পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪২ প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩৮ [ ७s* छांन, २ग्न थ७ - **** خوانندهای امنیت

  1. *.

बछांब पृच्छ জীর্ণ, ভগ্নদশাগ্রস্ত চালের নীচে বসিয়া শিশুসন্তানসহ বৃষ্টির জলে ভিজিতেছে। বৃষ্টিধারারও যেন বিরাম নাই । আউশ ধান, পাট ভাসিয়া গিয়াছে, হৈমস্তিক ধানের চিহ্নমাত্রও নাই। অধিকাংশ লোক একরূপ অনাহারে দিন যাপন করিতেছে। মা-লক্ষ্মীর বস্ত্রাভাবে ঘরের বাহির হইতে পারিতেছেন না । চাউল ও বস্ত্র বিতরণের সময় বামনগ্রামে ও পাতিয়াবেড়ায় ধে করুণ দৃশ্ব দেখিয়াছি, তাহার বর্ণনা অসম্ভব। অভাবের তাড়নায় হিন্দু তাহার নৈমিত্তিক গার্হস্থ ধৰ্ম্ম ভুলিয়াছে । অনেকে স্ত্রী-পুত্রপরিজন পরিত্যাগ করিয়া দূর দেশে চলিয়া যাইতেছে। যে গৃহস্থ দুই বৎসর পূর্বেও নিত্যনিয়মিত অতিথিসেবা করিয়াছ, কত অন্নহীনের অন্ন জোগাইয়াছে, অদৃষ্টের পরিহাসে সে আজ কোনোরূপে নিজের উদরায়ের সংস্থানের চেষ্টায় ফিরিতেছে। গত তিন বৎসরের অজন্ম, অর্থাভাব, তদুপরি এবারকার এই তীবণ বস্থা তাহার এই সৰ্ব্বনাশ সাধন করিয়াছে। গৃহপালিত মুক বধির গবাদি পশুর যে কষ্ট হুষ্টয়াছে তাহা লেখনীতে বর্ণনা করা অসম্ভব । আজ তিন মাস ধরিয়া তাহারা জলকাদায় ভিজিয়া দাড়াইয়া আছে, কচুরী পান খাইয়া জীবনধারণ করিতেছে। তাহাদের ছলছল নেজে দুঃখ করুণ হইয়া ফুটিয়াছে। যে হিন্দু গো-জাতিকে দেবতা জ্ঞানে পূজা করে তাহার নিকট এ দৃপ্ত নিতান্ত মৰ্ম্মান্তিক হইয়া উঠিয়াছে । এ পর্য্যস্ত হিন্দুসভা এই কেন্দ্রের প্রায় ৫,• • • দরিদ্র বুভুক্ষিত নর-নারীগণের সেবার ভার লইয়াছে, অভাবের তুলনায় এ সেবা নিতান্তই লঘু। অবস্থা ক্রমশঃ গুরুতর আকার ধারণ করিতেছে । গবাদি পশু খাদ্যাভাবে মরিতে আরম্ভ করিয়াছে, অনাহারে মাস্থ্য মরিবে । ছিয়াত্তরের মন্থস্তরের ছবি কল্পনা করিয়া আতঙ্কে শিহরিয়া উঠিতেছি। আমাদের কি দুঃখের শেষ নাই ? এখনও উল্লাপাড়া হইতে দিলপসার পধ্যস্ত যতদূর দৃষ্টি যায় ধূসর জলরাশি ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হয় না। মধ্যে মধ্যে মরা পাটগাছের সাদা কাঠিগুলি দাড়াইয়৷ আছে—যেন মানুষের ভাগ্যকে বিদ্ধপ করিয়া হাসিতেছে । t