পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8ぐり শ্ৰীমতী আনন্দীবাঈ-যোণী বি-এ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সেখান হইতে সাংবাদিকের কার্য্য শিক্ষার পারদর্শিতার জন্যও উপাধি পান। তৎপর তিনি যুরোপের নানা শিক্ষাকেন্দ্র পরিদর্শন করিয়া একটি বৃত্ত লইয়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আসেন। তাহার বাগীতাশক্তিও অসাধারণ এবং ইতিমধ্যেই তিনি ভারতীয় সভ্যতা ও সাধনা সম্বন্ধে অনেক বক্তৃতা নিয়া সুনাম অর্জন করিয়াছেন। তিনি ভারতে প্রবাসী—ভাত্র, ১৩৩৫ দামোদর থাকারসে মহিলা বিশ্ববিদ্যালয় [ ২৮শ ভাগ, ১ম খণ্ড শ্ৰীমতী প্রামুঙ্গম ঠাকুর আসিয়া পল্লীশিক্ষার উন্নতির জন্ত আত্মনিয়োগ করিবেন। গত আষাঢ় মাসের প্রবাসীতে শ্ৰীমতী নাথিবাঈ ७इtिण স্তার দামোদর খ্যাকারলে ১৪ লক্ষ টাকা দান করিয়াছেন বলিয়া লিখিত হইয়াছিল । দাতার নাম স্তার ভিঠলদাল দামোদর খ্যাকারসে হইবে । -