পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] یہ ھے উহার সংগৃহীত অস্তান্ত মূল্যবান ডাকটিকিটের মধ্যে মরিসাসের প্রথম কয়েক বৎসরের ডাকটিকিট উল্লেখযোগ্য। মরিসাসের ঐ টিকিটগুলিতে মহারাণী ভিক্টোরিয়ার প্রতিলিপি ব্যঙ্গচিত্র , প্রকৃিতি হইয়াছিল, তথাপি ঐগুলির মধ্যে কমলালেবু রঙের ১-পেনী ও নীল বংয়ের ২-পেনী টিকিট টিকিটবিজ্ঞানবিদদের নিকট খুব মূল্যবন। প্রথমবার ছাপা মরিসাসের ডাকটিকিটগুলিতে বামদিকের উপরে “Post Ofice" đề ##!ef*i c>Toil fềai : •#T#Rt# “Post Ofice” * “Post Paid" stol &ots= | "...that “Post Office". ছাপা টিকিট একহাজার খানি মাত্র ছাপা হইয়াছিল ; তন্মধ্যে ২৭ খনির মাত্র অস্তিত্বের কথা শুনিতে পাওয়া যায়। মহারাজা পঞ্চম জর্জ র্তাহাব এক পেনী “Post office" ছাপা টিকিটখানি জারল অফ কিন্‌টোরসের পুরাতন টিকিট সংগ্ৰহ হইতে ৮৫০ পাউণ্ড মুলো কিনিয়াছিলেন। দুই পেনীর খানি ১৯০৪ খৃষ্টাব্দে লগুনে প্রকাষ্ঠ নিলামে ১৪৫০ পাউণ্ড মূল্যে উহার জন্ত কেন হুইয়াছিল। আজকাল “Post Office" ১ পেনী ও ২ পেনী টিকিটের প্রত্যেকটির দাম দুই হাজার পাউণ্ড । বেড়েন-পাওয়েল টিকিটেল উপ্ট ছাপওয়াল টিকিট ওঁতার আর একখানি অদ্ভুত সংগ্রহ। এই উণ্টাছাপ টিকিট পানি মাত্র ছাপ হইয়াছিল। অষ্ট্রেলিয়ার হাসের ছবিওয়াল উন্টালাইন-মারী ৪-পেনী টিকিট ও অষ্ট্রেলিয়ার অৰ্দ্ধেক অংশ ছাপ ৪-পেনী টিকিট উহার অদ্ভূত টিকিট সংগ্রহের আর-দুইটি নমুনা। অষ্ট্রেলিয়ার উণ্টালাইনমার সেব ছবিওয়াল টিকিটপানি ইংলণ্ডেশ্বর ৮০০ পাউণ্ড মূল্যে কিনিয়াছিলেন। পঞ্চম জর্জের টিকিট সংগ্ৰহ ক্রমশই বাড়িয়া চলিয়াছে। প্রতিবৎসর তিনি স্বয়ং তাহাব নুতন সংগ্ৰহ লগুনের রয়াল ফিলাটেলিক্ সোসাইটর সেম্ববদিগকে দেখাইয় থাকেন। মজনোদ্ধার অায়োজন--- আমেরিকার যুক্তরাষ্ট্রের কালিফোর্ণিয়াল সমুদ্রতাবে প্রতোক সপ্তাঙ্গে এক লক্ষেরও বেশী স্নানাগীর সমাগম হয়। প্রশান্ত মহাসাগরের উপকূলে এতবড় স্নানের উপযোগী স্থান আর নাই। গবমের সময় লোকের সমাগম আরো বেশী হয়। তখন প্রত্যেকদিন বৈকালে প্রায় ৭০,০০০ লোকে মজ্জনেন্ধিীর আয়োজন স্নানের জন্তু এইখানে আসে। যেপানে এতলোক স্নান করে সেখানে অনেক লোক জলে ডুবিয়া যাওয়া বিচিত্র নহে। এই সঙ্গরের মিউনিসিপ্যালিটি স্নানাধীদের কি ভাবে রক্ষা করা যায়, এইসমস্ত বহুদিন ধরিয়া সম্যক মীমাংসা করিবাব চেষ্টা করিয়াছেন। পূৰ্ব্বে, তীরে নৌকা এবং একদল

  • -

