পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

G S)bro —তারপর কিসমিপ বাছ:ত হবে, দিয়েছেন । —তাঁর পরে ? স্বসম। গিল্পীমানুষের মত পরম গম্ভীরভাবে কহিল— তারপরে ? তোমার মোটে বুদ্ধি নেই। কাজকর্মের বাড়ি, কত লোকজন আসবে, খাওয়া-দাওয়া হবে— আমার কি আজ মরবার ফাক আছে ? বলিবার ধরণ দেখিয়া পঞ্চাননের বড় কৌতুক লাগিতেছিল। বলিল—তাহ’লে বল যে মোটেই বাপের বাড়ি যাবে না । আমার দোষ নেই তবে— এবার স্থষমা সহসা কোন জবাব দিল না, কি ভাবিতে লাগিল । তারপর বলিল—এখন এত সব কাজ ফেলে কেমন ক’রে যাই বল ত ? রাত্তিরে ধাব—ঠিক যাব— —তখন কিন্তু আমার ঘুম পাবে। না—বলিয়া স্বষম তাহার মুখের দিকে তাকাইয়া সকরুণ মিনতির স্বরে কহিল—রাত্তির হ’লে আমার বডড মন কেমন করে, সত্যি বলছি—তুমি আমায় নিয়ে যেগু— বোকা বধু টের পায় নাই কথাবাৰ্ত্তার মধ্যে কখন ইাড়ির ঢাকনি সরিয়া গিয়াছে। পঞ্চানন স্থযোগ বুঝিয়া ছে মারিয়া আবার একটা সন্দেশ তুলিয়া লইয়া ছুটিল । এই করিতে সে আসিয়াছিল। দরজার কাছে গিয়া বলিল—বড় যে সাবধান তুমি, কেমন ? কিন্তু সুষমা এবারের অপরাধ আমলে আনিল না, আগের কথাই পুনরাবৃত্তি করিল—ওগো, যাবে ত नि८म्न ? পঞ্চানন কহিল—তোমার দাদাকে ব’লে দেখে, তিনি ত আসবেন আজ নেমস্তরে। আমার ঘুম পায়— । বিকাল বেলা হযম চুল বাধিয়া কপালে টিপ মাটিয়া মহাআড়ম্বরে আলতা পরিতে বসিয়াছে এমন সময়ে নিৰ্ম্মল আসিয়া সরাসরি বাড়ির মধ্যে ঢুকিল । জালত ফেলিয়া উচ্ছ্বসিত আনন্দে সে বলিতে লাগিল—এসেছ দাদামণি ? দেখ দিকি আমি কত ভেবে মরি-বেলা যায় তবু আসা হয় না-বাবা এসেছেন ? বলিতে বলিতে আগাইয়া জাগিয়া দেখে পঞ্চানন তাহার পিছনে দাড়াইয়া মৃদ্ধ যুদ্ধ প্রবাসী—মাঘ, ృNరిలి* দিদি ব’লে 9אא לא יוטי "צפי 1 - ------- ------- ------مہا হাসিতেছে । তাড়াতাড়ি ঘোমটা টানিয়া স্বষম। পিছাইয় গেল । পঞ্চানন বলিল-আমি আর কেন দাড়িয়ে দাড়িয়ে অস্থবিধে ঘটাই, আমি চললাম— । বলিয়া চলিয়া যাইতেছিল, আবার ফিরিয়া কহিল—আর সে কথাটারও একটা বোঝাপড়া যেন হয়ে যায় ভাই, সন্ধ্যে হ'লেই তোমার বেনিটি বাপের বাড়ির বায়না ধরেন—সারারাত কেঁদে কেঁদে চোখ ফোলান—আমায় ঘুমুতে দেন না— মুষমার মাথায় পরম স্নেহে হাত বুলাইতে বুলাইতে নিৰ্ম্মল জিজ্ঞাসা করিল—সভিারে ? অ খুকী সত্যি ? স্বষমা চাহিয়া দেপিল পঞ্চানন চলিয়া গিয়াছে । ঘাড় নাড়িয়া মহাপ্রতিবাদ করিতে লাগিল—ন দাদা, সব মিছে কথা—আমন মিথুক তুমি মোটে দেখ নি । আজকে আমনি সন্দেশ নিয়ে—বলিতে বলিতে কথার মাঝখানে জিজ্ঞাসা করিল—বাবা এসেছেন ? নিৰ্ম্মল কহিল—বাবা আসবেন কি করে ? মেয়ের বাড়িতে এলে আর-জন্মে কি হয় তা শুনিস নি ? স্বযম দুই হাতে নিৰ্ম্মলের বাহু জড়াইয়। কাদ-কাদ হইয়া কহিল—বাব। কি মরে গেছেন ? ও দাদামণি সত্যি কথা বল—আমি খারাপ স্বপ্ন দেখেছি । নিৰ্ম্মল হো হো করিয়া হাসিয়া উঠিল ।-খুর্কী, কি পাগল তুই ? এই ক'দিন দেধিমুনি অমনি বুঝি মরে গেল ? তাহলে আমায় কি এই রকম দেখতিল ? তখন স্থষম। ভয়ানক জেদ ধরিল—ওরা কেউ আমায় নিয়ে যাবে না দাদা, মিছে কখ। ব'লে ফাকি দেয় । আমি আজ তোমার সঙ্গে চ’লে যাব, আজই— হাসিতে হাসিতে নিৰ্ম্মল কহিল—আজই ? ईTi—পাল্কী-টান্ধী করতে হবে না ? স্বষম বলিল—পান্ধী কি হবে ? তারী ত পথ, এক ছুটে যাওয়া যায়। ঐ ত বিলের ওপার—ঐ গাছপালাগুলো ৰেখানে। আমি তোমার পিছু পিছু চলে যাব । রাত্তিরে যাবার সময় আমায় ডেকো-ডেকো-ডেকে किरू । छांक८द उ ? निर्श्वण कश्णि-यांछह