পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—ভাদে, ১৩৩৫ ২৮শ ভাগ, ১ম খণ্ড মৃত্যুরে মারুকৃ মৃত্যু, অক্ষয় এ প্রাণ করি’ যাব দান । শৃঙ্খল জড়াও তবে, বঁধে মোরে, খণ্ড খণ্ড হবে মুহুর্তে চকিতে, মুক্তি তব আমারি মুক্তিতে। শাস্ত্র আনে । হানে মোরে, হানো ! পণ্ডিতে পণ্ডিতে উৰ্দ্ধস্বরে চাহিব খণ্ডিতে দিব্য বাণী । জানি জানি তর্কবাণ হ’য়ে যাবে খান খান। মুক্ত হবে জীর্ণ বাক্যে আচ্ছন্ন হচোখ, হেরিবে আলোক ! অগ্নি জালো । আজিকার যাহা ভালো কল্য যদি হয় তাহা কালো, যদি তাহা ভস্ম হয় বিশ্বময়, ভস্ম হোক । দূর করে শোক । মোর অগ্নিপরীক্ষায় ধন্য হোক বিশ্বলোক অপূর্ব দীক্ষায় । আমার হুবোধ বাণী বিরুদ্ধ বুদ্ধির পরে মুষ্টি হানি’, করিবে তাহারে উচ্চকিত, আতঙ্কিত । উন্মাদ আমার ছন্দ দিবে ধন্দ শাস্তি-লুব্ধ মুমুক্ষুরে, ভিক্ষা-জীর্ণ বুভূক্ষুরে । শিরে হস্ত হেনে একে একে নিবে মেনে ক্রোধে ক্ষোভে ভয়ে