পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩৮ উৎপাদন-শক্তি যখন সেই অবস্থায় পৌছবে,তখন তাfতকে चश्मब्र-विनञ्च कब्राउझे झ८ब ना ? कि छ बनि ना c*ोक्लब, ১১২ [ ৩১শ ভাগ, ২য় খণ্ড এ কথা বলা বাক্ষলা বাংলা তাতে স্বদেশী মিঙ্গের বা চরথার স্বতো ব্যবহার করে ও তাকে বাজারে চলনযোগ্য দামে বিক্রি করা যদি সম্ভবপর হয়, তবে তার চেয়ে তবে বাঙালী উতিকে ও বাংলার শিল্পকে fবলিভী ভাল আর কিছুই হ’তে পারে না। স্বদেশী চরথার লৌহযন্ত্র ও বিদেশী কয়লার বেদীতে বলিদান করব না। ب_ےکی کتبجعتی نتیجعجیحات: প্যারিসের অন্তর্জাতীয় ঔপনিবেশিক প্রদর্শনী স্ত্র অক্ষয়কুমার নন্দী [ শ্রযুক্ত মৃণালকান্তি বস্থকে লিখিত ] বিভাগের বাড়ি প্রস্তুত করেছে। ৭ই মে সম্পূর্ণ International Colonial Exposition Hindustan section Paris, 27th August, 1931. जषिनश्च नि८वघ्नन, আজি তিনমাসেয় বেশী হল পারিসে এসেছি। জেনে স্থখী হবেন আমার একাদশবর্ষীয়া কঙ্কা শ্ৰীমতী আমলাকে সঙ্গে এনেছি। আমরা কলম্বো থেকে জাপানী লাইনের জাহাজে চেপে ১লা মে তারিখে নেপলস নেমেছিলাম। তার পর পথে রোম, মিলন, লুজান, ব্রীগ প্রভৃতি ইটালী ও স্বইঞ্জলণ্ডের প্রধান স্থানগুলিতে এক একটি দিন থেকে প্যারিসে পৌছেছি। পথে আমাদের কোন অস্ববিধা হয় নাই । প্যারিসের এবারকার ইন্টার স্বাশঙ্গাল কলোনিয়াল একজিবিশনে বাংলার কয়েকটি বিশেষ শিল্পদ্রব্য দেখাবার জন্তে প্রস্তুত হয়ে এসেছিলাম। প্রথমে এসেই দেখলাম প্রায় সকল দেশের জঙ্ক পৃথক পৃথক প্যাভিলয়ন প্রস্তুত হয়েছে, কিন্তু আমাদের হিন্দুস্থান প্যাভিলিয়নটি चक्कनच्छन्न च्यदऋांच्च श८फ़ ब्रटञ्चद्दछ । अत्रूनकांटन खानलांभ বোম্বাইবাসী কয়েকটি পার্শি হিন্দুস্থান মণ্ডপ প্রস্তুতের ভার নিয়েছিল, কিন্তু বেশী পরিমাণে ষ্টল হোল্ডার ভারত থেকে না আসাক্ষ টাকার অভাবে কাৰ্য্য অসম্পন্ন রেখেই সরে পড়েছে। একজিবিশন কর্তৃপক্ষগণ তারপর অস্ত লোক বন্দোবস্ত করে অতিবিলম্বে হিন্দুস্থান একঞ্জিৰিশন খোলা হয়েছে, কিন্তু আমাদের হিন্দুস্থান বিভাগ খোলা হয়েছে ১১ই জুলাই তারিখে। একজিবিশনের এই প্রথম দুটি মাস আমরা কাজ করতে না পারায় আমাদের অনেক অস্থবিধার কারণ হয়েছে । আমরা ব্যতীত ভারতের আর একটি ব্যবসায়ী বোম্বাই থেকে এসেছেন । ইনি মোরাদাবাদ ও জয়পুরের নানাবিধ শিল্পদ্রব্য এনেছেন। এতদ্ভিন্ন ইণ্ডিয়া প্যাভিলিয়নে আর অার প্রায় ৪০টি ভারতীয় ষ্টল হয়েছে ; এদের অধিকাংশই মুীছদি এবং ইয়োরোপের নানা দেশে এদের ভারতীয় দ্রব্যের কারবার আছে । আমরা এবার আমাদের “ইকনমিক জুয়েলারী ওয়ার্কসের” অলঙ্কারাদি বেশী আনি নাই—আমরা মুর্শিদাবাদের ছাউীর দাতের প্রস্তুত নানা প্রকার দ্রব্য এবং বাংলার নান; স্থানের কাসা ও পিতলের দ্রব্য বেশী এনেছি। এবার সকল দেশের আর্থিক অবস্থাই অতি মন—বিশেষতঃ এদেশে ভারতীয় জিনিব জানতে অনেক কাইমস্ ডিউটী দিতে হয়,এজষ্ট আমাদের কারখানার অলঙ্কারাদি অতি সামান্তই এনেছি। সকলেই একবাক্যে বলছে হিন্দুস্থান বিভাগে আমাদের টলটিই সবচেয়ে ভাল হয়েছে। পারিসের এই একজিবিশনটিতে যোগ দিয়ে সবচেয়ে লাভের বিষয় এই হচ্ছে-- যে ইয়োরোপের নানাদেশের নানা জাতির সঙ্গে আলাপ পরিচয় করবার এবং সেই সেই দেশের অনেক বিবরণ জানবার স্থৰোগ পাচ্ছি ।