পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१छ३ খলিল, “একটা অশের মত দেখা যাচ্ছে, এখনও কিছু বোধ বাচ্ছে না " এই বলিয়া বাহিরের ঘরে গেল। তখন বেলা প্রায় সাতটা। - ५क गरब्र नाना क्रबर বই হাতে করিয়া আসিয়া বলিল,—“নীয়, কিশোর তোৰে এই কয়খানা মাসিক পত্রিকা দিতে এসেছে। তাকে ডাকবে ?” আমার যেন মনে इहेल, কিশোর , তাহার কটি গল্প বৈজয়ী পত্রিকায় বাছির হইয়াছে, সেগুলি আমাকে পড়িতে দিবে। আমি বলিলাম, “দেখা করবার দরকার কি ?" পরক্ষণেই ভাৰিয়া বলিলাম, “আচ্ছ, তাকে ডাকে, স্বাৰে দেখাই, তিনি ত ডাক্তারী পড়েন ।” কিশোর দাদার সঙ্গে আসিল। আমি একটু মৃদ্ধ হাসিয়া তাহাকে বলিলাম, “এত সকালেই বই নিয়ে এসেছেন ? আপনার বুৰি এজন্য রাত্রে ঘুম হয় নি?” কিশোর হাসিয়া বলিল,-“আমি সকালেই কলেজে যাব, সেজন্ত এখনই বই নিয়ে এসেছি। আমার লেখা কয়টি পড়ে দেখবেন ও আপনার কেমন লাগে অকপট চিত্তে বলবেন। আচ্ছা, তবে এখন আসি, নমস্কার ।” vefn RfssvifN,—“ নমস্কার করে বসলেন, একটু সৰুর করুন। আপনি ত ডাক্তার, আপনাকে একটু কাজে লাগাচ্ছি। মার পিঠে কি রকম একটা যন্ত্রণা হয়েছে, আপনি দয়া করে একটু দেখবেন ?” কিশোর বলিল,—“আমি ত এখনও ডাক্তার হইনি, হুৰু ভাজার। উকে দেখবে সে আর বেশী কথা ৰি-চলুন দেখে জাসি ” - দেখিল। বেদনার স্থান হাত দিয়া টিপিয়া দেখিয়া বলিল— “८क्कन रजनीं शमरछ, cबाष श्ञ একটা ফোড়ী-টোড়া কিছু বেরোবে। এখন একটু টিচার আইওডিন লাগিয়ে দিন, ঘরে আছে ত?” ." আমি বলিলাম, “না।” তখন কিশোর দাদাকে বলিল, “জয়ৰাবাৰু, আপনি আমার সঙ্গে আম্বন, আমার বাসা এই কাছেই আমি থাকি। যখন কোন প্রয়োজন হয় আমাকে जानrण अकbe इलैड दरवन न " "ষ্ট্রে नान्न बिंनिः गtब्रहे बांना उबरनरेश थानिव बनिन, “কিশোর বাবু খুব কাছেই থাকে, ঐ রাস্তার ধারে। বাসাট বেশ। তার দোতলার ঘরটিতে সে একলাই থাকে, স্বরটি বেশ সাজানো। তার ঘরে নানারকম ওষুধপত্র আছে।” পিঠে ঔষধ লাগাইয়া দিলাম। কিন্তু মা’র পিঠের যন্ত্রণা কমিল না, রাত্রে আরও বাড়িল এবং সেই সঙ্গে জর হইল । আমি কাছে বসিয়াছিলাম, মা একটুও ঘুমাইতে পারিলেন না, কেবল ছটফট করিয়া কাটাইলেন। রাত্রি ভোর হইলে আমি দাদাকে কিশোরের নিকট পাঠাইলাম। কিশোর তখনই আসিয়া মায়ের অবস্থা দেখিয়া বলিল—“আমি যা সন্দেহ ছিলাম, তাই বোধ হয় হবে। আমি কারবাঙ্কল হওয়ার আশঙ্কা করছি। একজন ডাক্তার দেখালে ভাল হয়। যদি বলেন ত আমাদের কলেজের হাউস-সার্জন স্বরথ বাবুকে এনে দেখাতে পারি। আমি ডেকে আনলে চার টাকা ফি দিলেই চলবে।” দাদা ও আমি এ-কথা শুনিয়া বিচলিত হইলাম। দাদা বলিল—“ডা আপনি যা ভাল মনে করেন তাই করুন, কিশোর বাৰু। আপনার এসব বিষয়ে অনেক জানা-শুনা আছে । ডাক্তার কখন আসবেন ? আমি কি তবে কলেজে যাওয়া বন্ধ করব ?” কিশোর বলিল,—“আমি এখনই কলেজে যাচ্ছি, এগারটার সময় আমি স্বরথ বাবুকে সঙ্গে করে নিয়ে আসব। আপনার একজন থাকলেই চলবে।" এই বলিয়া কিশোর বাৰু বাহির হইল। দাদাৰে কলেজে যাইতে দিয়া আমিই মা’র কাছে রছিলাম। প্রমীলাও সময় সময় আসিয়া বসিতে লাগিল । टैिंक ७शांब्रüीब्र णमब क्रिलांब्र छांख्गंब्रटक ऋण बहेब “এট श्कल्, cगरे छछहे जब रुकई ? চিন্তার কোন কারণ নেই।” এই বলিয়া তিনি একটা সক্রিপশন লিখি কিশোরের হতে দিয়া বলিলে"এই প্রলেপটা লাগাতে হবে, আর এই ចក្រ दरष। क् िब्रक्ष परिकन चांकाक बनाहब " , -