পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4 فاحه حمد ح للناقلاتها SA ARE Ç. সূৰ্য্যগ্রহণের ফোটো— স্বৰ্য্যগ্রহণের প্রথম ফোটে গত সেপ্টেম্বর মাসে ( ১৯২২) অষ্ট্রেলিয়ায় তোলা হয়। ছবিটি একটি ৪০ ফুট মুথওয়াল ক্যামেরার সাহায্যে তোলা হয় । সুর্য্যগ্রহণের সময় সুৰ্য্যের আলোকিত অংশ (corona ) স্বৰ্য্যগ্রহণের ছবি তুলিবার জন্য ব্যবহৃত অতিকায় কমের ৪•,••• মাইল চওড়া বলিয়া ধার্ঘ্য গুইয়াছে । এই উদ্দীপ্ত স্থlণ কঙ্কণ্ঠে আলোকরশ্মি সকল চারিদিকে প্রক্ষিপ্ত হয়। এক-একটি আলোকরশ্মি ( সুৰ্য্যের কেন্দ্র হইতে ) ২৫ • • • • • মাইল পথ্যস্থ যায়। এই প্ৰয্যগ্রহণের ফোটোতে ৩০টি নক্ষত্রের ছবিও ফুটিয়া উঠিয়াছে, এবং তাহদের ৪০-ফুট ক্যামেরায় তেল স্থৰ্য্যগ্রহণের ছবি মধ্যে ২৩টির আয়তন মাপীও হইয়াছে। এই ফোটোতে অধ্যাপক আইনষ্টাইনের সুর্য্যসংক্রান্ত অনেক ভলিনাৎবাণী সড়্য বলিয়া প্রমাণিত হইয়াছে । =F ーさ* - + "- 颅 পকেট-মাইক্রোসকোপ— একপ্রকার ছোট চমৎকার পকেট-মাইক্রোসকোপ বাজারে আসিয়াছে। ইহার সাহায্যে বক্ষণাগারের বহুদূরে বসিয়াও যে-কোন বৈজ্ঞানিক কোন দ্রব্য অত্নবাক্ষণে পরীক্ষ্ম | করিতে পরিবেন। বিশেষ বিশেষ দ্রব্য পৰ্যবেক্ষণ করিবার সময় লেন্স বদ্‌লাইবার প্রয়োজন হইবে '" : ن ن . " পকেট মাইক্রো কোপ-- কতটুকু তাহা হাতের মধ্যে রক্ষিগু আলস্থায় ডান দিকের ছবিতে বুঝা যায় না । চেঙ্গ যুবাইয় সব ঠিক করা যাইতে পারে। ইহাতে একটা জিনিষকে ২০ হইতে ২২৫ গুণ বড় করিয়া দেখা যাইবে । ধুলী ইত্যাদি হইতে যন্ত্রটিকে রক্ষা করিবার জন্ত তইtর বিশেধ বন্দোবস্ত অtছে । আমেরিকা হইতে চীনে র্যাডিও-বার্তা প্রেরণ— আমেরিকার যুক্তরাষ্ট হইতে চীনের সজাই সহরে একটি র্যাডিওবtষ্ঠা প্রেরণ করা হইয়াছে। এই সংবাদ-প্রেরণের জন্ত সামান্ত একটু বেশী জোরালে র্যাডিও-কল ব্যবহার করিতে হইয়াছিল। হিল্‌স্বরে হইতে সাজপাই ৮৬.৯ মিটার দূর । বৃক্ষাচ্ছাদিত মোটর-রাস্তা— যুক্তবাষ্ট্রের কালিফোৰ্ণিয়াতে ৬ ••• মাইল লম্ব যে মোটর চলাইবার পাকারও আছে, তাহাকে বৃক্ষচ্ছায়ায় আচ্ছাদিত করিবার ব্যবস্থা হইতেছে । ইতিমধ্যেই প্রায় ৭• • মাইল রাস্তার দুই পাশে বৃক্ষ লাগানো হইয় গিয়াছে । সমস্ত রপ্তাটির ২৫ ফুট অস্তর ( দুই ধারে ) ১,২৬৭,২• • গাছ লাগাইলে ৬• • • মাইল পূর্ণ হইবে । রাস্তাটির স্থানে স্থলে পুরানে বৃক্ষও আছে। রাস্তাটি যে যে সহরের মাঝখান দিয়া বা পাশ দিয়া গিয়াছে, সেই-সকল সহরের মিউনিসিপ্যালিটি এই বৃক্ষ-রোপণ-কায্যে যধেষ্ট্র সাহায্য করিতেছে। এই