পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—স্তার শঙ্করন নায়ারের শাস্তি 8Ꮌ☾ যায়। সেই সময় স্তার এও. ক্ৰেজার চীফ কমিশনার ছিলেন, ও তাহার পূর্ববিভাগের আওর সেক্রেটারী রাজেশ্বর মিত্র ছিলেন। ফ্রেজার সাহেব অসাধারণ উদারতার সহিত ছুর্ভিক্ষপীড়িত প্রজাদের রক্ষার জঙ্ক বিপুল আয়োজন করেন। সেই বন্দোবস্তের কুফল শীঘ্রই দেখা দিয়াছিল। মৃত্যুসংখ্যা সাধারণ সময় অপেক্ষ অতি সামান্তই বাড়িয়াছিল। আমি তখন সেন্টাল চ্যারিটেবল রিলীফ, কমিটির মেম্বর ছিলাম : রেভিনিউ মেম্বরও একজন মেম্বর ছিলেন। তিনি আমাকে ও ফ্রেজার সাহেবকে লক্ষ্য করিয়া একদিন বলিয়াছিলেন, যে, এরূপ বাহুল্যের সহিত সাহায্যদান কাৰ্য্য বিস্তার করিলে রাজভাণ্ডার শীঘ্রই পুস্ত হইবে। আমি তাহার উত্তর দিয়াছিলাম, যে, কাবুল যুদ্ধে লোক-বিনাশ জগু ভারতের কোটি কোটি টাকা অকাতরে খরচ হইয়াছে ! তাহাতে রাজকোষ শূন্ত হয় নাই। আর যাহাদের টাকাতে রাজকোষ পরিবর্জিত হয়, তাহদের আসন্ন বিপদে প্রাণ রক্ষার জন্ত যদি একটু বদান্যতা দেখান হয়, তাহ হইলে কি বড় দোষের বিষয় হইল ? আজিকার প্রসঙ্গের সহিত এই কথাবাৰ্ত্তার কোন বিশেষ সংশ্রব নাই। তবে ফ্রেজার সাহেবের বন্দোবস্ত কিরূপ উদারভাবে করা হইয়াছিল, তাহা ইহাতে প্রকাশ পাইতেছে। আর এই বন্দোবস্তে মিত্র মহাশয় ফ্রেঞ্জার সাহেবের একজন দক্ষিণহস্ত-স্বরূপ কৰ্ম্মচারী ছিলেন । তিনি, দিন নাই, রাত্রি নাই, কিরূপ অবিশ্রাপ্তভাবে পরিশ্রম করিয়াছিলেন, তাহার অনেকটা আভাস আমি পাইয়াছিলাম। কারণ, দুর্ভিক্ষনিবারণ-কল্পে খয়রাতী সাহায্যের সঙ্গে আমার কিছু সংশ্রব ছিল। আমার সঙ্গে ফ্রেজার সাহেবের ঘনিষ্ঠত ছিল । তিনি তাহার আণ্ডাবুসেক্রেটারী কিরূপ দক্ষতার সহিত একান্তমনে অকাতরে দুর্ভিক্ষ নিবারণ ব্যবস্থাতে তাহার সাহায্য করিয়াছিলেন, তাহ আমার নিকট কয়েকবার প্রকাশ করিয়াছিলেন।” বস্ব মহাশয় মধ্যপ্রদেশবাসী বাঙ্গালীদের সম্বন্ধে সাধারণভাবে যে নিম্নোদ্ধত মন্তব্য প্রকাশ করেন, তাহাতে বাঙ্গালীমাত্রেই তৃপ্ত হইবেন । “এমন জেলা অতি বিরল যেখানে দুই চারি জন বাঙ্গালী নাই। আর র্যাহারা আছেন তাহtদের মধ্যে অনেককে এদেশের লোকদের সঙ্গে একপ্রাণ হইয়া দেশের মঙ্গল কাৰ্য্যে যোগ দিতে দেখা যার। সৌভাগ্যক্রমে তাহার এখনও জীবিত আছেন, সেজন্ত তাহদের নাম দেওয়া বিধেয় মনে করি না। আপনারা অনেকেই উহাদের জানেন ও কেহ কেহ এই সভায় উপস্থিত আছেন । ও উtহারা কি কি কাজ করিয়াছেন, তাহাও আপনাদের অবিদিত নাই। সে