পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ প্রসঙ্গ । নারীর স্থাপত্য মেয়েরা জীবনের যতখানি সময় বাড়ীতে কাটাইয়া থাকেন, পুরুষ তাহ কাটান না। বাসগৃহ মন্দ হইলে মেয়েদের যতখানি দুঃখ পাইতে হয়, পুরুষকে ততখানি হয় না। সুতরাং পুরুষদের মধ্যে যত জন স্থপতি হন, স্বভাবতঃ মেয়েদের মধ্যে তাহা অপেক্ষা বেশী জনের স্থপতি হওয়া উচিত। কিন্তু বাস্তবে তাহা দেখা যায় না। আমেরিকার “ওম্যান সিটিজেন” পত্রে শ্ৰীমতী মাঙ্গরি শূলার তাই-লিথিয়াছেন, "যে-সকল মহিলার স্থপতি হওয়া উচিত, তাহাদের দেখা পাওয়া যায় না কেন ? স্থাপত্যবিদ্যা মহিলাদের ব্যবসায়রূপে পরিগণিত হইলে দোষ কি ? আমেরিকার ইউনাইটেড, ষ্টেটুলে স্থপতিদের মধ্যে শতকরা একজন भांब भट्जिी ८कन ? “মেয়েরাই ঘরসংসার পাতিয়া গৃহধৰ্ম্ম করেন, অথচ গৃহ নিৰ্ম্মাণ করিতে র্তাহাদের বিশেষ দেখা যায় না ; এই তথ্যটি আবিষ্কার করিয়া অবধি এই-সব প্রশ্ন আমার মনে সৰ্ব্বদা জাগিয়া উঠিতেছে । মেয়েরাই ঘরসংসারের তত্ত্বাবধান করেন, অথচ বাড়ীর নক্সা করিতে র্তাহাদের বড় একটা দেখা যায় না। জিনিষটা অদ্ভুত নয় কি ? যাহা হউক আমার প্রশ্নের উত্তররূপে আজ আমার সম্মুখেই কুমারী এলিনর ম্যানিংকে উপবিষ্ট দেখিয়া আনন্দিত হইলাম। এ দেশের স্ববিখ্যাত মহিলা স্থপতিদের মধ্যে ইনি অন্যতম।” ভারতবর্ষে মহিলারা চিকিৎসক, উকীল ব্যারিস্টার ও শিক্ষয়িত্ৰী হইয়াছেন ; স্থপতিও হউন না। কবে হইবেন ? মহিলা ডাক্তারের আবিক্রিয়া তাক্তার শ্ৰীমতী লুইস পিয়াস, জনূস হপকিন্‌স কলেজের গ্র্যাজুয়েট এবং রকফেলার ইনষ্টিটিউটে দশ বৎসর কাজ করিতেছেন। ইনি সম্প্রতি পক্ষাঘাত ও নিদ্রারোগের একটি ঔষধ আবিষ্কার করিয়াছেন। ডাক্তার পিয়াস এই ঔষধটি লইয়া বেলজিয়ান কঙ্গোতে গিয়াছেন। সেখানে বিগত চারমাস ধরিয়া তিনি উক্ত রোগের চিকিৎসা করিতেছেন ; চিকিৎসা সফলও হইতেছে। ঠাকুরমা ও গ্রাজুয়েটের জননী ছাত্রী ঠাকুরমা কলেজে যাইতেছেন, এমন ঘটনাওঁ কি জগতে ঘটে । দেখা যাইতেছে ঘটে । শ্ৰীমতী সারা স্বমেকার ফার্লি পেনসিলভেনিয়া ষ্টেট কলেজের কৃষি-বিদ্যাৰয় হইতে সম্প্রতি উদ্ভিদবিদ্যায় ডিগ্রী পাইয়াছেন। ইহার দুই পুত্রই কলেজের গ্র্যাজুয়েট, ইহার ঝুতি নাতনীও বারটি আছে। অবশ্য ইনি একলাই যে এই সম্মানের অধিকারিণী, তাহ মনে করিবার কোনো কারণ নাই। শ্ৰীমতী স্বসান এ পোর্টারফিলডের ছেলেরাও কলেজের গ্র্যাজুয়েট ; এই গ্র্যাজুয়েট-জননীও সম্প্রতি এই কলেজ হইতেই আধুনিক ভাষা ও সাহিত্যে ডিগ্রী পাইয়াছেন । 愈 63 হিন্দু” নাম “হিন্দু" নামটির একটি ভৌগোলিক অর্থ আছে। উহাই উহার সর্বাপেক্ষা ব্যাপক অর্থ। আমেরিকায় ভারতবর্ষের সকল লোককেই জাতিধর্শ্ববর্ণনির্বিশেষে হিন্দু বলা হইয়া থাকে। শুনিয়াছি, ভারতবর্ষের ধৈ-সকল মুসলমান আরবদেশে হজ, করিতে যান, তাহাদিগকেও ঐ দেশের লোকেরা “হিন্দু বলিয়া থাকে। বিদেশে “হিন্দু" শব্দের এই প্রয়োগ ধৰ্ম্মবাচক নহে। উহার অর্থ কেবল ভারতীয়। এই অর্থে নামটির প্রয়োগ ভারতবর্ষে প্রচলিত নাই। ভারতে হিন্ধু বলিতে .হিন্দুধৰ্ম্মাবলম্বী লোকদিগকেই বুঝায়। কিন্তু সকল হিন্দুর