পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা] SATAAAS AA SAASAASAASAASAASAASAASAASAASASAS SSAS SSAS SSAS SSASASS উদয়গিরিতে একটি স্ত পের দুই পার্শ্বে দুইটি বোধিসত্ত্ব প্রায় আকণ্ঠ মুক্তিকানিহিত। অপর একটি স্তুপের ফুই পার্থে দুইটি বোধিসত্ত্ব মূৰ্ত্তি অৰ্দ্ধ ভগ্ন অবস্থায় ভূমিতে পতিত, কণ্টক বৃক্ষে আচ্ছন্ন। উদয়গিরির নিবিড় বৃক্ষলতা-কণ্টকাচ্ছন্ন কত স্থানে কত মূৰ্ত্তি চক্ষুর অগোচর রহিমুছে বলা যায় না । পৰ্ব্বতেয় শিখরদেশের সমীপে পৰ্ব্বত গাত্রে কয়েকটি বোধিসত্ত্ব এ ই অস্তান্ত দেবদেবী মূৰ্ত্তি খোদিত রহিয়াছে। বোধিসত্ত্বগণের অধিকাংশই পদ্মপাণি অথবা দেবীমূৰ্ত্তি (ললিতাগরি ) অবলোকিতেশ্বর মূৰ্ত্তি, দক্ষিণ হস্তে বরদ মুদ্র, বাম করে পদ্মমৃণাল, মুকুটে অনেক স্থলেই অমিতাভ সংজ্ঞক ধ্যানীবুদ্ধ, দুই পাখে দুই শক্তি। পদনিয়ে বিশ্ব পদ্মচন্দ্রাসন । দুইটি পদ্ম উৰ্দ্ধাধোভাবে সংলগ্ন, ইহাকে বৌদ্ধগ্রন্থে বিখপদ্ম কহে, ইহার মধ্যভাগে চন্দ্রবিম্বাকৃতি অনাবৃত স্থান, তদুপরি মূৰ্ত্তির পদার বিস্তস্ত, ইহাই পয়চন্দ্রাসন। ললিতগিরিতে একটি মঞ্জুত্র বোধিসৰ মূৰ্ত্তি ; দক্ষিণ করে মৃণালশীর্ষে বিকলিত পয়োপরি বরদ মুদ্রাৰিত দক্ষিণ হস্ত, বাম হস্ত উড়িষ্যার স্ববৃহৎ প্রাচীন বৌদ্ধপীঠ به جاسوا ASAAASAAA SASAAASAAA SASA AAA AAAA AAAA AAAAMAMASAS SSAS SSAS SSASAS SSAS SSAS---- বোধিস্বত্ত্ব ধৃত সমালোৎপল হইতে খঙ্গ নিঃস্থত। পাদমূলে দুই পাশ্বে দুই শক্তি, সম্ভবতঃ কেশিনী এবং উপকেশিনী দক্ষিণ পাশ্বের শক্তির বাম হস্ত ধৃত মৃণালোপরি মঞ্জীর এক বিশেষ চিহ্ন পুস্তক, এবং বাম পাশ্বাস্থত শক্তির দক্ষিণ করে মঞ্জুশ্রীর অপর বিশেষ চিহ্ন খঙ্গ। মূল মূৰ্ত্তির পার্থদ্বয় হইতে বহু শিখা ষিনির্গত হইয়া মঞ্জুশ্রীর হৃদয় তমে নাশক প্রজ্ঞার্দীপ্তি জ্ঞাপন করিতেছে। মঞ্জুশ্রীর স্থিরচক্র মূৰ্ত্তির সহিত কোনও কোনও অংশে ইহার সাদৃপ্ত আছে। রত্নগিরিতে একটি বোধিসত্ত্ব মুর্তি চতুভূজ, উদ্ধ দক্ষিণ করে পদ্ম, নিম্ন দক্ষিণ কর বরদ মুদ্রাম্বিত, উদ্ধ বাম করে অক্ষনালা এবং নিম্ন বাম কর বক্ষঃস্থলে অঞ্জলিবদ্ধ সুধনকুমারের মস্তকোপরি বিস্তস্ত ; পাদমূলে দুই শক্তি ( তারা ও ভূকুটি?) অবলোকিতেশ্বরের খদর্পণ মূৰ্ত্তির কোনও প্রকারভেদ হইতে পারে। দেবীমূর্তিগণ মধ্যে রত্নগিরির তারামূৰ্ত্তি অনিন্যসুন্দর। মুখশ্ৰী অপূৰ্ব্ব লালিত্য এবং কমনীয় ছাতিমণ্ডিত। দক্ষিণ করে বরদ মুদ্রা, বাম করে সনাল উৎপল। পদদ্বয় পদ্ম