পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহিলা-সংবাদ শ্ৰীমতী নাধিবাঙ্গ মহিলাকলেজ পরিশ্রম করিয়াছেন ও করিতেছেন তাহার উল্লেখ করেন । বার বৎসর পূৰ্ব্বে পুণার সন্নিকটে একটি জীর্ণ কুটীরে তিনি হিন্দু বিধবাশ্রম স্থাপন করেন। তাহার প্রাণপণ পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি প্রসারলাভ করিয়া বৰ্ত্তমানে শ্ৰীমতী নাধিবাদ দামোদর ধ্যাকাসে ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় নামে খ্যাত। স্তার দামোদর থ্যাকালে মহিলা বিশ্ববিদ্যালয়ের অন্তভুক্ত ডাঃ ভিঠল রাখোব লাওে ভবন বিশ্ববিদ্যালয়ের তহবিলে ১৫ লক্ষ টাকা দান করিয়াছেন । ডাঃ ভিটল রাঘোব লাণ্ডে ও অন্তান্ত দাতা উহার উন্নতিকল্পে যথাশক্তি অর্থ সাহায্য করিয়াছেন। বর্তমানে চাদার টাকা হইতে বিশ্ববিদ্যালয় তহবিলে বাধিক ৭• হাজার টাকা সুদ আদায় হয় ।