পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] প্রদ হইবে, তাহ প্রমাণিত করিবার জন্য, শ্ৰীযুক্ত ভবনানী ইতিপূৰ্ব্বেই উক্ত সীমার পাশ্ববৰ্ত্তী প্রধান রাস্তগুলিকে স্বপ্রশস্ত করিয়াছেন এবং বারান্দাযুক্ত দ্বিতল বিপণীশ্রেণী তৈয়ার করিয়াছেন । নগরের.পাশ্বস্থিত কদৰ্য্য রাস্তার সংস্কার নগরের বিভিন্ন অংশস্থিত কদৰ্য্য রাস্তাসমূহের যেরূপ উন্নতি করিয়াছেন, তাঙ্গ হইতে শ্ৰীযুক্ত ভবনানীর আধুনিক নগর নির্মাণে দক্ষতার পরিচয় পাওয়া যায়। পূৰ্ব্ব মালিক যাহাতে সংস্কৃত ভবনগুলির পুনরধিকার প্রাপ্ত হয় প্রত্যেকটি নক্সা এইরূপভাবে তৈয়ার করা এই উদ্দেশ্য সিদ্ধির জন্যই সমস্ত স্থানটির সংস্কার-কাৰ্য্য শেষ করিয়া অপর অংশের অধিবাসীদিগকে স স্কৃত স্থানে বসবাস করিতে দেওয়া হয় । শৃষ্ঠস্থানে সংস্কার-কাৰ্য্য পুনঃ আরম্ভ করা হইয় থাকে। হইয়াছে । হায়দারাবাদ-নগর সংস্কার శ్న এইরূপে অনেক স্থানে কেবলমাত্র অস্বাস্থ্যকর কদয্য বাড়ী কালোপদোগী হায়দারাবাদ শহরের একটি রাস্তা—সংস্কারের পরে হtয়দরাবাদ শহরের একটি রাস্ত-সংস্কারের পুর্বে গুলিকে নষ্ট করা হইয়াছে। অন্যগুলি যথাসম্ভব পূৰ্ব্ববৎই রহিয়াছে, এবং সেগুলিতে যথোপযুক্ত আলো ও বায়ু চলাচলের সুব্যবস্থা হইয়াছে। সদর রাস্তাগুলি স্বপ্রশস্ত করিয়া স্থানে স্থানে উন্মুক্ত জায়গায় খেলার মাঠ করা হইয়াছে । জলের কল ও বৈদ্যুতিক আলোর বন্দোবস্ত এবং প্রণালীর ব্যবস্থাও হইতেছে । সংস্কারের প্রয়োজনীয়ত। হৃদয়ঙ্গম করিয়া কেহ কেহ স্ব স্ব বাড়ীর সম্মুখভাগের উন্নতি-বিধান করিতেছেন । ইহার ফলে সমগ্র রাজ্যটি কদৰ্য্যত্ব পরিহার করিয়া সুশোভন স্বাস্থ্যপ্রদ স্থানে পরিণত হইতেছে। কোন কোন অংশে শ্ৰীযুক্ত ভবনানী আরও উচ্চাভিলাষের পরিচয় দিয়াছেন । উদাহরণ স্বরূপে “নামপল্লী’র সংস্কারকার্য্য উল্লেখ করা যায় { নগরের মাল-সরবরাহের প্রধান কেন্দ্রস্থলের নিকটবর্তী হওয়াতে এই স্থানটি প্লেগ বিশ্বঢুিকা প্রভৃতি সৰ্ব্বপ্রকার সংক্রামক রোগের আকর