পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৬ প্রবাসী—অগ্রহায়ণ, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ২য় খণ্ড পরিচয় নাই, স্বতরাং একটু ভদ্রভাবে ডাক দিল, “জগু আছ না কি হে ?” জগু ওরফে জগন্নাথ চকিত হইয়া মুখ তুলিয়া চাহিল। পর মুহূৰ্ত্তেই দ্বারপথে দণ্ডায়মান মন্মথকে চিনিতে পারিয়া লাফাইয়া উঠিল, “আরে মোনা সাহেব যে ? তুমি কোখেকে ?” মন্মথ বলিল, “তোর কাছে এসেছিলাম একটু কাজে, তা তুই ত ব্যস্ত আছিস্ দেখছি।” জগুব উঠিবার ইচ্ছা মোটেই ছিল না, কিন্তু ভদ্রতার খাতিরে বলিল, “না কাজ আর কি, এই একহাত খেলছি । তা তুই একটু বোস না, আমার এখনি হয়ে যাবে।” মন্মথ বলিল, “আচ্ছ, তা আমি একটু ঘুরে আসছি नi झग्रं ।* জগু অগত্য সঙ্গীদের বিরক্তি উপেক্ষা করিয়া উঠিয়া পড়িল । চট পরিতে পরিতে জিজ্ঞাসা করিল, “কি ব্যাপার বল দেখি ? চল, আমাদের বাসাতেই বসবে চল ” বলিয়া মন্মথকে লইয়। আবার ফিরিয়া সেই এ দে গলিতে প্রবেশ করিল। বাড়িতে মানুষ যতগুলি, সে তুলনায় ঘর অত্যন্ত কম, কাজেই দুজনে গিয়া জগুর শোবার ঘরেই বসিল । মন্মথ সাহেব-মানুষ একটু ইতস্ততঃ করিয়া বলিল, “এখানে বসলে তোর বউয়ের অন্ধবিধা হবে না ত ?” জগু ঠোট উন্টাইয়া বলিল, “রাত এগারটার আগে কোনোদিন সে এ ঘরে ঢোকে না কি ? ভার আবার অস্থবিধে ! আমাদের বউ ত নয়, 'গ্লোরিফাম্বেড রাধুনী।” মন্মথ অগত্যা বসিল, তবে খাটে না বসিয়া একখানা জলচৌকী ছিল, সেইট টানিয়া লইল । জগু জিজ্ঞাসা করিল, “চা খাবি ? করতে বলব।” মন্মথ বলিল, “না হে না, চা আমি খেয়েই বেরিয়েছি, বরং দুটো পান দিতে বল ।” জগু পানের জন্ত হাক দিয়। বলিল, “তারপর কি মনে করে হে বছর-থানেক হয়ে গেল, কোনোদিন ত ছায়াও মাড়াও নি ?” একটি বছর-দ:শর মেয়ে আসিয়া পান রাখিয়া গেল । भब्रार्ष झुझे भान छूणिञ्च लहेब बजिज, “जांब्र डांब्रा, আসতে কি জার চাই না ? যা আপিলের খাটুনি, জিব একেবারে বেরিয়ে পড়ে। বাড়ি এসে আর নড়বার ক্ষমতা থাকে না । তাও ত সেদিকেও শনির দৃষ্টি পড়েছে।” জগু বলিল, “রিট্রেঞ্চমেণ্ট বুঝি ? আর বোলে না, ' একেবারে জান হায়রাণ করে তুলেছে। মাহুষে এর পর কি ক’রে ষে প্রাণ বাচাবে, তার ঠিকানা নেই। আমার রোজগার ত অৰ্দ্ধেক হয়ে গেছে । তা তোদের কত পাসেণ্ট ক'রে কাটুছে রে ?” মন্মথ বলিল, “আর কত পাসেণ্ট । সব না কেটে দিলেই বাচি । তা যাক সে কথা, এ ত ঘরে ঘরেই আজকাল লেগে আছে । আমি এসেছিলাম অন্য এক খোজে । পিসে-মশায়ের খবর কি রে ? তার নামে ত নানারকম শুনছি।” জগু হাসিয়া বলিল, “শুন্‌ছ ঠিকই, তবে সে বড় শক্ত ঘানি। সেখানে কিছু সুবিধা হবে না চাদ ।” মন্মথ বলিল, “সত্যি, অনেক টাকা পেয়েছেন না কি ?” জগু বলিল, “টাকার অভাব কি ? টাকা তার আগে৪ ঢের ছিল, তা এমন নরপিশাচ যে কোনোদিন কেউ ঘূণাক্ষরে তা জানে নি। এখন ত আবার বুড়ী দিদিমার সম্পত্তি সব পেয়েছে। ওই একমাত্র "লিগেল এয়ার’ কি না ? বুড়ী এতদিনে তবে মরল । বছর নব্বই অস্ত গুঃ বয়েস হয়েছিল। এ প্রায় এডওয়ার্ড সেভেনথের রাজা হওয়া আর কি ? পিসে-মশাই ত বলত, ”গগাষাত্রার রেসে কে কা'কে হারাতে পারি, দেখা যাক ৷” মন্মথ বলিল, “তবে স্ববিধে হবে না বলছিল কেন ? পিসে-মশাইয়েরও ত নবযৌবন নয়, বছর পয়ষট্টি বয়স হবে । তার ত ছেলেপুলে কেউ নেই, রিলেটিভ বলতে ত আমরা ক’জন আছি। তা সমান সমান শেয়ার পেলেও ত বেশ কিঞ্চিৎ হয় । তিনি এখন কোথায় বল দেখি, একবার কপাল ঠুকে দেখেই নি।” জগু বলিল, “কপাল ঠুকে ঠুকে আব বের করে ফেলতে পার, কোনো লাভ হবে না । তিনি এখন छब्रानक टेबश्व इ८ञ्चद्दछन । 8शब्लांगै जांब्र कौ€नौञ्च, थांब्र বাবাজীদের ভিড়ে বাড়ির ত্ৰিসীমানায় পা বাড়াবার স্কো