পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6-8 যে জন্মিতে পারে, ইংরেজ রাজত্বের পূৰ্ব্বে হিন্দুপ্রাধান্ত তাহার প্রমাণ । কিন্তু এই সমস্তাটির সমাধান ৰলের মূনাধিক্যতার উপর দাড় করাইতে চাই না। নারী-সম্বন্ধে সামাজিক আদর্শ যে-যে উপায়ে উন্নত হইতে পারে, সেইসব উপায় অবলম্বন করা শ্রেয় মনে করি। নারীর রক্ষার জন্য পুরুষের প্রাণপণ করেন, ইহাই প্রার্থনীয়। সৰ্ব্বপেক্ষা বাঞ্ছনীয় নারীদের আত্মরক্ষার ক্ষমতা-বৃদ্ধি । ' মুসলমানদের শাস্ত্র- ও সাহিত্য-সম্বন্ধে আমাদের জ্ঞান অতি সামান্ত। কিন্তু শিক্ষিত মুসলমানের, বিশেষতঃ শিক্ষিত মুসলমান মহিলার, নিশ্চয়ই তাহা হইতে নারীর প্রতি শ্রদ্ধাস্বচক উক্তি ও ঘটনা সংগ্ৰহ করিতে পরিবেন। ছত্ত্বজ্ঞদের কাজের সাফাই অন্বেষণ না করিয়া এইসকল উক্তি ও ঘটনার বহুলপ্রচার দ্বারা সামাজিক ও নৈতিক উন্নতি বিধানের চেষ্টা করিলে মুসলমান সাংবাদিকের স্বসম্প্রদায়ের ও স্বদেশের প্রকৃত কল্যাণ সাধন করিতে পারিবেন । ভূপালের বেগম সাহিবার একখানি উর্দু বহির ইংরেজী অম্বুবাদে প্রথম পড়িয়াছিলাম, যে, হজৱৎ মোহাম্মদের মতে স্বর্গ জননীর পদতলে । তাহার পর এই উক্তি “মিশকাত-উল-মসাৰীহ” নামক গ্রন্থের কোন কোন অংশের পাদরী গোল্ডস্যাকু কর্তৃক ইংরেজী অনুবাদে দেখিয়াছি । কিছুদিন পূর্বে পূর্ব-আফ্রিকায় আরবদিগের দ্বারা এক সভায় অভিনন্দিত হইয়া শ্ৰীমতী সরোজিনী নাইডু এই উক্তির উল্লেখ করিয়া নিজের মাতৃত্বের প্রতি মনোযোগ আকর্ষণ করেন। র্যাহাদের শাস্ত্রে মাতার এত সম্মান, মাতৃজাতির লাঞ্ছনা তাহাদের কাহারও দ্বারা হওয়া উচিত নয় । “মিশবপৎ-উল-মসাবহি”-পুস্তকের কয়েকটি উক্তির ইংরেজী অনুবাদ উদ্ধৃত করিতেছি। It is related from Jābir that, the prophet said, “Do not visit those women whose husbands are absent ; for verily-Satan circulates in every one of you like the circulation of blood.” We replicd, “And in thee also, Q Apostle of God?” He said, “And in me also, but God has aided me against him so that I am secure.”—At Tormidhi. প্রৰালী—শ্রাবণ, ১৩৩১ [ ૨ઇન છાન, કમ ૧૭ It is related from Abi Hurairah that, "The Apostle of God’ said, “A widow shall not be married until she be consulted ; and a virgin shall not be married until her consent be asked.” -Muslim, At Bukhari. আশুতোষের স্মৃতি-রক্ষা আশুতোষ মুখোপাধ্যায় মহাশয় যে-সব কাজ করিয়া গিয়াছেন, তাহাতেই তাহার স্থতি রক্ষিত হক্টৰে ৰটে। কিন্তু একথা ত প্রত্যেক বিখ্যাত লোকের পক্ষে সত্য । তথাপি অনেকের স্মৃতিরক্ষার নিষিক্ত নানা উপায় অবলম্বিত হইয়াছে। আশুতোষের জন্যও তাহ করা প্রয়োজন। এই উদ্দেশ্যে কলিকাতার সর্বসাধারণের সভায় বর্তমানের মহারাজাধিরাজকে সভাপতি করিয়া এক কমিটি নিযুক্ত হইয়াছে । কলিকাতাৰ এই সভায় সভাপতিরূপে লৰ্ড লিটন বলেন, যে, যে-সকল প্রতিষ্ঠান আশুতোষের স্থতিরক্ষা করিতে চান, তাহার তাহা পৃথক পৃথক্ না করিয়া একযোগে করিলে তাহার উপযোগী স্বারক কিছু করা যাইবে, নতুবা না যাইতেও পারে। ইহা ঠিক কথা। উচ্চ শিক্ষার জন্ত বিশ্ববিদ্যালয়েৱ যে পোষ্টগ্রাজুয়েট বিভাগ আছে, তাহারই সম্পর্কে কিছু করিম, জ্ঞানবিস্তার ও গবেষণার স্থবিধা করিয়া দিতে পারিলে তাহাই আণ্ডতোষের যোগ্যতম স্মারক হইবে । বিশ্ববিদ্যালয়কে সরকারী সাহাষ্যদান কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গত উপাধিঙ্গান সভায় লর্ড লিটন বলিয়াছেন, যে, বিশ্ববিদ্যালয়ের বজেটে যত টাকা ঘাটতি পড়িয়াছে, তাহ গবর্ণমেণ্ট দিবেন ; কেবল বিস্তারিত হিসাবের অপেক্ষ । গবর্ণমেন্ট, এই প্রতিশ্রুতি রক্ষা করিতে পারিলে এবং অপব্যয়-নিৰারণের বন্দোবস্ত বিশ্ববিদ্যালয় করিতে পারিলে, ইহাতে দেশের কল্যাণ হুইবে । গবর্ণমেন্ট এখনও এই টাকাটিমঞ্জুরীর জন্ত সপ্লিমেন্টারী ডিম্যাও বা প্রপূরক দাবীর অন্তভূক্ত করেন নাই। ভবিষ্যতে মখন করিবেন, তখন অসহযোগী নামে পরিচিত ব্যবস্থাপক সভার সভ্যেরা কি করেন, দ্রষ্টব্য। ঠাহীরা