পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وقامو8 ఏOBO চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় দেখিবার মত জীবজন্তরকতগ্রনেতা এইসব বাবা দেখিলে জনালেই মধ্যে উত্তর-দেশীয় মেরুপ্রদেশস্থিত ভালুক, পাখী, সিন্ধুঘোটক ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। গ্রীষ্মপ্রধান দেশীয় জীবজন্তুদের মধ্যে সাপ ও নানা প্রকার বানর ছাড়া ব্যাঘ্র সিংহ প্রভৃতি সুইডেনের প্রসিদ্ধ স্কেটিং খেলোয়াড় শ্ৰীমতী ভিভিআলু হলটেন্‌ হিংস্ৰ জন্তু একেবারেই নাই। এর কারণ, সেইখানকার আবহাওয়ায় ঐ সকল জন্তু বেশী দিন বঁাচিতে পারে না। অন্ত সকল ভ্রষ্টব্য বস্তুর মধ্যে ষ্টকহলমের জনসাধারণের পুস্তকাগার ও পাঠাগারটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পাঠাগারের একটি অংশ ছোট শিশুদের জন্য ; ইহাতে নানা প্রকারের বই শিশুদের খেলার উপযোগী নানা যন্ত্রপাতি রহিয়াছে। দুই শত বা ততোধিক শিশুকে একসঙ্গে এই লাইব্রেরী বই ধার দেওয়া, বসিয়া পড়িবার বই বা খেলার সাজসরঞ্জাম যোগাইতে পারে। সাধারণত শিশুদের সঙ্গে অহাদের মায়েরাও সেখানে গিয়া এদের সঙ্গে থাকেন। এই সব ব্যবস্থা একেবারে আধুনিক। একটা জাতির সমস্ত দিক গুড়িয়া তুলিতে শিশুদের জাতীয়ভাবে সৰ্ব্বাঙ্গীন যত্ন করা ষে হৃদয়ঙ্গম করা যায় । ষ্টকহলমের নোবেল প্রাসাদ ও কনসার্ট হলটিও উল্লেখ ষ্টকহলমে বিজ্ঞান-মন্দিরে বৈজ্ঞানিকদের মন্ত্রণাকক্ষ (একাডেমি অফ সায়েন্স) যোগ্য। নোবেল প্রাসাদটি উক্ত একাডেমীর জন্য তৈরি হইয়াছে। কনসার্ট হলটি খুব আধুনিক ও বৈজ্ঞানিক প্রণালীতে এমনভাবে তৈরি যে, পাচ-ছয় হাজার লোক অনায়াসে তাহাতে বসিতে পারে, এবং বক্তার বক্তব্য সকলেই স্পষ্ট ষ্টকহলমের প্রসিদ্ধ কনসটি হল, এখানে তিৰংগয় । cनाक्ल यांश्ब विछद्रगौ गणकनं শুনিতে পারে। এই কনসার্ট হলেই প্রতি বৎসর নোবেল প্রাইজ বিতরণ-সভা বসে। ১৯২৯ সনে যখন নাইজেন লেখিকা ঐযুক্ত সিগ্রিড স্টনসেট নোবেল প্রাইজ পান, সেই বৎসরে আমিও ঘটনাক্রমে সেখানে উপস্থিত ছিলাম। সেই সময় প্রথম কাল ফেলং মহাশয়ের সঙ্গে পরিচয় ঘটে। পর বৎসর ঐযুক্ত রমন যখন নোবেল প্রাইজ গ্রহণ