পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চশস্য প্রাণিজগতে মৈত্রী – আমাদের দেশে বাঘে গরীতে এক্ষত্রে জল পাওয়ার প্রবাদ আছে । কিন্তু সে কোন প্রবল প্রতাপ শাসকের ভয়ে । শাসন ও ভয় ছাড়াও যে প্রাণিজগতে সামাজিকতা আছে তাহার সংবাদ প্রোণিতত্ত্ববিদদের সৃজনা ন হইলেণ্ড সাধারণ লোকের হয়ত জানা নষ্টি । কিন্তু দলবদ্ধ হইয়া বাস ও পরম্পরের সাহায্য ভিন্ন অন্য রকমের মৈত্রীও পশুপক্ষীদের মধ্যে মাঝে মাঝে দেখা যায় । খাদ্যপাদক সম্পৰ্ক থাকায় এবং অন্ত কারণে জীবজগতে কতকগুলি জস্তুর সহিত অন্ত কতকগুলি জন্তুর জন্মগত শক্রতা থাকে । কিন্তু স্ববস্তাবিশেলে এই সকল জস্তুরাও পরস্পরের প্রতি বিদ্বেষ ভুলিয়া যাইতে পারে। জাপানের ‘অলিহি?াফ" নামক পত্রিকায় প্রকাশিত কয়েকটি চিত্রে এই বিষয়টর সাতিশয় কৌতুহল বহু কতকগুলি দৃষ্টাস্ত পাওয়া যায়। এই চিত্রগুলির কয়েকট এই সঙ্গে প্রকাশিত হইল । একটি ধাচায় আবদ্ধ শূকর ও বাদর । বঁiদরগুলিকে পিঠে চড়িতে দিতে শূকরের কিছুমাত্র আপত্তি নাই এক বাসায় সাপ ও ইগুর ; সাপ ইদুরের ভক্ষক ও মহাশঞ, অথচ এই ইছরগুলি একটি প্রকাণ্ড সাপের বাসার আলাগোনা, করিতে কিছুমাত্র ভীত হইতেছে না