পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brశ్చిJు প্রবাসী—চৈত্র, ১৩৩৮ [es* छांग्रं, २ग्न थ७

যামিনী বইখানিতে সযত্নে আবার মলাট পরাইতে পরাইতে বলিল, “ছবিটা একেবারে মাটি করে দিল। কি যে ভ্যাণ্ডালের মত স্বভাব হচ্ছে খোকার।” . জ্ঞানদা বলিলেন, “যেমন অসাবধান মেয়ে তুমি। জিনিষপত্র যে কত যত্বে রাখতে হয়, তা এত দেখেও তুমি শেখ না। ফের ড্রেসিং টেবলের উপর জলের গেলাস কেন ? ওগুলো এ রকম ক’রে নষ্ট করবার জন্যে দেওয়া হয় নি।” যামিনী অমৃতপ্ত হইয়া তাড়াতাড়ি জলের গেলাস নামাইয়া রাপিল। জ্ঞানদা নিজের ঘরে চলিয়া গেল । যামিনী বাহিরে গিয়াছিল মূল্যবান বাসষ্ঠী রঙের ক্রেপের পোষাক পরিয়া . এখন সে সব ছাড়িয়া রাখিয়া ঘরোয় সাজে একটা ইজি চেয়ারে বলিয়া বিশ্রাম করিতে লাগিল । . ' মেয়েটি এই সুন্দর স্থসজ্জিত ঘরের শোভা আরও যেন শতগুণ বাড়াইয়া তুলিয়াছিল। রং উজ্জল গৌরবর্ণ নয়, উজ্জল শুাম, কিন্তু তাহার সৌন্দৰ্ঘ্য গৌরবর্ণকেও লজ্জা দেয়। ভিতরে একটা দীপ্তি যেন তাহার সর্বাঙ্গ হইতে বিচ্ছুরিত হইতেছে। বিপুল কবরীভারে তাহার মৃণাল গ্রীবা যেন ভাঙিয়া পড়িতে চায়। তাহার বিশাল চোখ দুইটি দেখিলে কখনও মনে হয় এ তরুণী জগতের পাপপক্ষিলতা কখনও কল্পনাতেও জানে নাই, আবার কখনও মনে হয় ইহার দৃষ্টির মায়ায় সে ভুবন জয় করিতে পারে। যামিনী নামের সার্থকতা তাহার রূপে ছিল । রাত্রির মতই সে রহস্যময়ী। ক্রমশঃ নীরব প্রেম ঐীক্ষিতীশ রায় ও ধারের ওই চ্যাক্ষেত হতে ঝিল্লী উঠিল ডেকে সজল সমীর আকুলিত হ’ল মাটির গন্ধ মেখে । নিঝুম সাঝের বুক অতিবাহি যেতেছিন্থ দুইজন— সেদিনের কথা ভূলি নাই সখি !—কন্তু আমি তুলিব না। কপোতী-কাজল নয়ন তোমার মেলিলে তারার পানে দৃষ্টি তোমার আপন হারাল, যেন সুগভীর ধ্যানে! সে নীরবতার মানেটুকু সখি, বুঝেছিছু মনে মনে তাই ত তোমারে বাসিয়াছি ভাল, সাবের সক্ষিণে • 譽 शātणिान् श्डे