পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাদেশিক আত্মকর্তৃত্ব ১৯১৯ সালের নূতন ভারতশাসন আইন-অহসারে সমগ্র ভারতে ৪ প্রদেশগুলিতে যেরূপ শাসন-প্রণালী প্রবৰ্ত্তিত হইয়াছে, তাহাতে ছোট-ছোট পরিবর্তন কিরূপ হইলে কাজের আরও স্ববিধা হয়, তদ্বিষয়ে অমুসন্ধান করিবার নিমিত্ত একটি কমিটি নিযুক্ত হয়। এই কমিটির সমক্ষে প্রদত্ত সাক্ষ্যে অনেকেই প্রাদেশিক আত্মকর্তৃত্ব চাহিতেছেন এবং অন্য অনেক-রকম পরিবর্তনের প্রয়োজন জানাইতেছেন । প্রাদেশিক আত্মকর্তৃত্ব যে দরকার তাহাতে সন্দেহ নাই। এই উপলক্ষ্যে অন্য-একটি বিষয়ের আলোচন৷ করা আবশ্যক। প্রাদেশিক আত্ম-কর্তৃত্ব না পাওয়া গেলেও এই বিষয়টি আলোচনা করিবার প্রয়োজন ছিল, এবং তাহী করা হইয়াছেও। বর্তমানে অনেকগুলি প্রদেশের সীমা যেরূপ আছে, তাহার পরিবর্তন আবশ্বক। উৎকলীয়ের অনেকদিন হইতে বলিয়া আসিতেছেন, যে, তাহাদের বাসভূমির কিয়দংশ বাংলা, কিয়দংশ মান্দ্রাজ, কিয়দংশ মধ্যপ্রদেশ ও কিয়দংশ বিহারের সহিত যুক্ত হইয়া আছে । তাহাতে র্তাযুদের সম্যক উন্নতি হইতে পারিতেছে না। র্তাহারা জ্ঞান ও শিক্ষা-বিস্তার, সাহিত্য, কৃষি, শিল্প, বাণিজ্য, প্রভৃতি কোন দিকেই উৎকলের উন্নতির জন্য আপনাদের সমবেত শক্তি প্রয়োগ করিতে পারিতেছেন না। তাহারা সৰ্ব্বত্র সংখময় নূ্যন বলিয়া কোন প্রদেশের গবর্ণমেণ্ট ই র্তাহাদের কথায় যথেষ্ট মন দেন না, স্বতরী, তস্থাদের প্রয়োজন সিদ্ধ হয় না। . বাংলা দেশের সীমার নিকট প্রাকৃতিক বঙ্গের যে সকল জেলা অবস্থিত, তাহার কোন-কোনটি অন্য কোনকোন প্রদেশের সহিত যুক্ত হইয়াছে। যেমন শ্ৰীহট্ট জেলা। বহুশতাব্দী ধরিয়৷ এই জেলায় বাংলা ভাষা প্রচলিত এবং ইহার অধিবাসীরা বাঙালী । কিন্তু ইহা আসামের অঙ্গীভূত, সম্প্রতি আসাম প্রাদেশিক ব্যবস্থাপক সভায় এই জেলাকে বঙ্গের অন্তভূত করিবার অমুকুলে এক প্রস্তাব ধার্য্য হইয়াছে । ংলার আর-একটি জেলার দৃষ্টান্ত লওয়া যাক । ১৯১১ সালের পূৰ্ব্বপৰ্য্যন্ত এই জেলা বাংলা প্রদেশের সহিত যুক্ত ছিল । এই ব্যবস্থা সকল দিক দিয়া স্বাভাবিক ও ন্যায়সঙ্গত ছিল । কেননা, ইহার অধিকাংশ অধিবাসী বাঙালী ও তাহাদের ভাষা বাংলা । প্রদেশগুলি আত্মকর্তৃত্ব পাইলে প্রত্যেক প্রদেশের লোকদের এখন যতটুকু ক্ষমতা আছে, তাহা বাড়িবে ; তাহারা প্রাদেশিক সকল রাষ্ট্রীয় ব্যাপারে কর্তা হুইবে । যে-যে প্রদেশে উৎকলীয়ের অল্প-অল্প করিয়া আছে, তথায় তাহাদের অসুবিধা বাড়িবে। মানভূমের মত বাঙালীপ্রধান জেলাকে বিহারের সঙ্গে যুক্ত রাখিলে, মানভূমবাসী বাঙালীদের অন্ধবিধা স্থায়ী করা হইবে। এইজন্ত, আমাদের মনে হয়, প্রাদেশিক আত্মকর্তৃত্বের ব্যবস্থা করিবার পূৰ্ব্বে সমগ্র ওড়িষ্যাকে একটি প্রদেশে পরিণত করা উচিত, বাংলা সীমাস্তবত্তী সব বাঙালী-প্রধান স্থানগুলিকে বাংলা-প্রদেশের সহিত যুক্ত করা উচিত, এবং ভারতবর্ষের আর যে-যে প্রদেশে এইরূপ পরিবর্তন আবশ্যক তাহ করা কৰ্ত্তব্য । ঘোড়দৌড়ের জুয়াখেলা, জুয়াখেলা আইন-অমুসারে দণ্ডনীয় অপরাধ। কিন্তু ঘোড়দৌড়ের জুয়াখেলা দণ্ডনীয় নহে। কারণ ইহাতে বড়লাট হইতে আরম্ভ করিয়া সব বড়-বড় রাজপুরুষ যোগ দিয়া থাকেন, এবং ইংলণ্ডের রাজা ও যুবরাজ এইরূপ খেলার মুরুব্বি । ঘোড়দৌড়ে আমাদের আপত্তি নাই, কিন্তু তৎসংক্রান্ত জুয়াখেলায় আপত্তি আছে।