পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8र्थ श२थn ] যদি কোন জনহিতকর কার্ধ্যের জন্ত কোন সমিতি উহা ক্রয় করেন, কোম্পানী উহ। তাহাদিগকে বিক্রয় করিবেন । নারী-শিক্ষাসমিতি "বিদ্যাসাগর বাণীভবন” নাম দিয়া যে প্রতিষ্ঠানটি স্থাপিত করিয়াছেন, তাহার প্রধান উদ্দেশ্য বিধবাদিগকে এরূপ শিক্ষা দেওয়া যাহাতে র্তাহার! সৎপথে থাকিয়৷ আত্ম-নির্ভরপরায়ণ হইতে পারেন। এখন ইহা একটি ভাড়াটিয়৷ বাটীতে আছে। যদি বিদ্যাসাগর-মহাশয়ের বাড়ী এই সমিতি ক্রয় করিয়া তাহাতে “বিদ্যাসাগর বাণী-ভবন” স্থায়ীভাবে স্থাপিত করিতে পারেন, তাহ হইলে তাহার নামের সহিত বিধবাদের হিতকর একটি প্রতিষ্ঠান যুক্ত হইয়া থাকে। ৭২০০০ টাকা দিলেই বাড়ীটি পাওয়া যায়। কোটি কোটি বাঙ্গালী অল্প কিছু করিয়া দিলে অনায়াসে এই টাকা উঠিতে পারে। বিদ্যাসাগর-মহাশয়েব প্রতি শ্রদ্ধ-প্রদর্শনের দিনে সমুদয় সংগৃহীত অর্থ নারী-শিক্ষসমিতিকে সম্পাদিকা শ্ৰীযুক্ত অবলা বস্থ মহাশয়ার নামে কলিকাতায় ১০৫ নং অপার সাকুলার রোড ভবনে প্রেরণ করিলে জাতীয় কৰ্ত্তব্য কিযুৎপরিমাণে সম্পাদিত হইবে। = - লালা লাজপৎ রায়ের পীড়া কারাগারে লালা লাজপৎ রায় ক্ষয়রোগে আক্রান্ত হইয়াছেন, খবরের কাগজে এই সংবাদ পড়িয়া সৰ্ব্বসাধারণ উদ্বিগ্ন হইয়াছেন । জেলে তাহার আহার ও ঔষধের ব্যবস্থা যতই ভাল হউক না, তাহাতে র্তাহার আরোগ্য লাভ করিবার সম্ভাবনা নাই। মুক্ত বাতাস এবং মনের প্রফুল্লতা-সম্পাদক অবস্থা, আরোগ্য লাভের জন্য একান্ত আবশ্যক। এই কারণে র্তাহাকে এখন ছাড়িয়া দেওয়া উচিত। ডাক্তার আনসারী জানাইয়াছেন, যে, লালাঙ্গীর চিকিৎসকদিগকে তাহাকে প্রত্যহ দেখিতে দেওয়া হয় না। চিকিৎসকের বলেন, অবাধে বিবিধ প্রসঙ্গ—লtলা লাজপৎ রায়ের’পীড়া 하 আবশ্যকমত বোগীকে দেখিতে না পাইলে কেমন করিয়া চিকিৎসা চলিতে পারে ? তিনি দুটি অভিযোগে কারারুদ্ধ হন । এখন ধে অভিযোগের জন্য বনী আছেন, তাহার দোষ প্রমাণ করিবার জন্য গবর্ণমেণ্ট, কর্তৃক নিযুক্ত সরকারী উকীল নিজেই তৎসম্বন্ধে বলেন, যে, তাহার কোন সন্তোষজনক প্রমাণ নাই ; অথচ তাহাকে দণ্ডিত করা হয় : দেশের লোক তাহার জন্য চিন্তিত নহে, এরূপ মিথ্য; কারণ দেখাষ্টয় তাহাকে মুক্তি দিতে বিলম্ব করা উচিত নহে । পঞ্চাবের ব্যবস্থাপক সভা এখন বসিতেছে ন; ; সুতরাং বিষয়টি পঞ্জাবের প্রাদেশিক বিষয়, এরূপ কথা বলিয়া ও ইহা টালিয়া দেওয়া অকৰ্ত্তব্য । তিনি মুক্তি প্রার্থনা করিয়া দরখাস্ত করেন নাই, এরূপ ওজরে ইছাই বুঝায়, যে, গবৰ্ণমেণ্ট, তাহাকে হীনতা স্বীকার কর। ব1র নীচ বাসনা পোষণ করেন । তাহার কারাদণ্ড ধাহাতে প্রকাবাস্তরে মৃত্যুদণ্ডে