পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪১২ SనD8C) orг. میbl

o

o § o . s o

م লংগদাদ । কাধিমেন মসজিদের স্বারপথ জেমালি, এম-এ, পি-এইচ-ডি। প্রথম জন আভ্যন্তরীন বিভাগের মন্ত্রীর সহকারী. দ্বিতীয় জন শিক্ষাবিভাগের উচ্চপদস্থ কৰ্ম্মচারী। এদের উৎসাহে এবং ইব্রাহিম বেগের বিশেষ চেষ্টায় কবির নিমন্ত্রণের ব্যাপার ঘটে । এই নিমন্ত্রণের বিশেষ আয়োজনের মধ্যে বাগদাদ সাহিত্যিকদিগের তরফ থেকে কবিকে অভিনন্দন, ইরাকের শিক্ষক-সমিতি কর্তৃক বিরাট সান্ধাভোজন. অভিনন্দন ইত্যাদি, নৃপতি ফৈজলের উদ্যান-প্রাসাদে রাজার সহিত চা পান, রাজপ্রাসাদে সান্ধ্যভোজন, কাধিমেনের বেদুঈন সর্দার শেখ মুহাইল ( বেনিটামানি) কর্তৃক বেদুঈন ধরণের অভ্যর্থন-মধ্যাহ্ন, ভোজন ইত্যাদি, এই সকল অনুষ্ঠান হয়। কবি অনুস্থ হয়ে পড়ায় অন্ত অনেক ব্যবস্থা শেষ পর্য্যন্ত কাৰ্য্যে পরিণত হয়নি । বাগদাদের ভারতীয় সভা কবিকে অভিনন্দন দেন এবং শাবেন্দার নামে এক সন্ধান্ত আরব একদিন টাইগ্রীস ফুলে বাগানে নৃত্যগীতের ব্যবস্থা করেছিলেন। সাহিত্য-সন্মিলন শহরের এক স্বন্দর উদ্যানে করা হয়। এখানে দেখলাম মেয়ে-পুরুষ দুই-ই উপস্থিত, যা পারস্যে কোনও প্রকাশ্য সাধারণ ব্যাপারে দেখিনি— -তবে, আমাদের দেশেরই মত, দু-দলের বসবার জায়গা আলাদা। মেয়েদের অধিকাংশই ইয়োরোপীয় বেশে, কেবল একটি প্রৌঢ়া এবং একটি তরুণী দেশের পোষাকে ( জুতা বাদে ), সেই কালো পারসীক চাদরে মাথা থেকে কোমর পর্য্যন্ত ঢেকে এসে বসলেন। কালো চাদরটায় পারসীক বাপ লাগান ছিল না বলে অনেকটা ভাল দেখতে হয়েছিল। বসবার পর প্রৌঢ় চাদর খুলে রেখে বসলেন, তরুণীও মুখ খুললেন কিন্তু চাদরটা রয়ে গেল, কেউ তার দিকে তাকাচ্ছে দেখলেই তিনি তাই দিয়ে অর্ধেক মুখ ঢাকতে লাগলেন। দুজনেরই মুখ নাক চোখ চিবুক নিখুঁত রেখায় গঠিত, বিশেষত বৃদ্ধার প্রশান্ত স্বধৃঢ় গৌরমুখকান্তিতে আভিজাত্যের সকল চিহ্নই ছিল, তরুণীর মুখ অনেক কোমল, কালো চোখের দৃষ্টিও তরল। অনেক বক্তৃতা, দুটি কবিতা (ইরাকের দুই শ্রেষ্ঠ কবি নিজেরাই পড়লেন ) হ’ল, কবি “দুঃসময় আবৃত্তি