না। আমীরের ইংলও ভ্রমণের সময় তিনি যাহাতে ইংলেণ্ডের শিল্প ও বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হন সেজন্য চেষ্টার ক্রট করা হয় নাই। অকস্ফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাধি বিতরণ সভ্যতায় লর্ড বার্কেনহেড ইঙ্গিত করিলেন