পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ ছাত্রগণকে কিছু উপদেশ দেন। এই সন্মিলনীতে ভারতীয় মৃত্যগীতের ミの○8○ সৈন্ত বিভাগের স্কুলে গ্রিন্সিপালের পদ পাইয়াছিলেন। ভূতপূর্ব BBDD DDD DDBB BBB BB BBBD DDBB BB DDDDDDD DDD DD DBBB DS DDD DDD BB DD শ্ৰীমতী জোর মমতাজের নৃত্যে সকলেই মুগ্ধ হইয়াছিলেন। জাৰ্ম্মানীতে নাৎসি শাসন— a বিধ্বস্ত জাৰ্ম্মানীর আত্ম-প্রতিষ্ঠা লাভের চেষ্টায় নিরপেক্ষ ব্যক্তিমাত্রেরই সহানুভূতি আছে। নাৎসি দল যখন জাৰ্ম্মানীকে সংহত ও সবল করিবার জন্য আসরে নামিলেন তখন সকলেরই মনে আশার সঞ্চার হইয়াছিল। কিন্তু উদ্বেগু সাধনের জন্য এই দল সম্প্রতি যে পন্থী অবলম্বন করিয়াছেন তাহাতে সকলেই বিস্ময়াভিভূত হইয়াছেন। জাৰ্ম্মানীর আত্ম-প্রতিষ্ঠা লাভ প্রচেষ্টায় ইছদিগণ কিরূপে অন্তরায় হইতে পারে তাহ সাধারণ বৃদ্ধির অগম্য। হেয়ার হিটুলেয়ারের অধীনে নাৎসি দল জাৰ্ম্মান গবর্ণমেণ্টের কর্ণধার হইয়া ভপাকার সমগ্র ইহুদিদের উপর খড়গংস্ত হইয়াছেন । জাৰ্ম্মান গবর্ণমেণ্ট সরকারীভাবে এক দিনের জন্য ইহুদি-বর্জন নীতি অবলম্বন করিয়াছিলেন । এখন যদিও সরকারী নীতি বলবৎ নাই তথাপি সাধারণ লোকের ইহুদি-বর্জন নীতি অনুসরণ করিয়া চলিতেছে । যাহাতে ইহুদিদের সঙ্গে লোকের ব্যবসা-বাণিজ্য ন। করে, তাহীদের দোকান হইতে জিনিষপত্র ন৷ ক্রয় করে, সেইজন্য নাৎসিগণ দোকানের সম্মুখে ধর্ণ দিতেছে। ইতিমধ্যেই অনেক ইহুদির চাকুরি গিয়াছে, বড় ধড় ব্যবসা হইতে ইহুদিগণকে ছাড়াইল্লা দেওয়া হইতেছে, সৰ্ব্বোপরি আশ্চর্য্যের বিষয় এই যে, বিশ্ব-বিশ্রত বৈজ্ঞানিক আইনষ্টাইনকে পৰ্য্যন্ত ভিটা-ছাড়া হইতে হুইয়াছে। জাৰ্ম্মানীর ব্যাঙ্কে উপহার যে টাকা মজুত ছিল তাহাও বাজেয়াপ্ত হইয়াছে। আইনষ্টাইন এখন ব্রাসেল্স নগরে অবস্থান করিতেছেন। অতঃপর তিনি মার্কিণে নিউইয়র্কে বসবাস করিবেন এই তাহার সঙ্কল্প। তিনি জাৰ্ম্মানীর বৈজ্ঞানিক সমিতি হইতে নিজের নাম কাটাইয়াছেন। ইহুদিদের উপর অভ্যtচার আরম্ভ হইলে তাহার) দলে দলে জাৰ্ম্মানী ছাড়িয়া যাইতেছিল। এখন আর কোন ইহুদিকে ছাড়পত্রও দেওয়া হইতেছে না। জাৰ্ম্মানীতে ইহুদিদের ব্যবসা-বাণিজ্য বঙ্ক, চাকুরী নাই, অথচ তাহাদিগকে বিদেশেও যাইতে দেওয়া হইবে না। ভারতবর্ষ পরলোকে প্রবাসী বাঙালী – খগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গোয়ালিয়রের সর্বপ্রথম প্রবাসী বাঙালী রমেশচন্ত্র যন্দ্যোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র। তিনি গোরালিয়র হাইস্কুলে এন্টান্স পাস করির আগর সেন্ট জল কলেজে এফ এ ও বি.এ পাস করেন। গোয়ালিয়র সেক্রেটরিয়ট আপিসে কেরানীর কার্ঘ্যে প্রবেশ করেন এবং ক্রমে উন্নতি করিয়া মহারাজায় শক্ৰত করিয়। তাছাকে অকালে পেন্সন লইতে বাধ্য করেন। খগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি মিউনিসিপ্যালিটির অনারারি ম্যাজিষ্ট্রটের পদে কিছুকাল কাৰ্য্য করিয়াছিলেন । তিনি গত আষাঢ় মাসে দেহত্যাগ করিয়াছেন । এভারেষ্ট-পরিক্রম— বিমানপোতে এভারেষ্ট অভিযানের উদ্যোগ-আয়োজন গত কয়েক মাস হইতে চলিতেছিল । এবারকার অভিযানের নেতা লর্ড ক্লাইড স্ডেল। তাহার নেতৃত্বে সম্প্রতি এভারেই অভিধান সম্পন্ন হইয়াছে। এভারেই ২৯,০৭২ ফুট উচ্চ, এই দল বিমানপোতে ৩s,••• ফুট উচ্চে উঠিয়াছেন। বিমানপোত হইতে এভারেটের নানা চিত্ৰও তোলা হইয়াছে । ইহার পূৰ্ব্বে পায়ে ইটিয়া তিন যার এভারেষ্ট আরোহণের চেষ্ট হইয়াছিল। কিন্তু তিন বারই চেষ্টা বিফল হয়। রাটলেজ নামে একজন ইংরেজের নেতৃত্বে এইরূপ আরোহণের চেষ্টা পুনরার पञांब्रछ इऍब्रां८छ् ।