পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وانه " ক্লখিত নৈতিক অবনতি দূরীকরণ, যুবকদিগকে সঙ্গবন্ধ করা, গুণ্ডাদের হাত হইতে নিৰ্য্যাতিত স্ত্রীলোকদিগকে রক্ষণ করা ও অস্তান্ত সামাজিক উন্নতি-বিধায়ক কাৰ্য্যে মনোনিবেশ করিবেন। স্থানীয় গোরস্থান রক্ষা ৰরিবার উদ্দেশ্বে একটি গোরস্থান কমিটিও গঠন করা হইয়াছে। —আনন্দবাজার পত্রিকা স্বৰ্গীয়া কুমারী পরিমল সিদ্ধান্ত বি-এ — নলহাটি ব্রাহ্ম-সমাজের কুমারী পরিমল সিদ্ধান্ত বি-এ, বিগত ২১শে এপ্রিল রবিবার দারুণ যক্ষ্মরোগে পরলোক গমন করিয়াছেন। ইনি গত বৎসর বি এ পরীক্ষায় উত্তীর্ণ হইয়া কলিকাতায় শিক্ষা-বিভাগে কায। করিতেছিলেন। উহার বয়ঃক্রম ২৩ বৎসর মাত্র ছিল, তাহার সরল অমায়িক ব্যবহারে সকলেই মুগ্ধ ছিলেন। তাহার পিতা স্বৰ্গীয় নীলকাস্ত সিদ্ধান্ত, কুমারী পরিমলের যখন ৮ মাস বয়ঃক্রম, সেই সময় পরলোক গমন করিয়াছিলেন । কুমারী পরিমল ও তাহার তিনজন জ্যেষ্ঠ ভ্রাতা দরিদ্রতার মধ্যে প্রবল সংগ্রাম করা সত্ত্বেও নিজেদের অধ্যবসায়-গুণে উচ্চ শিক্ষা প্রাপ্ত হইয়াছেন । কুমারী পরিমল বীরভূম জেলার মধ্যে একমাত্র মহিলা বি-এ, ছিলেন । তাহার জ্যেষ্ঠ ভ্রাতা মিঃ নিৰ্ম্মল সিদ্ধাস্ত কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে সুখ্যাতির সঞ্চিত এমূ-এ. পরীক্ষীয় উত্তীর্ণ হইয়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করিতে গিয়াছিলেন এবং সেখানে ইংরেজী সাহিত্যে ডবল ট্রাইপস পরীক্ষায় ১ম স্থান অধিকার করিয়াছিলেন । তিনি এক্ষণে লক্ষেী বিশ্ববিদ্যালয়ের রিডারের পদে নিযুক্ত আছেন। মধ্যম প্রতি মিঃ অমল সিদ্ধাপ্ত এম.এ, বি-টি. আমেরিকায় অধ্যয়ন করিতেছেন। কনিষ্ঠ ভ্রাতা শীমা বিমল সিদ্ধাপ্ত কলিকাত মেডিকেল কলেজের শেষ এমৃ-বি পরীক্ষা দিয়! জাগ্মেনিতে শিক্ষা করিতে যাইবার জন্য প্রস্তুত হইয়াছেন । বীরভূম জেলার মধ্যে এইরূপ স্বশিক্ষিত পরিবার অতি বিরল। অত্যন্ত দরিদ্রতার সহিত প্রবল সংগ্রাম করিয়াও নিজেদের চেষ্টা ও অধ্যবসায়-গুণে এইরূপ উচ্চ শিক্ষা পাইতে পারেন এইরূপ পরিচয় অতি বিরল। কুমারী পরিমলের অকাল মৃত্যুতে আমরা গভীর কুঃখ প্রকাশ করিতেছি । —বীরভূম-বাৰ্ত্ত। কলিকাতায় মেয়র ওঁ ডেপুটি মেয়র – কলিকাতার মিউনিসিপ্যাল মিটিংএ মিঃ সি, আর, দাশ মেয়র এবং মিঃ এইচ. এস. স্বহরাওয়াদী ডেপুটি মেয়র নির্বাচিত হইবার পর মিঃ দাশ কার্যা-তালিকা সম্বন্ধে যাহ। বলিয়াছিলেন, নিম্নে তাহ প্রকাশ করা হইল ।

