পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টাইল্পলিঅন বোলতার বাস। রেশমী পুতার সাহায্যে ইহাকে গাছের ডালে সুবিধামত জায়গায় ফুলাইয় দেয়। এই গুটি উপর ইহার শত্রু পোকামাকড়েবা বসিবার বা দাড়াইবার কোন-প্রকার সুবিধা পায় না, কাজেই গুটির মধ্যেপ পোৰ নিশ্চিস্তে বাড়িতে থাকে। কলম্বিয় প্রদেশে প্রাপ্ত কাদার তে ভিমরুলের বাস দেখুন। এই বাসার মধ্যে নানা রঙে রঞ্জিত বহু ঠ থোপ আছে । এই-সমস্ত খোপে ভিমরুলের ডিম রক্ষিত হয় । এই কাঞ্জার বাসা দেখিলে ভিমরুলের আশ্চৰ্য্য বুদ্ধি এবং ধৈর্ঘ্যের পুলিচয় পাওয়া যায় । প্রবাসী—ভাদ্র, ১৩৩১ t [ ২৪শ ভাগ, ১ম খণ্ড আর-একটি বোলতার বাসা । এই বোলতার ইংরেজী Tryposeylon wasn. পোকাদের তৈরী বাসা এক বিচিত্র কারখা বাদাটির গড়ন দেখিলেই বুঝা যায়, ইহা দেখিতে কি চমৎকার शब्लद्र ! ७झे दांनां७ कांमांद्र ठ*ौ । cष-मभख cशांशंसि বোলতাদের বাচ্চ থাকে তাহার দেওয়ালগুলি কাদার তৈরী হই খুব পাৎলা কাগজ অপেক্ষীও পাৎলা। ছবিতে বাসাটিকে প্রায় চার বাড়ানো হইয়াছে। একরকম প্রজাপতির গুটি দেখুন। নানাপ্রকার শত্রু পে মাকড় হইতে নিজেকে রক্ষা করিবার জন্ত প্রজাপতি গুটিটিকে এ পাত হইতে ঝুলাইয় দেয় এবং আত্মরক্ষার জন্ত গুটির চারিদিকে এ জলের বেড়া বুনিয়া দেয়। ছবিতে গুটিকে বড় করিয়া দেখা श्ठेम्नप्क्क । 尊 বোলতার সারবণি আবাস-গৃহ। কলম্বিয় প্রদেশের এক জঙ্গলে । বাসাটিকে গাছের ডাল হইতে গুলি করিয়া ছিন্ন করিয়া মাটিতে যে হয়। এই বাসটির রং শাদ এবং পাপিয়ে মাশে’র মত শক্ত। বাস তিন ফুট লম্বী। বাসাটির গায়ে অজস্র কাগজের প্রকোষ্ঠ আে প্রকোষ্ঠগুলি সারি সারি করিয়া সুন্দরভাবে সাজানো আছে। এ রকম বাস কলম্বিয় প্রদেশের জঙ্গলের গাছের মাথায় পাওয়া যt একটি বাসতে লক্ষ লক্ষ বোলতার বাস । পাচ লক্ষ বৎসর আগেকার ফড়িং— বরফের তলায় বেচারীর চাপা পড়িয়া আছে, প্রায় পঞ্চাশ ল বছর ধরিয়া । এই ফড়িংগুলিকে মাউন্ট ওয়াইজের উত্তর দিt বরফের তলায় পাওয়া গিয়াছে। ফুড়িগুলি প্রায়ই স্তরে স্তরে জমূিঃ আছে । ফড়িংগুলিকে দেখিতে বর্তমান কালের ফড়িংদের মতইএকটু আধটু অমিল আছে। ইহারা হয়ত সেই বহু যুগ পূৰ্ব্বে এ পাহাড়ের নিকট দিয়া অন্ত কোন দেশে উড়িয়া যাইতেছিল, তার প কোনপ্রকারে বিষম ঝড়ের মুখে পড়িয়া এই বরফের পাহাড়ের উপ পড়িয়া যায় এবং বরফের চাপে পড়িয়া সেই সময় হইতে জমি আছে। মিস্ মার্গারেট লিও স্লে নামে একজন জঙ্গল-রক্ষ নারী এই ফড়িংদের অনেকগুলি নমুনা জোগাড় করিয়াছেন। ব কষ্ট সহ করিয়া এবং একটি বিপজ্জনক জমাট-হ্রদ পার হইয়া এ পাহাড়ের ধারে যাওয়া যায় । অপরাজিত পক্ষী— t মানুষ এরোপ্লেনে করিয়া পৃথিবীর চারিদিক্‌ ভ্রমণ করিতেছে কয়েকজন বিমানবীর আশ্চৰ্য্য-রকম দ্রুত বেগে সারা পৃখিবী বিমানে করিয়া টহল দিতেছেন । কিন্তু এত করিয়াও মানুষ পক্ষীকে গতিবেগে হার মানাইতে পারে নাই। উত্তর মেরুর কাছাকাছি দেশসমূহে একপ্রকার পক্ষী বাস করে। তাহারা প্রতিবৎসর তাহাদের ডিম পাড়িবার স্থান হইতে ২২,••• মাইল দূরের খাদ্যসংগ্রহের স্থানে যাঃ এবং আবার ফিরিয়া আসে। n