পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆ8 -്.-് ہمہ “مہاجہمحیا- یہ میہمایہہ، প্রভাব সুইডেন প্রভৃতি দেশে কি বিস্ময়কর হইয়া দেখা দিয়াছে তাহা যাহার সেই সকল দেশে গিয়াছেন তাহারাই জানেন। সুইডেনে অতি ক্ষুদ্র গ্রামগুলিও টেলিফোনের সুবিধা পাইয়া থাকে এবং জলতাড়িত শক্তি ( Hydroelectric power ) এরূপ বিস্তার লাভ করিয়াছে যে, সেখানকার প্রত্যেক অধিবাসী ১১• • অশ্ব-শক্তির বিদ্যুৎ ব্যবহার করিবার অধিকারী । অতি সাধারণ পল্লীগ্রামের চাষীর গৃহও বৈদ্যুতিক আলোক ও অন্তবিধ বৈদ্যুতিক যন্ত্ৰ-শোভিত ; চাষের কাজ ও অন্তান্ত বহুবিধ দৈনন্দিন কাজে ঘোড় গরু অথবা বাষ্প-শক্তির স্থলে বৈদ্যুতিক শক্তিতে এখানে কাজ হইয়া থাকে। পিয়েত্রে ডেবাই এই গেল তারবাহী তড়িতের কীৰ্ত্তি । বেতার তড়িতের বিস্ময়কর উন্নতির কাছে এই সকল কীৰ্ত্তি স্নান লেখায়। বেতার তাড়িতবার্তা প্রদান উদ্ভাবন করেন একজন ইতালীবাসী, ভোল্টারই স্বদেশীয়-মার্কণি । তিনি ইংরেজ বৈজ্ঞানিক জন ক্লার্ক ম্যাক্সওয়েলের তড়িততত্ত্ব ও জাৰ্ম্মান বৈজ্ঞানিক হাটুজের তাড়িত পরীক্ষাগুলি অনুসরণ করিয়া ১৮৯৮ সালে ইংলণ্ড হইতে আমেরিকায় শূন্ত পথে এক সঙ্কেত পাঠাইতে সক্ষম হন। বর্তমানে বেতার টেলিগ্রাফের এরূপ উন্নতি হইয়াছে যে, পৃথিবীর স্থই বিপরীত প্রান্তে অবস্থিত দুই ব্যক্তি স্বচ্ছদে নিজেদের মনোভাব পরস্পরের নিকট জ্ঞাপন করিতে প্রবাসী—বৈশাখ, ১৩৩

  • . * --০৭:৩৯, ১৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)~~&^^^^^.*^^^^^~&^

পারে। এই অসম্ভব ব্যাপার প্রাচীন মানব ও দেব স্থার কল্পনার অতীত ছিল । ভোল্টার আবিষ্কারের ফলে আধুনিক বিজ্ঞান ও সেই সঙ্গে আধুনিক সভ্যতার কিরূপ দ্রুত উন্নতি হইয়াছে আমরা তাহা দেখিলাম। এখন ভোণ্টার সেই যুগ-প্রবর্তনকারী আবিষ্কারের ইতিহাস পর্য্যালোচনা করিয়া দেখা যাক। ১৭৪৫ খৃষ্টাম্বে উত্তর ইটালীর কোমোহূদ-তীরবর্তী ক্ষুদ্র কোমোনগরে ভোটার জন্ম হয়। কোমো একটি প্রাচীন মুদৃপ্ত সহর, রোমান সাম্রাজ্যে ইহার নাম ছিল কোমাম। এই সহরের নিজস্ব এমন একটি সৌন্দৰ্য্য আছে যাহা পৃথিবীর অপর কুত্রাপিও পরিলক্ষিত হয় না। ইহা সুইটজারল্যাণ্ড ও ইতালী উভয় দেশেরই সীমান্ত প্রদেশে অবস্থিত। এখানে পৰ্ব্বতবেষ্টিত সুইস হ্রদমালা ও ইতালীর নীলাকাশ উভয়েরই সৌন্দর্য মিলিত হইয়া এক অপরূপ নগর গড়িয়া উঠয়াছে। এই সহরই অতি প্রাচীন কালে প্রসিদ্ধ প্লিনীদ্বয়ের বাসভূমি ছিল এবং সম্ভবতঃ রোম সাম্রাজ্যে ইহাদের সমতুল্য বৈজ্ঞানিক মনোবৃত্তিসম্পন্ন কোনো লোকই প্রাচুভূত হন নাই। এই সুন্দর সহরই ভোণ্টার জন্মস্থান এবং এখানেই তিনি তড়িত-বিষয়ক প্রাথমিক পরীক্ষা সুরু করেন। qwtta? fofa *tatâitirfam ( Electrophorus ) যন্ত্র আবিষ্কার করেন । এই যন্ত্র-সাহায্যে অতি সহজেই ঘুঃ wfgs (Frictional Electircity) Hoffs oftefo দেখান যায় এবং আজিও ঐ যন্ত্রের ব্যবহার আছে। ১৭৭৯ সালে কোমোর সন্নিকটবৰ্ত্তী পাভিয়া সহরের বিশ্ববিদ্যালরে তাহাকে পদার্থবিজ্ঞানের অধ্যাপকতা করিতে আহবান কর হয়। পাভিয় বিশ্ববিদ্যালয় শুধু ইটালীর নয় পৃথিবীরও একটি প্রাচীনতম শিক্ষা-প্রতিষ্ঠান । এই সময়ে ভোল্ট ইয়োরোপের প্রধান প্রধান দেশসমূহে-জাৰ্ম্মানী, হল্যাণ্ড, ফ্রান্স, ইংলণ্ড প্রভৃতি দেশে প্রভূত পৰ্য্যটন ও উক্ত দেশবাসী বৈজ্ঞানিকগণের সহিত পরিচিত হন । ১৭৮২ খৃষ্টীত্বে লওনে অবস্থান কালে তিনি তথাকার রয়্যাল সোসাইটির বহু সত্যের সহিত ব্যক্তিগত সখ্য-সুত্রে আবদ্ধ হন এবং আঠার বৎসর পরে ভোণ্টেয়িক পাইলস্ (piles—তাড়িৎ প্রবাহ উৎপাদনের জন্ত সজ্জিত ধাতু