  • কাৰ্য্য-তালিকা — অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দরিদ্রদিগের জন্ত বিনা পয়সীয় মেডিকেল সাহায্য থাটি ও সস্তা খাদ্য ও দুগ্ধ-পরবরাহ পরিষ্কার ও ময়লা জল অধিকপরিমাণে সৰ্ববরাহ বস্তী ও ভিড়ের মধ্যে ভাল স্বাস্থ্য-ব্যবস্থl. দরিদ্রদিগের জন্ত গৃহবাস-নিৰ্ম্মাণ সহরতলীগুলিয় উন্নতি-সাধন যাতায়াতের অধিক পরিমাণে * কম ব্যয়ে ভাল শাসনের ব্যবস্থা , , —মোসলেম হিতৈষী

(>) (२) (e) (e) (e) * (*) %. () (v) Ꮦ•) গ্রাঞ্জের স্বরূপ :-- AMAAA AAAA AAAA SAAAAA AAAA AAAA AAAA SAAAAAS తూణీ . . - --مسحس- -امه هگفق -اعی প্রবাসী—জ্যৈষ্ঠ, ల9) [ ২৪শ ভাগ; ১ম খণ্ড مایع ۳- اس. تح -- بجسته است.


- ---- ممد. مه -.-.. . ". م. م *

কলিকাতা কর্পোরেশনে স্বরাজের যে নমুনা প্রকাশিত হইয়াছে, তাহ অপূৰ্ব্ব এবং অতুল্য। স্বরাষ্ট্রীর কলিকাতার বোকা করদাতাদিগকে ভুলাইয়া অতিরিক্ত ভোটের জোরে অধিকাংশ কমিশনর পদ দখল করায় কৰূপোরেশনের বিশিষ্ট পদ এবং বিভিন্ন চাকুরী লইয়। তাঁহাদের মধ্যে বিষম কড়াকড়ি লাগিয়া গিয়ছে। ইহার অন্যদলের অভিজ্ঞ ও উপযুক্ত লোকদিগের দাবি অল্পমবদনে উপেক্ষা করিয়া নিতান্ত নিলর্জের মত কেবল নিজেদের দলের লোকদিগকে মেয়র, ডেপুটি মেয়র ও অন্ডারম্যান্‌ প্রভৃতি দায়িত্বপূর্ণ পদে নির্বাচন করিতেছে। কর্পোরেশনের চাকুরী-গুলিতেও ইহাদের শ্বেনদৃষ্টি পড়িয়াছে। ভিন্নদলের লোকদিগকে তাড়াইয়া কেমন করিয়া কেবল নিজেদের দলের অপোগণ্ডগুলিকে পোবা যায় ইহার সেজন্য অধীর ও উন্মত্ত হইয়া উঠিতেছে। র্যাহার স্বরাজী দলভুক্ত নহেন, তাহদের যেন এইসকল স্থানে কোনই দাবিদাওয়া বী অধিকার নাই। আবার এইসকল পদ ও চাকুরী লইয়া স্বরাজীদের নিজেদের মধ্যেও কামড়া-কামুড়ি হইতেছে । দল ভাঙ্গাভাঙ্গি চলিতেছে । “দাশ-শাসমল সংবাদই" একথার জ্বলন্ত প্রমাণ স্বরাজীরা যে কিরূপ প্রকৃতির লোক, এইসকল ব্যাপারেই তাহার সমাক পরিচয় পাওয়া যায় । ইহার যদি