পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&gt উমেশচন্দ্র বিদ্যারত্ব পণ্ডিত উমেশচন্দ্র বিদ্যারত্বের মৃত্যুতে বঙ্গদেশ ও সমুদয় ভারতবর্ষ একজন অসামান্য বিদ্যাবান ব্যক্তির সেবা হইতে বঞ্চিত হইলেন। মৃত্যুকালে তাহার বয়স ৭৯ বংসর হইয়াছিল। বৈদিক সাহিত্য ও অন্য সংস্কৃত সাহিত্যে র্তাহার অধিকার অসাধারণ ছিল । তাহার স্মৃতিশক্তি এরূপ ছিল, যে, তিনি অনায়াসে নাম সংস্কৃত গ্রন্থ হইতে প্রয়োজন-মত ভূরি ভূরি শ্লোক অনর্গল আবৃত্তি করিয়া যাইতে পারিতেন । এরূপ ক্ষমতা অনেকের থাকে, কিন্তু তাহার স্বাধীন চিস্তার ক্ষমতা ও স্বাধীন ভাবে প্রাচীন সাহিত্যের যুক্তিসঙ্গত ব্যাখ্যা করিবার শক্তি পণ্ডিতবর্গের মধ্যে সচরাচর দেখিতে পাওয়া যায় না। তিনি নিভীকৃ ও তেজস্বী লোক ছিলেন ; যাহা সত্য বলিয়া বুঝিতেন, সাংসারিক ক্ষতি বা দৈহিক আঘাতপ্রাপ্তির ভয়ে তাহ বলিতে বিরত হইতেন না । র্তাহার প্রণীত ও প্রকাশিত গ্রন্থ ও পত্রিকাগুলি তাহার পাণ্ডিত্যের পরিচায়ক । তিনি আরও যাহ। লিখিয়াছিলেন, দারিদ্র্যবশতঃ তাহা প্রকাশ করিতে পারেন নাই । দারিদ্র্যের সহিত সংগ্রাম করিতে ন হইলে হয় ত তিনি আরও দীর্ঘজীবী হইতে পারিতেন। অনেক শোক ও তাহাকে সহ করিতে হইয়াছিল । তপ্তিঃ তাহার আরও এক কষ্টের কারণ এই ছিল, যে, তাহার এক পুত্র ত্রিটিশ গবর্ণমেণ্টের ক্ৰোধভাজন হওয়ায় আমেরিকা হইতে দেশে ফিরিতে পারেন নাই । ইংতে তিনি ক্লেশ পাইতেন বটে, কিন্তু ইহা ভাবিয়া গৌরব অতুভব ও করিতেন, যে, পুত্রকে দেশের স্বাধীনতার জন্যই নিৰ্ব্বাসিতের মত জীবনযাপন করিতে হইতেছে । ললিত চন্দ্র মিত্র নীলদর্পণের দীনবন্ধুর অন্যতম পুত্র শ্রীযুক্ত ললিতচন্দ্র মিত্র পিতার প্রতিভার অধিকারী ন হইলে ও র্তাহার সহৃদয়তা ও বন্ধুপতির অধিকারী হইয়াছিলেন। ললিত চন্দ্র আমাদের সহাধ্যায়ী ও প্রীতিমান বন্ধু ছিলেন। বঙ্গে নীলকরদের অভ্যাচার ও নীলকর হাঙ্গামা সম্বন্ধে তনি ইংরেজীতে একটি গ্রন্থ রচনা করিয়াছিলেন । উদ্ভিন্ন, - - এরালী—শ্রীরণ, OOHO [ ২৩শ ভাগ, ১ম খণ্ড حتیره حجیه حمایی یحییر حاجی حتی ه حیص جای میگیهایه বঙ্গীয় সাহিত্য সন্মিলন প্রভৃতি উপলক্ষ্যে গান রচনা তাহার একটি সখের জিনিষ ছিল । তিনি কতকগুলি কবিতাও লিখিয়াছিলেন। পূর্ণিমা-মিলন তাহার অতি প্রিয় বস্তু ছিল । যখন এই উপলক্ষে সাহিত্যিকগণ র্তাহার পৈত্রিক ভবনে সম্মিলিত হইতেন, তিনি সকল দলের সমুদয় ব্যক্তিকে আদর ও যত্নে আপ্যায়িত করিতেম। তিনি কিছুকাল বঙ্গীয় সাহিত্য-পরিষদের সহকারী সম্পাদক ও হিসাবপরীক্ষক ছিলেন । এই জুলাই মাসে র্তাহার কলিকাতা মিউনিসিপ্যালিটির কাজ হইতে অবসর লইবার কথা ছিল । তিনি বলিয়াছিলেন, চাকরী হইতে অবসর লইয়া শাস্ত্রচর্চায় কালযাপন করিবেন। কিন্তু তাহা আর ঘটিয়া উঠিল না। পুত্ৰশোক তাহার অযুহাসের অন্যতম ধারণ। . বিদ্যাসাগর-মহাশয়ের স্মরণার্থ সভা - , এই শ্রাবণ মাসে বিদ্যাসাগর মহাশয়ের মৃত্যুদিন উপলক্ষে অনেক নগরে ও গ্রামে সভা হইবে । তাঁহাতে তাহার জীবনের নানা ঘটনা বিবৃত হইবে ও তাহার গুণান্থকীৰ্ত্তন হইবে । ইহার সঙ্গে সঙ্গে আমরা যদি এমন কোন কাজ করিতে পারি, যাহা তাহার প্রিয় ছিল, তাহা হইলে নানা স্থানে সভার অধিবেশন সার্থক হয় । বিধবা-বিবাহ প্রচলনের জন্য তিনি যেরূপ চেষ্টা করিয়া গিয়াছেন, তাহার অমুসরণ করিতে পারিলে তাহার প্রকৃত ভক্তের কাজ করা হয়। ন্যায়পরায়ণতা ও দয়া ব্যতীত অন্য কারণেও বালবিধবাদিগের বিবাহ বাঞ্ছনীয়। সামাজিক পবিত্রতা সূক্ষণ করিবার নিমিত্ত ইহা আবশ্বক। বিধবাদিগের বিবাহ ন হইলে হিন্দুসম্প্রদায়ের লোকসংখ্য বৃদ্ধিও যথেষ্ট হইতে পারে না । - কিন্তু বিধবাবিবাহ চালাইতে গেলে যে সাহস ও সামাজিক উৎপীড়ন সহা করিবার ক্ষমতার আবশ্বক, তাহ বিরল । ইহা অপেক্ষা সহজ উপায়ে বিদ্যাসাগর-মহাশয়ের প্রতি কিঞ্চিং অকপট শ্রদ্ধা প্রদর্শিত হইতে পারে । আমরা গত মাসে র্তাহার কলিকাতাস্থ বাস-ভবনের ছবি প্রকাশিত করিয়াছিলাম ও লিথিয়াছিলাম, যে, উহা হিন্দুস্থান কো অপারেটিভ ইন্‌সিওরেন্স কোম্পানী কিনিয়া বাথিয়াছেন ;

  • --