পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] রক্ত-খদ্যোত 8Ꮌ☾ মেলিলাম। ঘাসের উপর গুইয়া আছি দেখিয়া ডাক্তার যখন আসিলেন তখন বিছানায় গুইয়া BBBB BB BBBSBBS BB BBB BBB BBSBBBBB BB DD DD DBB S D L আবার গুইয়া পড়িলাম। তখন ক্রমশঃ সব মনে পড়িল । ঘাড় না নাড়িয়া যতদূর সাধ্য দেখিয়া বুঝিলাম, ‘পিপরপাতি রাস্তার পাশে পাশে কেল্লার ষে শুষ্ক গড়খাই গিয়াছে তাহারই তলদেশে বাব লা গাছের ঝোপের মধ্যে পড়িয়া আছি । স্বৰ্য্য উঠিল । এখানে সমস্ত দিন পড়িয়া থাকিলেও কেহ সন্ধান পাইবে না ইহা স্থির। শরীরে ত নড়িবার শক্তি নাই। প্রচণ্ড এক হেঁচকা মারিয়া উঠিয়া দাড়াইলাম ; চক্ষু হইতে আরম্ভ করিয়া দেহের সমস্ত রোম বেদনায় টন টন করিয়া উঠিল। কিন্তু বাড়ি গিয়া পৌছিতেই হইবে । অসীম বলে মৃতপ্রায় দেহটাকে টানিতে টানিতে কি করিয় যে বাড়ি গিয়া পৌছিলাম তাছা প্রকাশ করিবার সাধ্য আমার নাই। বাড়ি যাইডেই সকলে চারিদিক হইতে ছুটিয়া আসিল এবং উৎকণ্ঠিত প্রশ্নে আমার ক্ষীণ চেতনা আবার লুপ্ত করিয়া দিবার যোগাড় করিল। শু্যালক সকলকে সরাইয়া দিয়া আমাকে একটা ইজিচেয়ারে বসাইয়া ব্যগ্রভাবে জিজ্ঞাস। করিলেন,—সার রাত কোথায় ছিলে ? আমরা সকলে - حساسيةe Cة الة t fة تقترع উত্তর দিতে গেলাম, কিন্তু কি ভয়ানক ! গলার স্বর একেবারে বন্ধ হইয়া গিয়াছে। প্রাণপণ চেষ্টা করিয়া একটা কথাও উচ্চারণ করিতে পারিলাম না। তালক আমাকে দুধ ও ব্র্যাণ্ডি খাওয়াইয়া ডাক্তার ডাকিতে গেলেন । শালাজ মলিন মুখে মাথার শিয়রে বসিয়া আছেন। ডাক্তার পরীক্ষা করিয়া বলিলেন,—দুটো লাঙ্গসই য়্যাফেক্ট করেছে—নিউমোনিয়া । তারপর আবার অচেতন হইয়া পড়িলাম । 嶺縣 嶺縣 鬱 ঘুম ভাঙিয়া দেখি শরীর বেশ ঝরঝরে হইয়া গিয়াছে—কোথাও কোনও গ্লানি নাই । কে একজন পিছন হইতে জিজ্ঞাসা করিল,—কেমন বোধ হচ্চে ? ফিরিয়া দেখি ছেলেবেলার স্কুলের বন্ধু । অনেক দিন পরে তাহাকে দেখিয়া বড় আনন্দ হইল । বলিলাম,--বেশ ভালই বোধ হচ্ছে ভাই । বুকের ওপর যে একটা ভার চাপানে ছিল সেটা আর টের পাচ্ছি না। বিনোদ মৃদু হাসিয়া বোধ হয় বটে। বিনোদ,—আমার বলিল,—প্রথমটা ঐ রকম আমার যখন কলেরা হয়— হঠাৎ মনে পড়িয় গেল—তাই ত। বিনোদ ত আজ দশ বৎসর হইল কলেরায় মরিয়াছে ; আমি স্বহস্তে তাহাকে দাহ করিয়াছি। তবে সে এখানে আসিল কি করিয়া ! মহাবিস্ময়ে জিজ্ঞাসা করিলাম,—ধিনোদ, তুমি ত বেঁচে নেই—তুমি ত অনেক দিন মারা গেছ । বিনোদ আসিয়া আমার দুই হাত ধরিল। কিছুক্ষণ আমার মুখের দিকে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল,—তুমিও আর বেঁচে নেই বন্ধু ! S:42 نع الاحسص 8 جية