পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতের পুরুষ ও নারীদের চরিত্র ভারতবষের পুরুষ ও নারীদের কাহারও কোনই দোষ নাই, কিন্তু যে দোষ আমাদের তাহার। তাই মনে করে না । জাতিগত নহে, তাহ আমাদের চরিত্রে আরোপ করা উচিত নয়। লর্ড লিটন সম্প্রতি তাহা করিয়াছেন । ঢাকায় পুলিস্ কৰ্ম্মচারীদের সমক্ষে তিনি বলিয়াছেন – "The thing that has distressed one more than anything else since I came to India is to find that mer, hatred of authority “an drive Indian mell to indu'." Indian women to invent offences against their own honour merely to Il | )()lì Indian polieionneli.” তাৎপৰ্য্য। “ভারতীয় পুরুষেরা ভারতীয় নারীদিগকে তাহদের সতীত্বের বিরুদ্ধে মিথ্য। করিয়া অপরাধ উদ্ভাবন করিতে প্রবৃত্ত করে । কেবলমাত্র কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্বেষ ভারতীয় পুলিস কৰ্ম্মচারাদিগকে অপযশভাজন করিবার নিমিত্ত ভারতীয় পুরুষদিগকে এরূপ ব্যবহারে প্রবৃত্ত করে। আমার ভারত আগমনের পর ইহাই আমাকে সৰ্ব্বাপেক্ষা দুঃখ দিয়ছে ।" লর্ড লিটনের ভাষা ইষ্টতেই বুঝা যাইতেছে, যে, তিনি পতিত নারীদেব কথা বলেন নাই, গৃহস্থ-বাড়ীর মেয়েদের সম্বন্ধে এক্ট মন্তব্য প্রকাশ করিতেছেন । সুতরাং অসস্কোচে, কোনও দ্বিধা অনুভব না করিয়া, বল বাইতে পারে, ধে, এইরূপ কথা বলায় লর্ড লিটনের আচরণ নিন্দনীয় হইয়াছে । so - - gagمي নারীর চরিত্রে অসতীত্ব আরোপ সম্বন্ধে ভারতবর্ষের লোকদের সংক্ষোভ্যতা এত বেশী, ধে, তাহার আতিশয্য একটা দোষে পরিণত হইয়াছে । এরূপ ঘটনা বিস্তর ঘটে, ধে, নারী ধৰ্ষিত ও অপমানিত হইয়াও লোক-লঙ্কল বশতঃ তাহা প্রকাশ করেন না ; কখন কখন লাঞ্ছিত৷ নারীগণের পুরুষ আত্মীয়েরাও ঘটন। জানিয়াও তাহ 鬱 سمي استمة লোক-নিন্দার ভয়েচাপ দিয়া থাকেন, এবং এইজন্য দুবৃত্ত লোকদিগকে দণ্ডিত করিবার কোন চেষ্টা পৰ্য্যস্ত হইতে liring tlist-redit " ¡ ||||||||), I []), No | | | | | পারে না। দুবৃত্ত লোকে ভয়-প্রদর্শন ও বল-প্রয়োগ দ্বারা কোনও নারীর ধৰ্ম্মনাশ করিলে অনেক সময় তাহাকে তাহার আত্মীয়-স্বজন ও সমাজস্থ লোকেরা গৃহে স্থান তাহাতে কখন কখন তাহারা মুসলমান্স-• • সমাজের আশ্রয় গ্রহণ কবে, কথন ব! পাপ ব্যবসায় অবলম্বন করে । এই কারণে লাঞ্ছিত নারীদিগকে সমাজে স্থান দেওয়ার অনুকূলে সভা-সমিতিতে প্রস্তাব উপস্থাপিত ও গৃহীত হইয়াছে। দুরাত্মাদের দ্বারা নারীর লাঞ্ছন হইলে তাঙ্গার যথেষ্ট প্রমাণ পাওয়া অনেক সময় কঠিন হয় । চরমনাইরে এইরূপ অত্যাচারের অভিযোগ হওয়ায় তৎসম্বন্ধে অমুসন্ধান করিবার নিমিত্ত ষে বেসরকারী কমিটি নিযুক্ত হইয়াছিল, তাহার রিপোটে যথেষ্ট প্রমাণ সংগ্রন্থের এই বাধার উল্লেখ আছে । ইহা হইতে ভারতীয় পুরুষ ও নারীদের এ বিষয়ে মনের ভাব এবং এবিষয়ে লোকমত সহজেই অনুমিত হইবে। লর্ড, লিটনের সম্ভবত: এ বিষয়ে কোনই জ্ঞান নাই। সম্ভবতঃ সেই কারণেই তিনি এরূপ গৰ্হিত ও গুরুতর অবিবেচনার কাজ করিয়াছেন । কিন্তু যাহার যে বিষয়ে জ্ঞান নাই, সে বিষয়ে তাহার চুপ করিয়া থাকাই ভাল। এই হেতু যদি অজ্ঞতাই লর্ড লিটনের অপরাধের কারণ হয়, তাহ দেয় ন} | হইলেও তাহা মার্জনীয় নহে । সকল দেশেষ্ট ভদ্র-সমাজে পুরুষদের পক্ষে কোনও স্ত্রীলোকের মিথ্যা নিন্দ রটান কাপুরুযের কাজ বলিয়। বিবেচিত হয় ; কারণ নিন্দুককে স্বয়ং সমুচিত শাস্তি দেওয়া নানা কারণে স্ত্রীজাতির পক্ষে ঘটিয়া উঠে না। . আমাদের দেশে ত তাঙ্গা অসম্ভব । অধিকন্তু লজ্জার বিযয় এই, যে, আমাদের দাসত্ব-বশতঃ আমরাও লড লিটনের মত বাষ্ট্র ভূত্যকে পদচ্যত করিতে অসমর্থ । ইংলেণ্ডে স্বামী ও স্ত্রীর বিবাহ-বন্ধন আইন অনুসারে