পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ চাইলে তোমার যদি মান যায়, অন্যের জন্তে তোমাকেই ব। আমরা দিতে যাব কেন ?” বিমান কহিল, “বোঁদি, পুলির পায়েস একবাটি তোমার ঘরে নিয়ে রাখে গে, আমি যাচ্ছি।” ভ্রাতৃজায়া নিঃশবে উঠিয়৷ চলিয়া গেলে মাকে কহিল “ভেবেছিলাম, টাক চাইতে এসে তোমাদের কৃতাৰ্থ করব, কিন্তু দেখতে পাচ্ছি ভুল করেছিলাম। তুমি তাহলে বসে, কৰ্ত্তাকে আমার প্রণাম জানিযো –ওঘরটায় আর ঢুকৃতে চাইনে। বৌদি কি করছেন আর-একবার দেখে ঘরের ছেলে ঘরে ফিরে যাই ।” মা ফুপাইয়া কাদিয়া উঠিলেন। বলিলেন, “কৃতার্থই কর বাপু । কত টাকা চাস বল, আমি এনে দিচ্ছি। কি হবে আর ভোর ওপরে রাগ করে, দয়ামায়া ব’লে তোর শরীরে কিছু নেই সে আমি বেশ ভালো করেই জানি ।” দুশো টাকায় রফা হইয়া গেল। ছেলের হাতে নোটের তাড়া গুজিয়া দিয়া মা বলিলেন, “আমার দিব্যি রইল, এর সবটাই বিলিয়ে দিবিনে। আবার দরকার হলেই এসে চাইবি ।” বৌদি বলিলেন, “ওকি, সবটা না খেয়ে উঠছ যে ?” বিমান কহিল, "দাদা কখন এসে পড়বে, তার আগে তোমার ঘর থেকে বেরিয়ে পড়তে চাই, শেষটা তোমাকে নিয়েই গৃহবিরোধ স্বরু হয়ে যাকু সে আমি छाहे ना ।” বৌদি কহিলেন, “ৰুড়ে-মানুষকে নিয়ে রসিকতা করা আর কেন, ছোট একটি ই্যা বললেই ত ঘর-জালো-করা বে আসে, গৃহবিরোধ তাকে নিয়েই কোরো।” বিমান কহিল, “আসে নাকি, কই তা ত এতদিন কেউ বলনি।” বৌদি উঠিয়া গিয়া আয়নার দেরাজ হইতে তিনখানি ছবি বাহির করিয়া আনিলেন। দেবরের কোলের উপর সেগুলিকে ছুড়িয়া দিয়া কহিলেন, “জাহ, বলেছে কি আর ? তোমার বিয়ের ভাবনায় বাড়ীম্বন্ধ লোকের চোখে ঘুম নেই বলে। খান-পঢ়িশেক ছবির ভেতরে બરે তিনখানা আমি বেছে রেখেছি।" शृचण ృea বিমান ছবিগুলিকে একটির পর একটি তাড়াতাড়ি cशिङ्गा जङ्घैश्व! श्णिं, “cबौ,ि ८ज्ठाषांद्म ८छांश् चi८छ् তা বলতে হবে। দাদা আমার বিয়ের জন্যে খুব ব্যস্ত বুৰি ?” “সারাক্ষণ ত ঐ ভাবনাই ভাবছে।” o “তোমাকে নিয়ে কি বিষম ভয় পেয়েছে তাহলেই দেখো । আর দেরি করা নয়, আমি উঠি ” তাহার চাদরের প্রাভ মুঠি করিয়৷ চাপিয়া ধরিয়া বৌদি কহিলেন, “হ্যা, ন, কিছু-একটা না ব'লে কিছুতেই তুমি উঠতে পাবে না।” विबान झश्लि, “ना:, 'बि षांख ५ब्रः विशम् न। বাধিয়ে ছাড়বে না দেখছি। ঠিক এখখুনি দাদা এসে পড়লে কি কেলেঙ্কারীটা হবে বল দেখি ?" “সে আমি বুঝব। তুমি বিরে করবে কি না বল।” “প্রাণের দায়ে এরপর বলতে হচ্ছে, করব ।” “नडिा ?” “मृङिा ।” খপ করিয়া ছবিগুলিকে টানিয়া লইয়া বৌদি সহাস্তে কহিলেন, “কোনটিকে পছন্দ্ৰ শুনি ?” “তিনটিকেই ।”

  • ষে কোনো একজন হলেই চলবে ভ ?”

“উহু, তিনজনকেই চাই।” বৌদি রাগ করিয়া উঠিয়া পড়িলেন, বিমান হাসিতে शंनिरङ घब्र हहे८७ बांश्व्रि इहेब cनल । नब्रछाघ्र भैiफ़ॉहेब्र কহিল, “তিনজনকে সমান ভালো লেগেছে তার আমি করব কি ; সহজে ভালো লাগাতে যাবার ঐ ত বিপদ । ভাগ্যিস পচিশখান। ছবিই রাখোনি । তা তোমরা একবার ব’লে দেখই নাহয়, ওদের আপত্তি নাও হতে পারে। ছবি ত মান্বষেরই প্রতীক, তারও মর্ধ্যাদা কিছু কম নয়, সেগুলোর পচিশখান পেয়েছিলে, মানুষের বেলা তিনটিও পাবে না ?” ততক্ষণ অন্ধকার হইয়া গিয়াছে। স্বভদ্রকে এসময়ে ৰাড়ী পাইবে না জানিত, এসপ্লেনেভে নামিয়া ভবানীপুরের পথ ধরিল। দীপালোকিত একটা cशtां★जब्र गयूथ किडूचन कृषनां इहेबां नैफिाँऐब्र