পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وئ ٥ *) - ------- হিন্দী-সাহিত্য-সম্মেলনেব অভিনন্দন তৎপরে পণ্ডিত অম্বিকাগ্রসাদ বাজপেয়ী হিন্দীসাহিত্য-সম্মেলনের পক্ষ হইতে কৰিকে অভিনন্দনের দ্বারা সংবদ্ধিত করেন । কবি হিন্দীতে নিম্নলিখিত মৰ্ম্মের উত্তর দিয়াছিলেন :– কবি-ভাষণ আজ হিন্দী ভারতী উাহার সহোদরা বঙ্গভারতীকে সম্মানিত করিলেন। দৈব কুপাতে আমি ষে এই শুভ অঙ্গুষ্ঠানের উপলক্ষ হইতে পারিয়াছি, এজন্ম আমি নিজেকে ধন্ত মনে করিতেছি। কবির হৃদয় কখনও আপনার জন্মস্থানের সীমার ভিতর বদ্ধ থাকিতে পারে না, আর যদি তাহার যশ ঐ সীমা পার করে, তাহা হইলে তিনি সৌভাগ্যবান। হিন্দী-সাহিত্যের দূতরূপে আপনার আমার এই সৌভাগ্য বহন করিবার জন্ত আসিয়াছেন, এজন্য আপনারা আমার সরুতজ্ঞ নমস্কার গ্রহণ করুন । প্রবাসী-বঙ্গ-সাহিত্য-সম্মেলনের অভিনন্দন ইহার পর প্রবাদী-বঙ্গ-সাহিত্য-সম্মেলনের পক্ষ হইতে ভ্রমতী প্রতিভা দেবী কৰিকে পুষ্পার্ঘ্য প্রদান করেন এবং নিম্নলিখিত কবিতাটির দ্বারা অভিনন্দিত করেন :– হুে কবি ! জয়ন্তী-অৰ্ঘ্য নিয়ে হাতে তোমার স্মরণে স্বদুর প্রবাস হতে এই পথে, কবি-নিবেদনে, এলো যায়, সে কি তার বয়সের দাবী শুনে তৰ ? তা তে। নর, দেখি রূপ, অপরূপ, চির-অভিনব ; বয়সের সীমা তব, নিত্য নব নৰ্ত্তনের কোলে, সপ্ততি বৎসর বুকে, সাত বৎসরের শিশু দোলে স্বষ্টির আনন্দে মগ্ন ; সময়ের হিসাব না রাখে, বিস্থিত বিশ্বের মন তার পানে চেয়ে শুধু থাকে। কার চোখে এত দীপ্তি ? কার বাণী নিত্য বহমান । কার প্রীতি নিতি নিতি, রচি চলে বিশ্বের কল্যাণ অফুরন্ত প্রাণ-রলে ;–সে যে এই শিশু চিরন্তনী, यूश बूष्णं cरु थदौ१ ! शाश् नबैौप्नब्र छब्रक्ष्वनि । প্রবাসী—মাঘ, ১৩৩৮ [es* छां★, २ग्न १७ বাঙ্গালার বুকের দুলাল ! সত্যভ্রষ্ট ! হে অমর কবি ! কালক্ষয় করে তুমি জয় গেয়ে ষেও স্বরের পূরবী। চির-সবুজের সমারোহ নিত্য হোক জীবনে তোমার, প্রবাসের ভালবাসা-ভরা, ধর এই অৰ্ঘ্য উপচার। আমেরিকাবাসীর শ্রদ্ধানিবেদন ইহার পর আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার হেকিন্স আমেরিকাবাসীর পক্ষ হইতে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । জয়ন্তী-উৎসব পরিষদের অভিনন্দন অতঃপর জয়ন্তী-উৎসব-পরিষদের পক্ষ হইতে ঐযুক্ত কামিনী রায় নিম্নলিখিত অর্ঘ্যপত্র পাঠ করেন। কবিগুরু, তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই । তোমার সপ্ততিতম-বর্ষশেষে একান্তমনে প্রার্থনা করি জীবনবিধাতা তোমাকে শতাম্বু দান করুন ; আজিকার এই জয়ন্তী-উৎসবের স্মৃতি জাতির জীবনে অক্ষয় হউক । বাণীর দেউল আজি গগন স্পর্শ করিয়াছে। বঙ্গের কত কবি, কত শিল্পী, কত না সেবক ইহার নির্মাণকল্পে জব্যসভার বহন করিয়া আনিয়াছেন ; তাহাজের স্বল্প ও সাধনার ধন, উাহাঙ্গের তপস্তা তোমার মধ্যে আজি সিদ্ধিলাভ করিয়াছে। তোমার পূর্ববর্তী সকল সাহিত্যচার্ষ্যগণকে তোমার অভিনন্দনের মাঝে অভিনন্দিত করি। আত্মার নিগূঢ় রস ও শোভ, কল্যাণ ও ঐশ্বর্ঘ্য তোমার সাহিত্যে পূর্ণ বিকশিত হইয়া বিশ্বকে মুদ্ধ করিয়াছে । তোমার স্বাক্টর সেই বিচিত্র ও অপরূপ আলোকে স্বকীয় চিত্তের গভীর ও সত্য পরিচয়ে কৃতকৃতাৰ্থ হইয়াছি । ....--- ہستہ ہے۔-۔۔۔۔۔ --حمـح --صسTarunnoBot (আলাপ) --مس-م----------- ۔۔۔۔۔۔۔۔م۔م۔