পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] কোমো সহস্তেদৃরর লক শ্রেণী ) ও ভোণ্টেয়িক সেল (cell—ভাণ্ড )র আবিষ্কারবার্তা উক্ত সমিতিতে জ্ঞাপন করেন। যে সকল ঘটনা পরম্পরা অবলম্বন করিয়া তিনি এই }দাবিষ্কার করিতে সক্ষম হন সেগুলি অতি সাধারণ দৈনন্দিন টন মাত্র। ১৭৮০ সালে এল গ্যালভানি বোলোনিয়া Bologna) frtfwysog crosco (Anatomy) ধ্যাপক ছিলেন । গ্যালভানি-জায়। একদা সদিতে আক্রান্ত ওয়াতে ডাক্তার তাহার জন্ত ব্যাঙের পায়ের ঝোল ব্যবস্থা রেন । বাজারে সেদিন ব্যাঙ দুষ্প্রাপ্য হওয়ায় গ্যালভানি श्ठरु दिtझबtर्भद्र छछ श्रांनौठ कtङ्गकप्रैौ राi७. ক্ষণাগার হইতে জানিতে আদেশ করেন । সহরী লোহার সাড়াণী দিয়া ব্যাঙের পা ধরিয়া তুলিতে গিয়া ক্ষ্য করেন যে, যখনই কোন বিশেষ বিশেষ শিরার সহিত ড্রাশির যোগ ঘটিতেছে ভখনই মৃত ব্যাঙের দেহ ঝাকানি রী উঠিতেছে। তিনি অপর এক সহকারীকে ডাকিয়া এই অত্যাশ্চৰ্য্য ঘটনা দেখান। দ্বিতীয় সহকারী ইহাও লক্ষ্য করেন যে, শুধু সাড়াশি স্পৃষ্ট হইয়াই ব্যাঙের দেহ নড়িয়া উঠে না, এই ঘরে অবস্থিত ঘৃষ্ট তড়িত-যন্ত্রের দুই বিভিন্ন পরিচালক বাহুর (Conductors ) মধ্য দিয়া তাড়িত ফুলিঙ্গ ( spark ) প্রবাহিত হইলেও ঠিক ওইরূপ ঘটিয়া থাকে । এই সংবাদ গ্যালভানির গোচরীভূত হইলে তিনি কৌতুহলাক্রান্ত হইয়া উহার কারণ অনুসন্ধান করিবার জন্ত বহুবার নিজে পরীক্ষা করেন ও নিজের মতামত বোলোনিয়ার রয়্যাল একাডেমী অব সায়েন্স (বিজ্ঞান পরিষদ)এর বিবরণী পত্রে প্রকাশ করেন। গ্যালভানি দেখান যে, একই ব্যাঙের দেহের ভিতরে দুই বিভিন্ন ধাতুখণ্ড সন্নিবেশিত করিয়া যদি তাহাদের পরম্পর সংযোগে একটি কুণ্ডলী ( Circuit ) প্রস্তুত করা হয় তাহ হইলে ব্যাঙের দেহে উক্তরূপ গতি সঞ্চারিত হয়।