পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্য। ] হায়দারাবাদ-নগর সংস্কার হায়দরাবাদ শহরের চকের পশ্চাতে চার মিনার ঢাকিয়া রাখা হইল। এক্ষণে আদ জলগঞ্জ সেতুর উভয় পার্থে একক্রোশ ব্যাপিয়া ব্যয়সাধ্য সুদৃঢ় প্রাচীর গাথ। হইয়াছে । মুলী নদীর উত্তরতীরে পাথর বসান একটি বিস্তৃত রাজপথ প্রস্তুত হইয়াছে। তৎপাশে উচ্চ আদালত, গভর্ণমেণ্ট, সিটি.স্কুল প্রভৃতি সুমনোহর হর্গ্যাদি নিৰ্ম্মিত হইয়াছে। . - নদীর অপর পার্থে সবুজতৃণাচ্ছাদিত প্রস্রবণ-বিধৌত "মোগল-উদ্যান” তৈয়ারি করা হইয়াছে । তৎপাশ্ববৰ্ত্তী পাথরে-বাধীন স্ববিস্তৃত রাস্তার অপরদিকে নিজামের দাতব্য-চিকিৎসালয় প্রভৃতি প্রাসাদতুল্য ভবনসমূহ নিৰ্ম্মাণ করা হইতেছে । বাম তীরে অগণিত সমাধিস্থান থাকাতে বাগান করার প্রতিবন্ধক যথেষ্ট ছিল। নিজাম একজন গোড়া মুসলমান । তিনি কখনও সমাধিগুলিকে স্থানভ্রষ্ট করিবার আধুমতি দিতেন না । তিনি সম্মত হইলেও জনসাধারণ হইতে প্রতিবাদের একটি কোলাচল উখিত হুইতই, ইহা নিঃসন্দেঙ্গে বলা যাইতে পারে। কিন্তু শ্ৰীযুক্ত ভব নানা দুষ্ট দিক্ রক্ষা করিয়া চলিয়াছেন। শ্ৰীযুক্ত ভবনানীর স্তকৌশলে সেই স্থান একাধারে পবিত্র সমাধিস্থান ও নয়নানন্দদায়ক উদ্যান হইয়াছে। অসংখ্য সমাধিমণ্ডপের একত্র সমাবেশ হেতু স্রোতস্বিনীর রূপালী রঙ্গের ঠিক পাশেই উদ্যানের সবুজ রেখা চিত্রিত কর । অসম্ভব বলিয়াই মনে হইত। কিম্ব ভবৃনানী অসাধারণ নিপুণতাসহকারে অসম্ভবকে সম্ভব করিয়াছেন। স্থবিন্যস্ত গুল্ম-পরিবেষ্টিত সমাধিমণ্ডপের উন্নত শীর্ষদেশ বিচিত্র লত। দ্বারা আচ্ছাদিত করা হইয়াছে । নিজামের সুশিক্ষিত _A هتیابی به چوپss