পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের গবর্ণরকে হত্যা করিবার চেষ্টা - গত ২৩শে মাঘ শনিবার কলিকাতার সেনেট হাউসে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাধিদান-সভায় যখন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার বঙ্গের গবর্ণর স্তর ষ্ট্যানলী জ্যাক্সন বকৃত করিতেছিলেন, তখন তাহকে গুলি করিয়া মারিবার চেষ্ট হয়। তিনি সৌভাগ্যক্রমে রক্ষা পাইয়াছেন, একটি গুলিও তাহার গায়ে লাগে নাই। এই চেষ্টা করিবার অভিযোগে কুমারী বীণা দাস, বি-এ প্লুত হইয়াছেন। রাজনৈতিক উদ্দেশ্যে বা কারণে এইরূপ চেষ্টার বিরুদ্ধে অস্কান্ত সম্পাদকদিগের ন্যায় আমরা এইরূপ চেষ্টার আরম্ভ হইতেই সিকি শতাব্দী ধরিয়া এই প্রকার ঘটনা ঘটিলেই লিখিয়া আসিতেছি। অগণিত সভাসমিতিতেও ঐরূপ মত প্রকাশিত হইয়া আসিতেছে। এরূপ চেষ্টা সফল বা ব্যর্থ, যাহাই হউক, তাহার দ্বারা দেশকে স্বাধীন করা যাইবে না, ইহাও বার-বার বলা হইয়াছে। কোন স্থলে উত্তেজনার কারণ থাকিলেও প্রতিহিংসাবৃত্তি চরিভার্থ করিবার জন্য এরূপ চেষ্টা ধ্ৰুৱা অস্থচিত, এরূপ কথাও মহাত্মা গান্ধী এবং অন্ত অনেক দেশনায়ক বার-বার বলিয়াছেন। রাজনৈতিক হত্যচেষ্টার দ্বারা কংগ্রেসের ও অন্তান্ত রাষ্ট্রীয় সভার স্বরাজলাভপ্রাস বাধা পাইতেছে, ইহাও বহুবার বলা হইয়াছে। রক্তপাত দ্বারা দেশের স্বাধীনতা জর্জিত হওয়া দূরে থাক, দমননীতিগ্রস্থত যত প্রকার আইন ও অর্ডিন্যান্সের ঠোরভাবে প্রয়োগ সকল প্রদেশে হইতেছে, তৎসমুদ্ধে স্বদ হওয়া বা তাহদের কঠোরতা দূর হওয়াতেও ৰাধা ধরিতেছে এবং বিলম্বও খুব সম্ভব হইবে, কারণ গবশ্লেষ্ট পাপনের কঠোরতা কমাইবার প্রয়োজন বুঝিয়া থাকিলেও (क्बिांटाइन किना জানিন), ডয়ে নরম ব্যবস্থা করিতেছেন وهج صدسجياتb এরূপ ধারণা জন্মিতে দিতে স্বভাবতঃ অনিচ্ছুক হইবেন, ইহা অনুমান করা অসঙ্গত নহে। এই প্রকার নানা মত দীর্ঘকাল ধরিয়া বার-বার প্রকাশিত হওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণে বা উদ্দেশ্যে হত্যার চেষ্টা ও হত্য বন্ধ হইতেছে না। রাজপুরুষেরা বার-বার বলিয়াছেন, লোকমত এইরূপ কার্ধ্যের বিরোধী হইলে প্রধানত: তাহার দ্বারাই ইহা বন্ধ হইবে। এ পৰ্যন্ত সে আশা পূর্ণ হয় নাই। রাজপুরুষেরা অবশ্য কেবল লোকমতের উপরই নির্ভর করিয়া নিশ্চিন্ত থাকেন নাই, আইন এবং অর্ডিন্যান্সের সাহায্যেও হত্যাচেষ্টা বদ্ধ করিবার চেষ্টা করিয়াছেন। তাহাতেও এপর্য্যন্ত বিশেষ কোন ফল পাওয়া যায় নাই। রাজনৈতিক হত্যাচেষ্টা নিবারণের উপায় কি উপায়ে বিপ্লবীদিগের এরূপ কাজ বন্ধ হইতে পারে, তাহার আলোচন সংবাদপত্রে কিয়ৎপরিমাণে হইয়াছে। দেশের আইন এরূপ, যে, সম্যক আলোচনা হইতে পারে নাই ; এখন অধিকন্তু অনেকগুলি অর্ডিনান্স থাকায় সম্যক আলোচনা আরও কঠিন। আলোচনা অল্পস্বয় যাহা হইয়াছে, তাহাতে দেখা যায় অনেকে বলিয়াছেন, দেশে স্বরাজ প্রতিষ্ঠিত হইলে বা দেশ স্বাধীন হইলে রাজনৈতিক হত্যাচেষ্টা বন্ধ হইবে। ইহার উত্তরে ইংরেজ রাজপুরুষের কেহ কেহ বলিয়াছেন, তাহা হইবে না। কয়েক দিন আগেও প্রেপ্টিস্ সাহেব বঙ্গীয় ব্যবস্থাপক সভায় বলিয়াছেন, দেশের গবশ্লেষ্ট ভারতীয় হইলেও সে আমলেও রাজনৈতিক হত্যাচেষ্ট৷ ষে থাকিবে না, তাহা নিশ্চয় করিয়া বলা যায় না। এই মত সম্পূর্ণ অমূলক নহে, সম্পূর্ণ সত্যও নহে। বস্ততঃ