পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] "বস্তি” অথবা অন্ত কোনও মৰ্ম্মে অসিমুষ্টি দ্বারা সজোরে আঘাত করিবে । প্রতি-প্রতিকার হেতু যুযুৎস্থ-প্রয়োগকারীকে সম্পূর্ণ বামাবৰ্ত্তে ঘুরিয়া পুনরায় অসিধারীর সন্মুখীন হইতে হুইবে । সপ্তম পাঠ “কোমর”, “অঙ্ক" প্রভৃতির আক্রমণে তুরস্তে দক্ষিণ পদ পূর্ণমাত্রায় অগ্রসর করিয়া ক্ষিপ্রকারিতাসহ দক্ষিণ হস্ত দ্বারা অসিধারীর “মণিবন্ধ পূরঃ”তে ধরিতে হইবে “ፕ দক্ষিণাবৰ্ত্তে অৰ্দ্ধেক ঘুরিবার উপক্রমসহ বাম পদ সম্মুখে আনিতে আনিতে বাম হস্ত দ্বারা অসিধারীর কফোণি-পৃষ্ঠে সজোরে আঘাত করিতে হইবে এবং তৎসঙ্গেই হস্ত-চালনায় অসিধারীর মণিবন্ধ উৰ্দ্ধদিকে ৭ তাহার কফোণি নিম্নের দিকে সজোরে চাপিয়া তাহাকে বিহ্বল করিয়া ফেলিতে হুইবে । যথা একাদশ চিত্রে । ১১শ (ক) যুযুৎস্থ তৎপরে অষ্টম চিত্র-সম্পর্কিত বর্ণনানুরূপ প্রক্রিয়াসু স্বসি কাড়িয়া লওয়া নিতান্তই সহজ হইয় পড়িবে। প্রতিকারাদি ষষ্ঠ পাঠের অনুরূপ । অথবা ঈষং বামাবৰ্ত্তে ঘুরিবার উপক্রমসহ তীব্র-গতিতে অঙ্গ চালনা দ্বারা দক্ষিণ হস্ত মুক্ত করিয়া ক্রমে উৰ্দ্ধ ও বাম দিক্‌ হইতে অসি-চালনা দ্বারা পুনরাক্রমণ করিতে হইবে । অষ্টম পাঠ “আসর,” “চাপ নি” প্রভৃতির আক্রমণ তুরস্তে দক্ষিণ লাঠিখেলা ও অসিশিক্ষা ১১শ (খ) যুযুৎস্ন পদ অগ্রসর করিয়া আসিধারীর অতি সন্নিকটবর্তী হইয়া দক্ষিণ হুস্তে তাঙ্গর "মণিবন্ধ-পৃষ্ঠে” সজোরে আঘাত করিতে হইবে এবং সঙ্গে সঙ্গেই বাম হস্তে “ব্যাঘ্রথাবার’ প্রয়োগ করিতে ইষ্টলে । যুগ। দ্বাদশ চিত্রে । ઝરખ (સ્ત્ર) ન્યૂ જ প্রতিকারের হেতু অসিধারী তুরস্তে বাম হস্তে যুযুৎস্থপ্রয়োগকারীর বাম মণিবন্ধে সজোরে আধাভ করিয়া নিজ চক্ষু মুক্ত করিয়া লইবে এবং সঙ্গে সঙ্গেই দক্ষিণাবর্তে ঘুরিবার উপক্রমসত তীব্রবেগে নিজ দক্ষিণ হস্ত মুক্ত কবিয় 'অসি-চালনাসহ পুনরাক্রমণের উপক্রম করিলে ।