পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] ফাষ্ট বুক ও চিত্রাঙ্গদা »ፃፃ সেদিন অস্থখ থেকে উঠলে, আমি যত মানা করি তুমি মজা পেয়ে যাও যেন । আগুল তুলিয়া লীলা চুপি-চুপি তর্জন করিয়া কহিল,-চুপ! তারপর ভিতরে ঢুকিল। ফিশফিশ করিয়া কহিল,—বাবারে বাবা, তোমার শাসনের জালায় যাই কোথায় ? সেই ত কাপড় ছাড়তে হবে, তা একটুখানি নেয়ে নিলাম—বলিয়া অচিল তুলিয়া মুখে দিল, বোধ করি তাহার হাসি পশুপতি দেখিতে না পায় সেইজন্ত । যাক গে,—আর একটা কথাও বলব না, মরে গেলেও না—বলিয়া যুবক গুম হইয়া রহিল। পরক্ষণে বাহিরে মুখ বাড়াইয়া ডাকিল,—তুই কতক্ষণ ট্রাঙ্ক ঘাড়ে ক’রে ভিজবি, এখানে এনে রাখ, । " উহাদের চাকর এতক্ষণ বাক্স মাথায় করিয়া রোয়াকের কোণে দাড়াইয়া ছিল, ঘরের মধ্যে আসিয়া বাক্স নামাইয়া দিল । যুবক কহিল,—যদি ইচ্ছে হয় তবে দয়া ক’রে বাক্সট খুলে শিগগির শিগগির ভিজে কাপড়চোপড়গুলো বদলান হোকৃ, আর ইচ্ছে যদি না হয় তবে এক্ষুণি ফিরে মোটরে যাওয়া যাকৃ। আমি আর কাউকে কিছু বলছি নে । মেয়েটির হাসিমুখ অণধার হইল, ইেট হইয়া বাক্স খুলিতে লাগিল । কাগু দেখিয়া পশুপতি একেবারে হত ওম্ব হইয়া গিয়াছিল। হঠাৎ এতরাত্রে এই তরুণ দম্পতি কোথা হইতে আসিল এবং আসিয়া নিঃসঙ্কোচে পশুপতির ঘরের ভিতর ঢুকিয়াই আমনি রাগারগি আরম্ভ করিয়া দিয়াছে : এতক্ষণ ইহাদের মধ্যে কথা বলিবার ফাকই পাইতেছিল না, এইবার বলিল,--আপনার তবে কাপড় ছাডুন, আমি লোকটাকে নিয়ে কাছারি-ঘরে বসিগে । , , যুবক যেন এইমাত্র পশুপতিকে দেখিতে পাইল । কহিল,—কাপড়টা ছেড়ে আমিও যাচ্ছি। বড্ড কষ্ট দিলাম আপনাকে । আমি এ বাড়িতে আরও অনেকবার এসেছি, রামোত্তমবাৰু আমার পিসেমশাই হন । আপনাকে এর আগে দেখিনি। একটু জালাপ-টালাপ করব, তা মশায়, কাওটা দেখলেন ত ? সেদিন অস্থখ থেকে উঠেছে, कsि भूकौ नग्न-७क शनि बूरुि खान थाटक ! ७८रूबाटब्र আস্ত পাগল । गौणं ब्रूथ ब्राडः अद्विश। ५ज़बानि चांशौन्न किं তাকাইল । তারপর রাগ করিয়া খুব জোরে জোরে कुँकि झहे८ङ कांश्रृंख्न-८5ांशृफ़ नांभाझेग्रा इज्जाहेब्रा ८ष८कब রাখিতে লাগিল । কাপড়ের সঙ্গে আতরের শিশি ঠক্‌ করিয়া পড়িয়া চুরমার হইয়া গেল । পশুপতি ও চাকরটি ততক্ষণ কাছারি-ঘরে গিয়া বসিয়াছে । যুবক কহিল,—গেছে ত ? তক্ষুনি জানি । আস্ত শিশিটা—এক ফোটাও খরচ হয়নি । ক্রুদ্ধকণ্ঠে লীলা কহিল,—আর ব’কে না ; তোমার আতর আমি কিনে দেব-কালষ্ট । তারপর কথা যেন কান্নায় ভিজিয়া আসিল । বলিতে লাগিল – অজানা জায়গায় এসে লোকজনের সামনে কেবলি বকবিকি— কেন ?—কিসের এত ? আমি বিষ্টি লাগাব, খুব করুব, অষপ ক’রে যাই মরে যাব—তোমার কি ? পাশাপাশি ছ'টি ঘর। কলহের প্রতিকথাটি পশুপতির কানে যাইতেছিল । স্বামী উত্তর করিল,—আমার আর কি,—আমি ত কারও কেউ নই ৷ ঘাট হয়েছে—আর কোনদিন কিছু বলব না । কিছুক্ষণ আর কথাবাৰ্ত্ত নাই। খুটুপাটু আওয়াজ, বাক্সের ভিতরের জিনিষপত্র নাড়াচাড়া হইতেছে । লীলা বলিতে লাগিল,—মোটরের স্থড উড়িয়ে যে ভিজিয়ে দিয়ে গেল তা'তে কিছু দোষ হয় না, আর আমি একটুখানি বাইরে দাড়িয়েছি অমনি কত কথা— আস্ত পাগল—হেনে-তেনে!—কেন কি জন্যে বলবে ? অন্য পক্ষের সাড়া নাই । পুনরায় বধূর কণ্ঠস্বর—ভিজতে আমার বড় ভাল লাগে । ছেলেবেলা এই নিয়ে মা’র কাছে কত বকুনি খেয়েছি। তা বকুবে যদি তুমি আমায় আড়ালে বকূলে না কেন ? অজানা অচেনা কোথাকার কে একজন, তার সামনে - ওগো, তুমি কথা বলবে না আমার সাথে ?