পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুজরাটী নাগর ব্রাহ্মণ C. I. 77.60 N. J. 75.47 দিয়া দক্ষিণাভিমুখী হইয়া চলিলেও মালাবারে পৌছে নাই, পূৰ্ব্বদিকে একটু ঘুরিয়া গিয়া তামিল নাড়ুতে চলিয়া গিয়াছে । সম্ভবতঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলেই ইহাদের অভিধান শেষ হইয়াছিল—পূৰ্ব্বোত্তর দিকের সমুদ্রতটে তেলুগুদের মধ্যে ইহাদের প্রভাব বিশেষ অনুভূত হয় না । উত্তরাপথে, পঞ্চাবে এবং বারাণসী পৰ্য্যস্ত গঙ্গাবিধৌত প্রদেশে এই জাতির অস্তিত্ব তেমন দেখা যায় না । অপর পক্ষে বিহার প্রদেশ হইতে দক্ষিণ-বাংলার দিকে যতই নামিয় আসা যায়, ততই এই গোল মাথাবিশিষ্ট জাতির লোক সংখ্যায় প্রবল হইয় উঠে । পূর্ব ও পশ্চিম ভারতে এই গোল মাখ। জাতির অস্তিত্বের ব্যাখ্যা করিতে গিয়া রিজলে সিদ্ধান্ত করেন ষে, পশ্চিমে শক এবং পূৰ্ব্বে মঙ্গোলীয় রক্তে ইহাদের উৎপত্তি। কিন্তু দাক্ষিণাত্যে শক-অভিধানের কোন ঐতিহাসিক প্রমাণ নাই। বাংলা দেশে মঙ্গোলীয় রক্তের ংষিশ্রণে এই জাতীয় মানবের উৎপত্তি ষে প্রমাণ করা ষায় না তাহা পূর্বেই দেখান গিয়াছে। কয়েক বৎসর পূৰ্ব্বে ‘ইণ্ডিয়ান স্থ্যান্টিকোয়ারী’ পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধে ডাঃ ভাণ্ডারকর এই সম্বন্ধে ७काँ नूडन बूङिब्र चवडाब्रना कब्रिबाइन । डिनि দেখাইয়াছেন যে, গুজরাটের নাগর ব্রাহ্মণ ও বাংলার कॉइन्ह णमां८छब्र कडकखलि श्रृंगदौ ७क ; cवघन-भिज, cषांव, बख्, नांनं, शांण देठTiनि । ७ चबझांच्च फेख्छ बiGiणेौन्च च7ांडि-बि८्बं গুজরাটী সাগর ব্রাহ্মণ C. I. 46.23 N. I. 6667 সম্প্রদায়ের মিল শুধু নামের পদবীতে, না দৈহিক গঠনেও, তাহা বিচার করা প্রয়োজন । রিজলের তত্ত্বাবধানে vবি. এ. গুপ্তে যে মাপ লন, তাহাতে দেখা যায়, ঐ নাগর ব্রাহ্মণদের গড়ে দৈর্ঘ্য ১৬৪৩ মিলিমিটার এৰং বাঙালী কায়স্থদের ১৬৩৬ মিলিমিটার—অর্থাৎ প্রভেদ মাত্র ৭ মিলিমিটার বা ও ইঞ্চি। নাগর ব্রাহ্মণদের মাথা ও নাকের অমুপাত যথাক্রমে ৭৯.৭ ও ৭৩.১–বাঙালী কায়স্থদের ৭৮.২ এবং ৭০.৩। স্বতরাং এই দুই শ্রেণীর লোকের প্রভেদটা বিশেষ উল্লেখযোগ্য নহে। আরও দেখা যায় যে, সংগৃহীত তথ্যে নাগর ব্রাহ্মণদের শতকরা ৬৩ জনের মাথা গোলাকৃতি, শতকরা ৫৩ জনের নাক দীর্ঘ ও উন্নত। বাঙালী কায়স্থদের মধ্যে শতকরা ৬• জনের মাথা গোলাকৃতি এবং শতকরা ৭১ জনের নাসিক দীর্ঘ ও উন্নত । গুজরাট, বোম্বাই ও বাংলার এইরূপ লোকের মধ্যে দৈহিক ও কৃষ্টিগত সাদৃশ্যের অর্থ তাহাজের জাতিগত ঐক্য। রিজলে যদি বাংলার সীমান্তৰালী মঙ্গোলীয় লোকদের সহিত ইহাঙ্গের তুলনামূলক আলোচনা कब्रि८ङन ७श्वर प्रथा थ८म८*ब्र ख्छिब्र निब्रा «थॉछ e পাশ্চাত্য ভারতের গোল-মাখা অধিবাসীদের মধ্যে একটি যোগস্থত্র কল্পনা করিতেন, তিনিও এই সিদ্ধান্তে উপনীত হইতেন। কথাটার একটু বিস্তৃত আলোচনা थ८बाजुन । ’