পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*# *- :, ... • * . . " - . هي 5 ت سنية - .组 to * * - W لیہہ - गचिरद्रब कण चाब्रल श्-श्य ७क्न नमा शणलांब्रनाफांब দিকে এক তুমুল কাও বাধিয়া গেল। প্রাণনাথ হালয়ের ऋष ठांब्र खगडिजांड cजाॉङि शंजनां८ब्रब्र थानक बिन शब्रिब्र একটা জমি লইয়া বিবাদ চলিতেছিল। সেদিন সকালে গ্রামে রাষ্ট্র হইয়া গেল যে, দুই দলই সর্দার অনিয় জমায়েৎ করিয়াছে এবং সন্ধ্যার পূর্বেই দাঙ্গা বাধিবে। স্বরেশ আগের দিন রাত্রে রাজমিস্ত্রী সংগ্রহের জন্ত জেলায় গিয়াছে। ঐ দিন সন্ধ্যায় সে চন্দনপাড়ায় ফিরিল। বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই কথাটা তাহার কানে উঠিল। সে ছুটিয়া হালদারপাড়ার দিকে গেল । হালদারপাড়ার কাছাকাছি পৌছিতেই স্বরেশ ব্যাপারটার গুরুত্ব ও বীভৎসত প্রত্যক্ষ করিয়া শিহুরিয়া উঠিল। লাঠির শব্দে আর মামুষের চীৎকারে কান পাতা যায় না। মশালের আলোয় মনে হয় যেন সমস্ত গ্রামে আগুন ধরিয়া গিয়াছে । দ্বিশতাধিক মানুষ মৃত্যুর উৎসবে মাতিয়া উঠিয়াছে এবং জীবনের মূল্য যে কিছুই নহে তাহাই যেন লাঠির আগায় প্রমাণ করিতে লাগিয়া গিয়াছে। প্রাণনাথ দাঙ্গাস্থলের একটু দূরে ছিলেন, স্বরেশ চুটিয় গিয়া তাহার পা জড়াইয়া ধরিল,—সৰ্ব্বনাশ কছেন, এখনও খামুন। * go প্রাণনাথ হালদার দাত খিচাইয়া উঠিলেন,—এ তোমার বাইবেলপড়া বুদ্ধি নয় স্বরেশ, আমাদের জমিদারী চালিয়ে খেতে হয়, যাও, বাড়ি যাও । স্বরেশ মরিয়া হইয়া বলিল,—আপনাদের থামতেই হবে। প্রাণনাথ নীরস ভাবে বলিলেন,—হুকুম দিয়েছি, এখন থামাবার সাধ্য আমার বাবারও নেই। তোমার ক্ষমতা থাকে থামাও । স্বরেশ ছুটিয়া হরিনাথের কাছে গেল। হরিনাথ বলিলেন— ক্ষেপেছ তুমি, ওর ভেতর গিয়ে থামাতে হ’লে মাথার চাদি বটপাত হয়ে আকাশে উড়বে। পুলিসে খবর দিয়েছি। —পুলিস ? স্বরেশ চমকিয় উঠিল। নীরসভাবে হরিনাথ উত্তর দিলেন--আসবে বইকি ! देश८ब्रछ ब्रांजरु नग्न ? হরিনাথ মিথ্যা কথা বলেন নাই, পরের দিন বেলা দশটার नका नाछुट्नब शनषtः श्रूनिगद्र cनोक चानिक चिकिण । च्नडिविणररहे उनल चाब्रछ रहेण । उषन नर्करबब कैমাথা আর ইনাম লইয়া সরিয়া পড়িয়াছে। পুলি ৰাজাকারী সন্দেহে কয়েক জন লোককে গ্রেপ্তার করিল। দাদাস্থলে ইন্সপেক্টর একখানি নাম-লেখা লিলকের রুমাল কুড়াইয়া পাইলেন। রুমালের কোনে নাম পড়িয়া জিজ্ঞাসা করিলেন,— “স্বরেশ কে ?” সন্ধান মিলিতে বিলম্ব হইল না। জ্যোতি হালদারের দলের লোকেরা মুরেশের উপর সন্তুষ্ট ছিল না। তাহার সাক্ষ্য দিল যে, স্বরেশও ও-পক্ষের হইয়া লড়িাছে এবং এনায়েং আলি বলিল যে, সে হাট হইতে ফিরিবার সময় স্বরেশ বাবুকে মোট বাশের লাঠি লইয়া এইদিকে ছুটিয়া আসিতে দেখিয়াছে। দাঙ্গাকারীদের সহিত জয়েশও চালান হইল । কোটে কিন্তু স্বরেশের বিরুদ্ধে সাক্ষীরা টিকিল না। মাসখানেক ধরিয়া বিচার চলিবার পর সে মুক্তি পাইল । কোর্ট হইতে বাহির হুইবার সময় নীতীশ পিছন হইতে ডাকিল,—স্বরেশ । নীতীশ মুরেশের বাল্যবন্ধু, ল’ পাস করিয়া এই কোটে প্র্যাকটিস করিতেছে। বলিতে গেলে তাহার তদ্বিয়েই স্বরেশ মুক্তি পাষ্টয়াছে। - নীতীশ বলিল,— এখন করতে চাও কি ? সুরেশ বলিল, আমি ওদের মাতুয করতে চাই। শিক্ষার অভাবই ওদের দিনের পর দিন জঘন্য করে তুলেছে। নীতীশ বলিল,—সৰ্ব্বনাশ, তুমি কি ক্ষেপেছ ? শিক্ষা দিয়ে মানুষ করবে কাকে, শিক্ষা পায়নি তাই রক্ষে । এর ওপর যদি তুমি ওদের শিক্ষিত করতে চাও, ত ওরা যে কি ভয়ানক হয়ে উঠবে ত ক্রিমিনোলজী পড়া আমরাও ঠাউরে উঠতে পারব না । সুরেশ হতাশ ভাবে বলিল—তাহলে তুমি কি করতে বল ? नैौउँौल बलिण-erनब्र छछ किडू न । मम वाटनग्न ७छ ময়লা তাদের জন্ত বাইরের জঙ্গল কেটে আর পাক পরিষ্কার করে কতটুকু তুমি পৃথিবীর উপকার করবে ? বরং এদের সুখ-স্বাচ্ছদ্য যদি বাড়িয়ে দাও ত এরা নিশ্চিত্ত মনে জারও এই সব দিকে মন দিতে পারবে ! তার চেয়ে যদি পরে ত ওদের