পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ぐ。8 জলস্তস্থ-পাচ মাইল দূর হইতে ছবি তোল । নেব্রাঙ্গায় এইটি দেখা যায় ইহীর আগমন দেথা যায়। মার্চ, এপ্রিল এবং মেমাসেই ঘূীবায়ু বেণী দেখা যায়। অনেক পুস্তকে লেপ দেখা যায় যে, ভরা গরমে ঘূর্ণবায়ুর উৎপত্তি হয়, কিন্তু এপাণি ভুল। এই লেখার সঙ্গে যে কয়েকটি ঘূর্ণবায়ুর ছবি দেওবা হইল সব ক'টিই এপ্রিল অথবা মে মাসে হয়। ঘূর্ণবায়ুর তালিক-পুস্তক হইতেও দেখা যায় যে শতকরা ৮টি ঘূর্ণবায়ু বসন্ত কালেরই অব্যবহিত পরে হয়। পুঞ্জীভূত বৰ্ষণtথ মেঘ ভরিয়া যায়। বৃষ্টি হয়, এবং তার পর শিল্প পড়িতে গীরস্থ হয় । তার পর দেখা যায় কুষ্ণ-নীল মেঘ পাক gBB gg DBB BBDD KBB gkCC0 DD gBB BBBS BB S এ 1ং ভtহার পর হার ধ্বংসের লীল! ক্ষরিস্ত হয় । g শেষাবস্থা—নীচে স্তম্ভের শেষে ধুলার ঝড় দেখুন ঘূর্ণবায়ু খুব সকালে কিম্বা সন্ধ্যার দিকেই বেণীর ভাগ হয়। চীন ও আমেরিকার যুইলাষ্ট্ৰেই ইহার কথা বেশীর ভাগ শোনা যায় এবং মিসিসিপি উপত্যকাই ইহার প্রধান আজ্ঞ বলিলেও চলে। মিসিসিপি উপত্যকায় ঘূর্ণবায় হইবার পূৰ্ব্বেং কয়েকদিন বেশ গরম পড়ে। মাঝে মাঝে ভয়ানক ঝড় এবং বঙ্গনিৰ্ঘোষ হয়। বৃষ্টিও মাঝে মাঝে হয়। এই কয়েকটিই, ঘূর্ণবায়ু উঠিবার পুর্বলক্ষণ । সমস্ত আকাশ পোকাদের স্থাপত্য-বিদ্যা— । আমরা মানুষ যেমন করিয়া নানারকম ঘরবাড়ী নিৰ্ম্মাণ করিয়া বাস করিয়া থাকি, পোকামাকড়েবাও তেমনিভাবে তাহীদের সুবিধা এবং মনোমত ঘর বাড়ী তৈয়াব করিয়া লয়। এ-বিষয়ে তাহারা মানুষের নিকট হইতে কিছু ধীর করে নাই ।