পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

র্যাডিওর সাহায্যে বধিরকে মানুষের কথা এব” গান শোনানো হইতেছে জীবণ এখন স্থার অখণ্ড মরভূমি থাকিবে না । যে কাল এতদিন পযাস্ত কামনের শব্দও শুনিতে পাইত না, সেও এই আমপ্লিফায়ারের সাহায্যে সবই শুনিতে পাইবে । يه ককৃলিন সহরের হেনরি ফারকুহ নামে এক ভদ্রলোক কাভাস পটিতে একপ্রকার অভিনল রাডিও সেট বসাইয়াছেন । ইহার সাহাযো স্বৰ্ণ-বৰ্দ্ধক-যন্ত্রে স্বর বাড়ানেও চলিবে । বহুদূর হইতে শব্দ ধরা এব" বহুদূরের শব্দ শোনা এই ক্যাভাসের পেটির উপর র্যাডিও-সেটের দ্বার চলিলে। সেটুটি দেখিতে স্বদ্বগু এবং ওজনও খুব কম ! অতি সহজে পকেটে বা পেটির মত করিয়া যেখানে ইচ্ছা বহন করিয়া লইতে পার *[ग्न ! ক্যানভাসের পেটিতে রাডিও য়িসিভিং সেট-ইহার সাহায্যে “লাউড স্পিকার" অর্থাৎ স্বয়-বন্ধক যন্ত্র চালুনে বইতে পারে পঞ্চশস্য—র্যাডিওর কথা ২২১ নিউইয়র্কে একটি র্যাডিও ব্রডকাষ্টিং ষ্টেশন প্রায় ৫•,••• ডলার পরচ করিয়া তৈয়ার হইয়াছে । এইখান হইতে দেশের সকল স্থানেঃ লোক প্রত্যহ সান-প্রকার সঙ্গীত, ঐক্যতানবাদন ইত্যাদি শুনিতে পাইবে । এখন কোন লোককে গীত-বাদ যে স্থানে হইতেছে সেইখানে আসিয়া গান শুনিতে হুইবে না-আপনার ঘরে লসিয়া ইচ্ছামত সবই শুনিতে পাইবে । যুক্ত রাষ্ট্রের প্রভিডেন্স নামক স্থানের একজন লোক পৃথিবীর মধ্যে সৰ্ব্বাপেক্ষ ক্ষুদ্র একটি র্যাডিও সেট তৈরী করিয়াছেন। এই রাডিওসেটটিকে মাত্র চারিটি ডাক টিকিট দিয়া ঢাকা যায়। পৃথিবীর মধ্যে সৰ্ব্বাপেক্ষ ক্ষুদ্র ব্যাডিও সেট ইহার ব্যাস ও মাত্র ৭ ইঞ্চি এই রডিও পেটুটির ব্যাস ৫৮ ইঞ্চি এবং লম্ব মাত্র ১ ইঞ্চি। ২• মইলের মধ্যে যাহা কিছু ব্রড কষ্টেণ্ড হয়, অর্থাৎ যেসব খবর বা গীত-বাদ্য ছড়ান হয়, সবই এই অতি-ক্ষুদ্র র্যাডিও-সেটে ধরা এবং শোনা যায় । মইডেনেও গবর্ণমেণ্ট হইতে কতকগুলি ব্রডকাষ্টিং ষ্টেশন করিবার বন্দোবস্ত হইতেছে—যেসমস্ত লোক রিসিভিং সেট অর্থাৎ কেবল খবর ধরিবার যন্ত্র রাগিলে শুtহাদিগকে কিছু টাকা জমা দিয়া অমুমতি-পত্র গ্রহণ করিতে হইবে । এইভাবে যে অর্থলাভ হইলে তাহা দেশের মোটর বাসের উপর র্যাডিও কনসার্ট ইত্যাদি ধরিবার তার