কখনো দেশের শাসন-যন্ত্র হতে পায়, তবে বোধ হয়, বিরুদ্ধ দলের কঁচি-মাথা দুই হাতে কাটিতেও কুষ্ঠিত হইবে না । দেশবাসী আর কতকাল ইহাদিগকে প্রশ্রয় দিয়া এইরূপ অনর্থ ঘটাইতে থাকিবে । —মোসলেম হিতৈষী নারী-নিৰ্য্যাতন— যে শ্রেণীর নারী-নিয্যাতনের কথা আজকাল প্রায় প্রত্যহই আমরা সংবাদপত্রে পাঠ করিতেছি, ইহা সে শ্রেণীর মহে ;– ইহা ভারতের কারাগারে,---একজন মহীয়সী মহিলার প্রতি কৰ্ত্তাদের হৃদয়হীন দুৰ্ব্ব্যবহার । আমরা যখন শুনিয়াছিলাম, পাঞ্জাবের প্রসিদ্ধ মহিলাকংগ্রেস-কৰ্ম্মী, ক্রীমতী পাৰ্ব্বতী দেবীকে এক বৎসর ৪ মাসের জন্ত কঠিন পরিশ্রমের সহিত কারাদও বিধান করা হইল, তখনও যেমন . আশ্চৰ্য্য হুই নষ্ট, এখন তিনি কারাগৃহে নিয্যতিত হইতেছেন শুনিয়াও তেমনি বিস্ময় প্রকাশ করিতেছি না । পৌরষ ভারতবর্ষ ছাড়িয়া গিয়াছে—আমাদেরও--শাসকগণেরও । যাহার ক্ষমতা ও শক্তির দৰ্পে নারীর প্রতি এমন কঠিন হইতে পারেন এবং যাহারা ইহা শুনিয়াও নিশ্চিন্তভাবে উপেক্ষা করিতে পারেন—তাহীদের মানসিক অধোগতি যুক্তি-তর্কের বাহিরে চলিয়া গিয়াছে। এ-সব বিষয় লইয়৷ ক্ষুব্ধ-অভিমানে আলোচনা করিতেও লজ্জা হয়। আমাদেরই একজন ভগ্না-আমাদের জন্তই কারাগারে। যে-আদর্শের সাধনায় তাহার এই দু:খ-ভোগ—সেই আদর্শকে আমরা অবজ্ঞায়, উপেক্ষায় নিতাই মলিন করিয়া ফেলিতেছি, একথা কি দিনান্তেও ভাবি ? ইহার সমুচিত উত্তর,--এই কাপুরুষোচিত দুৰ্ব্ব্যবহারের একমাত্র প্রতিকার—খন্দর পরিধান, অস্পৃষ্ঠতা পরিহার এবং কংগ্রেস-কেন্দ্রে সঙ্ঘবদ্ধ হওয়া —ইহা আমরা যতই ভুলিতেছি, আমাদের দুর্দশা ততই বাড়িয়া চলিয়াছে। দুর্দশাপন্ন ব্যক্তি যেমন নীরবে অপমান সহ করে, এই .দুর্ভাগ জাতির অবস্থাও অন্ধপ। —আনন্দবাজার পত্রিকা বগুড়ায় ভীষণ অল্পকষ্ট— গতপূর্ব বৎসর বগুড়ায় ভীষণ বস্তায়, উক্ত জেলার উত্তর-পশ্চিমাংশ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হইয়াছিল। গত দুই বৎসর যাবৎ উক্ত অঞ্চলের অধিবাসীবৃঙ্গ ফসল উৎপন্ন করিতে না পারায়, তাহারা ভীষণ কষ্টে দিম কাটাইতেছিল। অধুনা তাহাঙ্গের জার অল্প জুটিতেছে না ক্টোরে: نشانگاشماق شد . **** شعاشتسخگسس ، سخفاشته فساشت شسف- خانه تاسیس اعتشتیافتث- تخته أغشفضه بين f