পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] উহারা সকল রাক্ষল ও বগুজন্তু সংস্থার করিতে সমর্থ হুইল । শ্বেতলোক বা পৃথিবীতে আলিবার পূৰ্ব্বে নেভ্যাহোরা পীতলোকে ८कः ( Jhow ) ननौब्र जैौ८ब्र छूझेखन দলপতির অধীনে বাস করিত। পুরুষেরা না-তা-নি নামক একজন পুরুষের অধীনে ও স্ত্রীলোকেবা সা-না-জ্ঞান নামী এক নারীর অধীনে ছিল । একদিন পুরুষের নিকটবৰ্ত্তী পৰ্ব্বতে মৃগয়ায় গেলে পর, না-তা-নি পৰ্ব্বতচূড়ার উপর হইতে দেখিল যে তাহার স্ত্রী নকুলিয়াহিক ষ্ট্র তাহার প্রণয়ীকে সম্ভাষণ করিতেছে। প্রণয়ী নৌকাযোগে নদী বাহিয়া তথায় উপস্থিত হইয়াছিল । ইহা দেখিয়া না-ভা-নি ਡਾ਼ – ‘’ একজন নেভ্যাহো গায়ক म्रेिश्वङ् ि४क्षिण cनष्टrttश। অত্যন্ত মৰ্ম্মাহত ও ক্রুদ্ধ হইল এবং তৎক্ষণাৎ গৃহে ফিরিয়া আসিয়া দেখিল যে, তাহার স্ত্রী পীড়ার ভাণ করিয়া যেন বেদনায় প্রপীড়িত হইয়া কাদিতেছে। পৰ্ব্বত চূড়ার উপর হইতে সে যাহা দেখিয়াছিল সমস্তই তাহাকে বলিল এবং অতঃপর আর যাহাতে তাহার দ্বারা প্রতারিত না হয় তাহার ব্যবস্থা করিবে বলিয়া শাসাইল ও এক টুকরা কাঠ উঠাইয় তাহার দ্বার স্ত্রীকে কয়েক ঘা বসাইয়া দিল । না-তা-নির স্ত্রী চীৎকার করিয়া কাদিতে কাদিতে তাহার মায়ের নিকট গিয়: সকল কথ। বিবুত করিল। সন্ধ্যার সময় না-তা-নির শ্বশুরবাড়িতে স্ত্রীলোকেরা সকলে একত্র হইয়া পুরুষদের গালাগালি দিয়া এই বলিয়া বড়াই করিতে লাগিল ধে, তাহারা পুরুষদের সংসর্গ ব্যতিরেকে অধিকতর স্থথেই জীবনযাপন করিতে পারিবে । অপরপক্ষে পুরুষেরাও যখন তাঙ্গাদের দলপতির কাহিনী শুনিল তখন তাহার। স্ত্রীলোকের সংসর্গ ছাড়িয়া নদীর অপর পারে বসবাস করা স্থির করিল ও ঘরবাড়ি, আসবাবপত্র সব স্ত্রীলোকদিগকে প্রদান করিয়া চলিয়া গেল :এইভাবে স্বদীর্ঘ তিন বৎসর ধরিয়া পুরুষ ও স্ত্রীলোকের নদীর দুই পার্থে পৃথক পৃথক বসবাস করিল। অবশেষে স্ত্রীলোকেরা দেখিল যে, শিকারের অভাবে তাহারা পৰ্য্যাপ্ত আহার পাইতেছে না ও তাহাদের পরিধেয় বসন জীর্ণ ছিল্পকন্থায় পরিণত হইয়াছে। পুরুষেরাও তাহাদের পত্নীদের সেবা