পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী-বৈশাখ, ১৩২৯ " . وي [ ২২শ ভাগ, ১ম খণ্ড হারামণি গত পৌষ সংক্রান্তিতে কেন্দুবিশ্বের মেলায় বাউলদের কাছ থেকে কতকগুলি গান সংগ্রহ করেছিলাম ; সেগুলি ক্রমে ক্রমে প্রকাশ করব। এবার যে তিনটি গান দেওয়া হচ্ছে, এগুলির গায়ক—রঘুনাথ দাম; বয়স .৪৫ বৎসর, বাসগ্রাম মাটিয়াড়, থানু ভরতপুর, পোষ্ট হ্রাফিস যজান, সাব-ডিভিজান কান্দী, জেলা মুর্শিদাবাদ। রঘুনাথ দাসের গুরুর নাম শারদ মোহান্ত বা স্বচাদ । ... s' ওরে অহমানে ভাবলে মাহুষ ধরা যাবে না। যদি বৰ্ত্তমানে পৰ্বতে পার, নইলে পারবে ন ॥ সেই মায়ুম করছে খেলা, . আর সেই মানুষ করছে লীলা, যদি মাষ্টম দেখে কাছ হেলা তবে কিছুই হবে না। আমি শুনি সাধুজনার কাছে— এক্ট মাতুলে সেই মাতুষ আছে ; যুক্তি নাওগে গুরুর কাছে, নইলে পাবে না । সেই মাতুষ-রূপে নন্দের ঘরে, আর মস্তিষ-রূপে বলির দ্বাবে, মানুষ আছে সব অপারে, পাগল মন । চিনতে পার না । দাস রঘুনাথের এই বাস্ট্রী= . সেই মাতুস করি উপাসন! ;--- আমার গোসাই স্বর্চাদের এক্ট চরণ বিন। আমি চিনতে পারলাম ন ॥

  • ঘরে গুড় থাকিতে মন রে ময়রা ভিয়েন করলি | ;

তোর সাধের ফুেলা রইল পড়ে হাত তাঙ্কায় দিলি না । গুড় রাখুলি পেলে ভরে’, . পেলের মুখ না লেপিলে, 4. t ডোরো পিপৃড়ে জুটে গুড় সব পেলে লুটে ; তাতে ভিয়েন করলে মলি জমিত রে, তুষ্ট ভিয়েন করতে গেলি না। জা গুন আছে তোর ঘরে, সে জল্‌ছে জোর করে’, এই বেলাতে তাড়াতাড়ি নে ভিয়েন করে” । মোর রূসের খোলা জুড়িয়ে গেলে শেষে ভিয়েন করা হবে না। দাস রঘুনাথ ভণে— - - মনের নিষ্ঠ-আগুনে গুরুর প্রতি দৃষ্টি কীর বস্গে ভিয়েনে । কোরো না আপার পাড়ে অণকার্বাকি, অঞহলে ভিয়েন করা হবে না | V) তারে দেখবি যদি নয়ন ভরে এ দুটো চোপ কর্ রে কাণ । শুনবিখদি সে মধুর বুলি, তে। বাইরের কানে আঙুল দেন। ঞ্চিলর মধু চিনি সে যে, গাঢ়-প্রেমের মিছরি-পান ; আবার পাবি যদি কসে এ টে, তো বেঁধে রাখৃ তোর কু-রসন । রাজার রাজা,—তার হুজুরে , যাবি যদি নাই রে মান,— পরশমণি পরশ করে? হতে মুদি চা ও রে সোনা । ওরে কান্ত বলে সে-সব

  • অাছে আমার প্রাণে জান, আমি জেনে শুনে ভেবে গুণে

স্কুলে রইলাম কি কারখানা। ,! تکیه چHRSttg ঐ প্রদ্যোভকুমার সেনগুপ্ত ও ীিজনাথনাথ বন্ধ