পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা 1 ^^^^^^ এই-সব বাড়ীতে বিশ্রাম করতে করতে সহরের দিকে অগ্রসর হতে লাগলেন । সহরের কাছে গিয়ে তাদের কয়েক দিন অপেক্ষা করতে হয়েছিল । কারণ, উারা যেদিন সেখানে গিয়ে উপস্থিত হ’লেন, সে দিনটা নাকি তেমন শুভদিন ছিল না। বৌদ্ধ পুরোহিতেরা গুণে ঠিক কবৃলেন যে, ৯ই অক্টোবর তারিখ তীরে অবতরণ করবার পক্ষে শুভদিন, ঠিক হ’ল ফরাসী দূত এবং তার দলবল সেইদিনই স্যামরাজ্যের রাজধানীতে পদার্পণ করবেন। এই মিশনের মধ্যে ফ্রান্স থেকে কোন কবি আসেন নি বটে, কিন্তু কবি না হ’লেও তারা সকলেই শ্বামের গ্রাম ও তার প্রাকৃতিক শোভা দেখে একেবারে মুগ্ধ হ’য়ে গিয়েছিল । শুদ্ধ প্রrরুতিক দুষ্ঠ নয়, সঙ্গরের বড় বড় পাগোড় আর বৌদ্ধ পুরোহিতদের সাজসজ্জ এব উংসবের আমোদ-প্রমোদ, সবই তাদের চোখে একটা নূতনত্ব জাগিয়ে তুলেছিল । AeSAM AeM MeSAAAAAAASAAAAS AAAAAMSMAeeSAeAMS ఉ পূৰ্ব্বেষ্ট বলা হয়েছে যে, শুiমরাজ বছরে একবার মাত্র সাধারণের কাছে দেখা দিতেন । তার প্রাসাদ ও তার চারপাশে খানিকট নিয়ে রাজার জন্য একটি সষ্টর তৈরি করা হয়েছিল । এই সহরের চারদিক প্রাচীর বেষ্টিত ছিল । অত্যন্ত জরুরী কাজ ন পড়লে থাস রাজার সঙ্গরে বাইরের কারে প্রবেশাধিকার ছিল ন! । ১৪ই অক্টোবর তারিখে ফ্রান্সের দূত শোসেকে পাজার পাস সহরে প্রধান দরজার কাছেই একটা বাড়ীতে নিয়ে গিয়ে রাগ। হয় । তখনে। রাজার দেপ। দেবার সময় হয় নি, কাজেক্ট ফরাসী দৃতের বিশ্রামের জন্য আগে থাকৃতেঙ্গ সেখানে {| হয়েছিল। ইতিমধ্যে ফরাসী দুতকে কি ভাবে রাজ দরবারে হাজির করা হবে, এবং গিয়ে তাকে সেপালে দরবারের কোন কোন কয়েদ মেনে চলতে হবে, তাই নিয়ে আলোচনা চলতে লাগল। এই সময় শুম-রাজার দরবারে কনস্তার্তা। ফালকোন নামে একজন ইউরোপীয় কৰ্ম্মচারী ছিলেন । তিনি ইতিহাসে ম্যসিয় কনস্তাস্ নামে খ্যাত । এষ্ট পাকটির চরিত্র সম্বন্ধে অনেকে অনেক কথা বলেছেন । কউ বলেছেন ধে, তার মত ধৰ্ম্মিক, বিশ্বাসী, প্র ভুভক্ত একটা বাড়ী তৈরি করে শ্বামরাজ্যে ফরাসী দৌত্য సిరీ AAMMAMMMMAMAMAM MMMeAMASAMMeeAAA AAAASASASS تخته ها লোক দেখতে পাওয়া যায় না। কেউবা বলেছেন যে, তিনি যেমনি ভণ্ড তেমনি অবিশ্বাসী ও বঙ্গ লোক ছিলেন । কেউবা বলেন যে, তিনি বিষ খাইয়ে নরহত্যা করবার চেষ্ট পয্যন্ত করেছিলেন । কিন্তু অধিকাংশ স্থলেই তাকে খুব সজ্জন বলে উল্লেখ করা হয়েছে। মাসিয় কনসন্তাস্ গ্রীসের সেফালোনি নগরে এক বনিয়াদী বংশে জন্মগ্রহণ করেন। কেউ কেউ বলেন যে, তার পিত এক হোটেলের মালিক ছিলেন । শ্যামদেশের রাজ প্রাসাদে রাজসাক্ষাৎকারম্ভবনের একটি ভংশ দশ বংসর বয়সে তিনি তার স্বদেশ স্বজন ছেড়ে ইংরেজদের এক জাহাজে চাকরী নিয়ে ইংলণ্ডে গিয়ে উপস্থিত হন । পনেরো বৎসর বয়সে তিনি ইষ্ট ইণ্ডিয়। কোম্পানীতে একটি চাকরা জোগাড় কবেন । এই চাকরী-সত্রেই তিনি শু্যামদেশে এসে উপস্থিত হয়েছিলেন । এখানে এসে তিনি স্বাধীনভাবে পোষাকের ব্যবসা সরু করলেন । ক্রমে একটা জাহাজ কিনে নিকটবৰ্ত্তী দেশগুলিতেও তিনি ব্যবস চালাভে আরম্ভ করে দিলেন । এষ্ট ব্যবসায়ে কনস্তাস্ বেশ দু-পয়স। উপাজ্জন করছিলেন, এমন সময় একবার মালাবার উপকূলের কাছে ঝড়ে তার জাহাজ ডুবে গিয়ে তিনি সৰ্ব্বঙ্গাস্থ হন। জাহাজ-ডুবি হওয়ার পর তিনি দু-হাজার একিউ ( ফরাসী রৌপ্যমুদ্র ) ভর। এক থলি লিযে কোনে। রকমে,অৰ্দ্ধনগ্ন অবস্থায় কুলে গিয়ে উপস্থিত হয়েছিলেন । তরঙ্গের সঙ্গে যুদ্ধ