পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৯ রাজধানী ব্রসেলসের প্রধান ডাকঘর (জেনার্যাল পোষ্ট আফিস ) হইতে ইংলণ্ডে প্রেরিত হয় । তাহাকে ওজন করা হয়। আকাশযানে যাত্রী রূপে গেলে তাহার যত ভাড়া লাগিত, ডাকের পুলিন্দা রূপে যাওয়ায় তার চেয়ে প্রায় ত্ৰিশ শিলিং ( কুড়ি টাকা ) কম ডাকমাণ্ডল লাগে । তাহাকে বসিতে চেয়ার দেওয়া হয় নাই, পুলিন্দার মতই তাহাকে ব্যবহার করা হয় । ইংলণ্ডে ক্রয়ডনে পৌছিবার পর, তাহার কোটে জাটা কাগজটিতে যাহার নাম ও ঠিকান লেখা ছিল মনুষ্য-পুলিন্দার সেই মালিক ডাকঘরে আসিয়া মাল দাবি না-করা পধ্যস্ত তাহাকে ডাকঘরেই থাকিতে হইয়াছিল । আমাদের দেশে রেলগাড়ীর তৃতীয় শ্রেণীতে অনেক সময় যাত্রীদিগকে অচেতন মালের মতই লইয়া যাওয়া হয়। কিন্তু রেলভাড়া লাগে মালের ভাড়ার চেয়ে বেশী । বঙ্গের ছোট ছোট পণ্যশিল্প বাঙালীদের কাপড়ের কল অল্পসংখ্যক আছে। অন্য বড় বড় কারখানাও কম। কিন্তু বঙ্গে ছোট ছোট পণাত্রব্যের ছোট ছোট কারখানা তার চেয়ে বেশী আছে । বঙ্গে ত ইহাদের আদর হওয়াই উচিত ; আমরা জানি বঙ্গের বাহিরে ও ভারতবর্ষের মানস্থানে তাহাদের আদর ও কাটতি হইতে পারে। করাচীতে তাহা জানিয়া আসিয়াছি । বঙ্গের এই সব পণ্যদ্রব্য সরবরাহের এজেন্সী কলিকাতা, বোম্বাই, মাস্ত্রাঞ্জ, দিল্লী, লাহোর প্রভূতি শহরে স্থাপন করিয়া চালানো যায় কি-না, তাহ ব্যবসা-বুদ্ধিবিশিষ্ট লোকেরা বিবেচনা করিবেন। = = = = = = = = = = ـدaه پw&ar কলিকাতা মিউনিসিপালিটির কৃতিত্ব লিবাট কাগজে দেখিয়া প্রীত হইলাম, যে, আগে মিউনিসিপালিটির আবশ্যক যে-সব জিনিষ বেশী দামে বিদেশ হইতে আসিত, তাহার অনেকগুলি তার চেয়ে কম দামে অথচ উৎকর্ষ ঠিক রাখিয়া মিউনিসিপালিটির নিজের কারখানায় প্রস্তত হইতেছে । কোন কোনটি দেশী লোকের অন্ত কারখানায় নিৰ্ম্মিত হইতেছে । প্রবাসী-কাৰ্ত্তিক, ১৩৩৮ ! ७s* छंश, २# १७ স্বদেশী মেলা স্বদেশী জিনিষের প্রচার নিতান্ত দরকার । পুজার পূর্বে এই উদেশে “স্বদেশী মেলার” উদ্বোধনে আমরা খুশী হইয়াছি। সাধারণ মেলার মত কেবল বাজার না সাজাইয়া তাহার অতিরিক্ত কিছু করা হইয়াছে দেখিয়া আমরা খুশী হইয়াছি । আমরা জানিতাম না যে বাংলার মিলগুলিতে এত বিভিন্ন রকম পাড়ের এমন স্বনীর কাপড় তৈয়ারী হয়। প্রসাধনসামগ্রী অনেক হইয়াছে এবং জিনিষের উৎকর্ষও হইয়াছে। দেশী ইরেজার, সেলুলয়েডের নানা রকম প্রয়োজনীয় জিনিষ এবং ইলেটিক ব্যাটারীগুলি বিদেশী জিনিষের তুলনায় দাড়াইতে পারে । কলিকাতা করপোরেশনের কারখানায় প্রস্তুত পাখা, পাইপ, পোষ্ট প্রভৃতি জিনিষগুলি উল্লেখযোগ্য। আগে । এই সমস্ত জিনিষের জন্ত বহু অর্থব্যয় হইত। এখন করপোরেশন এই জিনিবগুলি তৈয়ারী করিয়া দেশের অর্থ দেশেই রাখিতেছেন। ডাঃ কাৰ্ত্তিক বস্ব মহাশয়েয় ছোটখাট জিনিষ তৈয়ারী করিবার যন্ত্রপাতিগুলিকে দেখান সময়োপধোগী হইয়াছে । মহিলাদের হাতের তৈয়ারী নানা রকমের শিল্পদ্রব্যাদিও আসিয়াছে এবং বিক্রয় মন্দ হইতেছে না। শিক্ষা ও স্বাস্থ্য বিভাগটিও চমৎকার হইয়াছে।"বেকার সমস্তামূলক মডেল এবং চিত্রগুলি সত্যই শিক্ষাপ্রদ এবং সময়োপযোগী। ধানের কলের মডেলটি মন্দ হয় নাই ংলায় ধানের কল হইয়। অনেক বিধবার অল্পসংস্থানের পথ নষ্ট হুইয়াছে। শিক্ষণ-বিভাগের বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় বিদেশ হইতে আমদানী বিভিন্ন প্রকারের নিত্যপ্রয়োজনীয় জিনিষের তালিকা। বাঙালী পুরুষ ও মহিলাদের দেহের উচ্চতা ও ওজনের একটি নূতন তালিকা প্রস্তুত হইয়াছে। চাটগুলি প্রত্যক্ষ প্রমাণের জন্য চিত্তাকর্ষক হইয়াছে এবং সকলেরই দৃষ্টি আকর্ষণ করিতেছে । মেলাটিকে শিক্ষা-কেন্দ্রে পরিণত করিবার চেষ্টা করা হুইবে বলিয়া জানানো হইয়াছিল। কর্তৃপক্ষ সেজন্য চেষ্টার ক্রটি করেন নাই ।