পঞ্চশস্য—কানাডার হরিণ ASAAAAS AAAAA AAAA AAAA AAASA SAAAS AAAAA AAAA AAAA AAAA AAAA AAAASAAA SASAMM AAAA AAAAS AAAAA AAAA AAAA SAS SSAS SSAS SSAS b-> SS S SSAS SSAS SSAS SSAS SSAS SSAS S S AAAAA AAAA SAS S S AAAA S S SAAAA S S ভাল সীতার রাপা হইত, তাহার কোন লোককে জলে ডুবিতে দেখিলেই নৌকা লইয় তাহার সাহায্যের জন্য যাইত। ইহাতে অনেক কাজ হইলেও, তেমন ভাল কাজ হইত না । সমুদ্রের ঢেউ ভাঙিয়া গিয়৷ লোক বাঁচানো ভয়ানক শক্ত ব্যাপার। এখন একপ্রকার নূতন বন্দোবস্ত হইয়াছে। সমুদ্র-উপকূলকে কয়েকভাগে ভাগ করা হইয়াছে—প্রত্যেক ভাগে একদল লোক সব সময়েই কড়া পাহার রাখে। কোন লোককে বিপন্ন দেখিলেই পাহারাওয়ালার ধোরাভর বোমা সমূত্রের দিকে ছুড়িয়া দৃষ্টি আকর্ষণ করে। বোমাটি মজ্জমান ব্যক্তির মাথার কিছু উপরে কাটরা যায়। সমুদ্রের জলের উপরে (তীর হইতে কয়েকশত গজ দূরে) জয়লঞ্চ থাকে। এই লঞ্চ থাকিবার জন্ত বাধানে খুব ছোট একটি জেটি আছে। ধোয় লগা করির তীরের উদ্ধারকারী দলও ভীরের দিক ১ইতে যাত্র করে-মঙ্গে সঙ্গে সমূত্রের বাতির দিক্ হইতে উদ্ধারকারা জাহাজও আসিয়া উপস্থিত হয়। দেপা থিয়াচে তীরের দিক হইতে না গিয়া বাহির সমুদ্রের দিক্‌ ঠক্টতে খুব তাড়াতাডি এবং সহজেক্ট ডুবস্তু লোককে র্যাচনে যায়। ডুবস্থ লোকের জঙ্গ ঘদি ডাক্তার দরকার হয় &বে লঞ্চ হইতে শাদ পতাকা দেখানে হয়। খুব কম সময়ের মধ্যে ডাক্তার আসিয়া রোগীকে সাহায্য দান করিতে পারেন এরূপ ব্যবস্থাও গাছে । আমাদের দেশেও অনেক স্থানে সমুদ্রে লোকে স্নান করে। তাছাদের রক্ষার এবং সুবিধার কোনপ্রকার বন্দোবস্ত নাই। পুরীতে প্রস্তোক বছর অনেক লোক মারা যায় । ইহার প্রতিকারের জষ্ঠ মিউনিসিপ্যালিটি বা গবর্ণমেণ্ট হইতে বিশেষ কিছুই করা হয় না । - .. নুতন ধরণের চিরস্থায়ী কালি— এক ধরণের নুতন কালি আবিষ্কার হইয়াছে, তাহ কোন-প্রকার আরকেই উঠিয়া যাইবে না । ইহার পরীক্ষাও হইয়া গিয়াছে-একখানি ব্যাঙ্কের চেকে পানিকট কালি ঢালিয় তাহার উপর এই কালি দিয়া লেপ ৪য়- ডাঙ্গার পর বিশেষ কোন আরক দিয়া কালি উঠাইয় দেখা গেল নুতন কালিব লেপ লেশ স্পষ্টষ্ট রহিয়াছে, তাত একটুও খারাপ হয় নতি | কানাডার হরিণ— কানাড়ার ইউকন প্রদেশে এবং আলাস্কাতে হরিণের খুব বসতি আছে । এষ্ট-সমস্ত হরিণের পাল যপন ইউকন নদীতে সাতার দিয়া একপার হইতে অঙ্গ পারে যায়, তখন জাহাজের চলাচল বন্ধ হইয়া যায় । অনেক সময় ঘণ্টার পর ঘণ্ট জাহাজকে দাড়াইয়া থাকিতে হয়। এই সমস্ত হরিপর যখন নদী পার হয় জাহাজ হইতে অনেকে বন্দুকের সাহায্যে ইহাদেব হত্যা করে। এই হরিণের পাল জলে বড়ই অসহায় । ইউকন প্রদেশের এই হরিণেব ( caribou ) সহিত বন্ধহরিণের (rein deer) খুব নিকট সম্বন্ধ আছে। আলাস্কাতে বল্লা-হরিণ পালন করা হয় । বঙ্গ-হরিণদের পাল রক্ষক স্বার সব সময় খুব সাবধানে রক্ষা করিতে হয়। অন্য হরিণের পাল কাছ দিয়া যাইতে দেপিলে বল্লা-হরিণের পাল ভয়ানক চঞ্চল হইয় উঠে এবং অনেক সময় পলাইয়া গিয়া বস্ত হfরণের পীলে যোগদান করে । ইউকন প্রদেশের হরিণের যে পাল আছে, তাহদের এপন পর্যন্ত কেহ পোল মানাইতে পারে নাই। এই-সমস্ত হরিণকে