জন্য বলিবারও প্রয়োজন নাই। তবে এতটুকু বলা অন্যায় মনে করি না, যে, যিনি যেখানেই আছেন, নিজ নিজ শক্তি ও স্ববিধা অনুযায়ী লোক-কল্যাণকর কার্ষ্যে যোগ দিয়া বাঙ্গালীর মুখোজল করিতেছেন ও বাঙ্গালী যে কেবল নিজ জাতির ও নিজ দেশের মঙ্গলের জন্য ব্যস্ত, এরূপ বলিবার পথ রাখিতেছেন না । জন্ম বটে তাহীদের বাঙ্গালায় কিন্তু নিখিল ভারত র্তাহীদের দেশ ও সাধারণ ভারতের মঙ্গল তাহদের মূল মন্ত্র।” বাঁকুড়ায় অগ্নিকাণ্ড গত ২০শে জ্যৈষ্ঠ তারিখে বাকুড়া সহরের “নুতন চটী” নামক পল্লীতে আগুন লাগিয়া ৭৯ (উনআশি) খানা বাড়ী পুড়িয়া গিয়াছে। জলের অভাবে এবং অতি ভয়ানক রোদের তাতে কেহ কিছু করিতে পারে নাই। জিনিষপত্রসহ সমুদয় ঘরবাড়ী ভস্মীভূত হইয়া গিয়াছে। ঐ পল্লীর এরূপ সৰ্ব্বনাশ আর কখনও হয় নাই। নিরাশ্রয় বিপন্ন লোকদের এখন রৌদ্রে, অন্নাভাবে, ও অন্ত নানা অভাবে কষ্টের অবধি নাই। সম্মুখে বর্ষ। তখন আবার বারিপাতে অন্তবিধ ছুঃখ তাহাদিগকে ভোগ করিতে হইবে । অতএব শীঘ্র বিপন্ন লোকগুলির, বিশেষতঃ শিশু ও স্ত্রীলোকগুলির, মাথা রাখিবার জায়গা করিয়া দেওয়া ও কিছু দিনের জন্য তাহাদের অন্নবস্ত্রের বন্দোবস্ত করিয়া দেওয়া একান্ত আবশ্যক। এইজন্য আমরা সৰ্ব্বসাধারণের দ্বারস্থ হইতেছি । যিনি যাহা দিবেন, বাবু স্বরেন্দ্রশশী গুপ্ত, স্কুলডাঙা, বাকুড়া, এই ঠিকানায় পাঠাইলে, তাহার নিশ্চিত সদ্ব্যয় হইবে জানিবেন। স্তারু শঙ্করন নায়ার ইংরেজীতে “গান্ধি ও অরাজকতা” নামক একখানা বহি লেখেন। তাহাতে মহাত্মা গান্ধীর খুব কড়া সমালোচনা ও নিন্দ ছিল । গবর্ণমেন্ট ঐ পুস্তক লিখিবার কিছু উপকরণ জোগাইয়াছিলেন, এবং প্রথম সংস্করণের বহিও অনেকখণ্ড কিনিয়াছিলেন। এই হিসাবে তাহাকে সরকারের খয়েরখ এবং বহিথানাকে আধাসরকারী বলা চলে। কিন্তু তাহ হইলে কি হয়, উহাতে স্যার মাইকেল ওডোআইয়ারের আমলে পঞ্চাবে ভীষণ অত্যাচারের ও বিভীষিকার বর্ণনা ও নিন্দ ছিল । তাহার জন্য স্যার মাইকেল বিলাতে তাহার নামে মানহানির নালিশ ও ক্ষতিপূরণের দাবী করেন। ম্যাককার্ডিনামক এক জজের নিকট বিচার হয়। বিচারের বৃত্তাস্ত রয়টারের তারের খবরে সংক্ষেপে জানা যাইতেছিল। যখন জজের রায় বাহির হয় নাই, কেবল সাক্ষ্য-গ্রহণ এবং উভয় পক্ষের কীেস্থলীর বাদামুবাদ চলিতেছিল, তখনই অহমান করিতে পারা গিয়াছিল, যে তার মাইকেলের জিত হইবে। কারণ, জজ বরাবরই বাদী-পক্ষের দিকে ঝোক দিয়া এমন সব প্রশ্ন ও মন্তব্য করিতেছিলেন, যে, যদি জজ ও উভয় পক্ষের কীেস্থলীর: