পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ধু সংখ্য ] ২। স্তর দেবপ্রসদ সৰ্ব্বাধিকারী ( ভারভার ব্যবস্থা-পরিধদ ) ৩ । মিঃ জে এন মুখার্জি * ৪ । মিঃ কবিত্ত্বদিন অtহম্মদ 曾 ৪ । মিঃ জে এন বন্ধ &ો ৬। রায় বাহাদুর শিবপ্রসাদ তুলসেন 卤 বেনে-জল চার সন্ধ্যার কিছু আগে, সেন-গিন্ন বসে বসে র্তার পোষ। বিড়ালটির মাথায় আদর ক’রে হাত বুলিয়ে দিচ্ছেন, আর মুনীতি রবীন্দ্রনাথের “কথা"র একটি কবিতা আবৃত্তি করছে। - এমন সময়ে সম্বোষ এসে গবর দিলে, “ম, দাদামশাই আসচেন ।” _ —“আঁ্যাঃ, বাবা !” সেন-গিল্পী তাড়াতাড়ি উঠে দাড়ালেন । র্তার বাব যে কোন খবর না দিয়েই এমন হঠাৎ কলকাতায় এসে পড়বেন, সেন-গিন্নী তা জানতেন না । আজ দশ বৎসর আগে তিনি একবার মাত্র কলকাতায় এসেছিলেন, তার পর সেন-গিন্নী নিজেক্ট মাঝে মাঝে পিত্রালয়ে গিয়ে বাপের সঙ্গে দেখা করেছেন, কিন্তু তিনি আর কখনো মেয়ের বাড়ীতে আসেননি। হঠাৎ বাব আসছেন শুনে সেন গিন্নার মুখে উদ্বেগের চিহ্ন ফুটে উঠল। ছেলের দিকে চেয়ে বললেন, “বাবাকে কোন ঘরে বসিয়েচিস্ ?" সন্তোষ বললে, “দাদামশাই বস্লেন না, একেবারে তোমার সঙ্গে দেখা করতে আস্চেন !” সেন-গিল্পী সুনীতির দিকে চেয়ে বললেন, “মৃঙ্গ, তাড়াতাড়ি পায়ের জুতো খুলে সরিয়ে ফেল বাছ,-বাবা যেন দেখতে না পান!” বলতে বলতে তিনিও নিজের পায়ের লতা-পাতা-তোলা চটিজুতো-জোড়া খুলে একটা আলমারির তলায় লুকিয়ে রাখলেন। তার এই বাবাটিকে সেন-গিল্পী বড়ই ভয় করতেন, কারণ তিনি একেবারে সেকেলে ধরণের লোক আর গোড়। হিন্দু, মেয়েমাষ্টমের বেনো-জল ుసి( ৭ মৌলবী আবদুল রহমান ( ভারতীয় ব্যবস্থা-পরিষদ ) মিঃ আসরফ জামাল ঐ ৯ মিঃ জে চৌধুরী Ji? ১• মিঃ কে সি নিয়োগী 岛 ১১ রায় বাহাদুর টিপি মুখার্জি ঐ শ্ৰী হেমেন্দ্রলাল রায় পায়ে জভে দেখলে নিশ্চয়ই পূব খুশি হবার পাত্র নন · · · · · · সেন-গিরীর বাবা এসে ঘরের ভিতরে ঢুকূলেন । তার নাম হরিহর মজুমদার, বয়স সপ্তরের ওপারে, কিন্তু এতগুলো বৎসরের ভীরেও তিনি একটু ও ইয়ে পড়েননি— গৌরবর্ণ ছিপছিপে দেহখানি পাক। রাশের মতই শক্তসমর্থ ; চোখদুটির দৃষ্টি এখনে বেশ তীক্ষ্ণ, তাদের উপরে আজও চশমার ছায়া পড়েনি। মাথার ছোটক’রে-ছাট পাক-চুলের মাঝখানে একটি পরিপুষ্ট শিক্ষা সগৰ্ব্বে দোদুল্যমান হ’য়ে তার প্রচণ্ড হিন্দুত্বের পরিচয় দিচ্ছে । হরিহরকে দেখেই সেন-গিরী গড় হ’য়ে প্রণাম ক’রে পায়ের ধূলো মাপড় নিলেন। তারপর নীতি প্ৰণাম করলে । হরিহর হাতের তেলপাক। পাশের লাঠিটা ঠক্‌ ক’রে ঘরেব এক কোণে রেপে বললেন, “ তবু ভালোঁ, তোরা ও ত হ’লে প্রণাম করতে ভুলে শাসনি ! আমার নাতি কিন্তু আমাকে সেলাম করেচে।" সেন-গিনী আশ্চৰ্য্য হ’য়ে বললেন, “সন্তোষ আপনাকে সেলাম করেচে !” হরিহর মুদু হেসে বললেন, “ষ্ট্য, তা বৈ আর কি ! হাত দুটো জোড় ন ক'রেক্ট কপালের দিকে তুলে কি যে একটা করলে, আমার তো মনে হ’ল সেলাম !” সন্তোষ লঙ্গিত হ’য়ে ঘর থেকে স’রে পড়ল।” সেন-গিল্পী বললেন, “বাবা, কোন খবর না দিয়ে বাড়ীর সব ভালে। ত ?" ভালো । এমন হঠাৎ এলেন যে ! —"ষ্ট্য। মা, ধবল সব একট। কাজে